নতুন পর্যটনস্থল হবে জঙ্গলমহলে: রচপাল
প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা জঙ্গলমহল একটা সময় পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল। মাওবাদী সক্রিয়তার জেরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকার সেই গুরুত্ব আজ আর নেই। এই পরিস্থিতিতে জঙ্গলমহলে নতুন পর্যটনস্থল গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। ধর্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার খড়্গপুরে এসেছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, “নতুন পর্যটনস্থলের জন্য জায়গা খোঁজা শুরু হয়েছে। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। শীঘ্রই জেলায় এসে কয়েকটি জায়গা পরিদর্শন করব।”
বছর তিনেক আগেও ছুটি কাটাতে বহু মানুষ ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, লালগড়ে ভিড় জমাতেন। কিন্তু গত কয়েক বছরে একের পর এক নাশকতার ঘটনায় গোটা জঙ্গলমহলই সন্ত্রস্ত। পর্যটকের সংখ্যা এক ধাক্কায় অনেক কমে গিয়েছে। রাজ্যের নতুন সরকার অবশ্য গোড়া থেকেই জঙ্গলমহলে পর্যটন শিল্পের হাল ফেরাতে তৎপরতা দেখাচ্ছে। সম্প্রতি জঙ্গলমহল সফরে এসে সরকারের নানা পরিকল্পনার কথা ঘোষণা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সেই সূত্রেই পর্যটনমন্ত্রী জানান, নতুন পর্যটনস্থল গড়ে তোলার পাশাপাশি পুরনো পর্যটনস্থলগুলির পরিকাঠামো উন্নয়নেও সরকার উদ্যোগী হবে।
খড়্গপুরে পর্যটন মন্ত্রী। নিজস্ব চিত্র।
রচপালের কথায়, “এক- দু’দিনের ছুটি কাটাতে পশ্চিম মেদিনীপুর ও আশপাশের জেলার মানুষ যাতে জঙ্গলমহলে আসতে পারেন, সেই বন্দোবস্ত করা হচ্ছে। থাকার জন্য সরকারি উদ্যোগে লজ তৈরি করা হবে।” জেলার প্রাচীন মন্দিরগুলি সংরক্ষণের ক্ষেত্রেও রাজ্য সরকার উদ্যোগী হবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
Previous Story Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.