ইন্টারনেটে তথ্যের পরিমাণ বছরে বাড়বে ৫৪%
গামী ২০১৫-এর মধ্যে ইন্টারনেটে মোট তথ্যের পরিমাণ দাঁড়াবে ১৪.৪ এক্সাবাইট (১ এক্সাবাইট=১০০ কোটি জিবি)। ২০১০-এর ১.৬ এক্সাবাইটের তুলনায় যা ৯ গুণ বেশি। আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা সিস্কোর ‘ভিজ্যুয়াল নেটওয়ার্কিং ইনডেক্স’ রিপোর্ট অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত প্রতি বছরে ৫৪% হারে বাড়বে ইন্টারনেটে মোট তথ্যের পরিমাণ।
রিপোর্ট অনুযায়ী, ভারতের ক্ষেত্রে ২০১৫ সালে বছরে ৩০০ কোটি ডিভিডি-তে জমা রাখার মতো তথ্য আদানপ্রদান হবে। প্রতি মাসে তা ২৭.৩০ কোটি এবং প্রতি ঘন্টায় ৩৭৪,৩৭২টি। দেশের ক্ষেত্রে ২০০৫-এর তুলনায় এই পরিমাণ প্রায় ৫৩ গুণ। সেখানে ২০১৫ সালে শুধুমাত্র মোবাইলেই তথ্যের মোট পরিমাণ ২০১০-এর তুলনায় বাড়বে প্রায় ১১৪ গুণ। প্রতি বছর যার চক্রবৃদ্ধি হার ১৫৮%। পাশাপাশি, ওই সময়ে ইন্টারনেটের সুবিধা রয়েছে এমন পণ্যের সংখ্যা দাঁড়াবে ১০০ কোটি। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ব্রডব্যান্ডের গতিও বাড়বে প্রায় ৪.১ গুণ।
সিস্কো-র রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৫ সালে এক জন গড়পড়তা ইন্টারনেট ব্যবহারকারী প্রতি মাসে ৭.৭ জিবি তথ্য আদানপ্রদান করবেন। যা ২০১০-এর ১.৪ জিবি থেকে ৪৩৪% বেশি। দেশের প্রায় ১০ লক্ষ বাড়িতে প্রতি মাসে ১০০ জিবির বেশি পরিমাণ তথ্য জমা পড়বে ওই সময়ে। পাশাপাশি, বিশ্বে প্রায় ৬০ লক্ষ বাড়িতে প্রতি মাসে ১ টেরাবাইট (১০০০ জিবি)-এর বেশি তথ্য আদানপ্রদান হবে। বর্তমান সংখ্যার থেকে যা কয়েক হাজার গুণ বেশি।
Previous Story Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.