পস্কো প্রকল্পে বনাঞ্চল সংক্রান্ত ছাড়পত্র ও জমির চরিত্র বদলে সম্মতি দিতে গিয়ে কেন্দ্র বা রাজ্য, কেউই আইন ভাঙেনি। মঙ্গলবার ওড়িশা হাইকোর্টে আত্মপক্ষ সমর্থনে এই কথাই জানাল পস্কো ইন্ডিয়া। অন্য দিকে, জগৎসিংহপুর জেলায় প্রকল্প অঞ্চলে টানা চার দিন বিক্ষোভের জেরে কাজ বন্ধ।
|
প্রায় দেড় মাস বন্ধ থাকার পরে পুরুলিয়ার রঘুনাথপুরে সোমবার শুরু হয়েছিল জয় বালাজি শিল্পগোষ্ঠীর প্রস্তাবিত প্রকল্পের কাজ। মঙ্গলবার সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলার সময় ফের বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় হুড়রা গ্রামের বাসিন্দারা। প্রকল্পস্থলে শিল্পগোষ্ঠীর কর্মীদের ঘেরাও করে রাখা হয়। বাসিন্দাদের অভিযোগ, চার বছর আগে জমি নেওয়া হলেও এখনও কাজ পাননি গ্রামের বাসিন্দারা। শিল্পগোষ্ঠীর দাবি, প্রয়োজনীয় জমির অর্ধেক এখনও না মেলায় মূল
প্রকল্পের কাজ শুরু করা এখনই সম্ভব নয়। দু’পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসাসূত্র বার করার চেষ্টা করছে প্রশাসন।
|
নিশি বাসুদেব রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামের পর্ষদে প্রথম মহিলা ডিরেক্টর (বিপণন) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
অর্ণব রায় ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর হয়েছেন।
|
কিচেন কুইন ব্র্যান্ডের চিমনি, জল পরিশোধক ও রান্নার গ্যাস ওভেন আনল পঞ্চমুখী কিচেন অ্যাপ্লায়েন্সেস। সংস্থা জানিয়েছে, ধনতেরাস পর্যন্ত চিমনি কিনলে উপহার জেতার সুযোগ আছে। |