|
|
|
|
নয়া মার্সিডিজ এ বার ব্যবহার করা যাবে লিজে |
দেবপ্রিয় সেনগুপ্ত • চেন্নাই |
হাত ফেরতা পুরনো গাড়ির পর এ বার আনকোরা মার্সিডিজ গাড়ি লিজে ব্যবহার করার সুযোগ মিলবে। বছর শেষেই এই লিজ-ব্যবসা শুরু করবে ডেইমলার ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডিয়া (ডিএফএসআই)। মঙ্গলবার চেন্নাইয়ে সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধনে এ কথা জানান ডিএফএসআই ও মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার কর্তারা। ডিএফএসআই-এর এমডি সিদ্ধার্থ নায়ার জানান, বছরের শেষেই পরিষেবা চালু করবেন তাঁরা।
গত বছর হাত ফেরতা গাড়ির ব্যবসা শুরু করেছিল মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া। কিছুটা সস্তায় দামি গাড়ির স্বাদ পাওয়ার ব্যাপারে ক্রেতার আগ্রহকেই ব্যবসার সূত্র হিসেবে দেখছে তারা। এ বার লিজে নয়া গাড়ির চাবি ক্রেতাদের হাতে তুলে দিয়ে বস্তুত সেই ব্যবসার ভিত আরও শক্ত করতে উদ্যোগী তারা। সংস্থা এমডি-সিইও পিটার হনেগ বলেন, “হাত ফেরতা গাড়ির ব্যবসা শুরুর এটিও অন্যতম কারণ।” দেশে এখনও গাড়ি লিজ নেওয়ার চাহিদা তেমন নেই। সেই বাজারকে বাড়াতে চাইছে দুই সংস্থা। উল্লেখ্য, দুটি সংস্থাই জার্মান বহুজাতিক ডেইমলার গোষ্ঠীভুক্ত। নায়ার বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১২-৬০ মাসের জন্য গাড়িগুলি লিজ দেওয়া হবে। লিজ শেষে ব্যবহারকারী গাড়িটি কিনতে পারেন, সংস্থাকে ফেরত দিতে পারেন া বদলে অন্য মার্সিডিজ গাড়িও নিতে পারেন। প্রথমে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে এই পরিষেবা চালু হলেও পরে ব্যক্তিগত ক্রেতা এই সুবিধা পাবেন, দাবি হনেগের।
সম্প্রতি ডিএফএসআই আর্থিক পরিষেবা ব্যবসা শুরুর জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে। আপাতত মার্সিডিজের যাত্রী-গাড়ির জন্য পরিষেবা চালু করল তারা। আগামী বছর চেন্নাইয়ে ডেইমলার বেঞ্জের ট্রাক উৎপাদন শুরু হলে সেটির জন্যও পরিষেবা দেবে তারা। প্রাথমিক লগ্নি ৫ কোটি ডলার। মূল সংস্থা ডেইমলার ফিনান্সিয়াল সার্ভিসেস এজি-র চেয়ারম্যান ক্লস এন্টেনম্যান জানান, পাঁচ বছরে ৫০ কোটি ডলার ব্যবসার লক্ষ্যমাত্রা তাঁদের রয়েছে। |
|
|
|
|
|