টুকরো খবর

বাগানের নালায় চিতাবাঘের শাবক উদ্ধার হওয়ায় সোমবার চাঞ্চল্য সৃষ্টি হয় কালচিনির বিচ চা বাগানে। বন্যপ্রাণ-৩ নম্বর বিভাগের নীলপাড়ার রেঞ্জ অফিসার কমল সরকার জানান, বেলা ১১টা নাগাদ বিচ চা বাগানের ৯ নম্বর সেকশনে নালায় চিতাবাঘের শাবক দেখতে পেয়ে শ্রমিকরা তাঁদের খবর দেন। বনকর্মীরা একটি চিতাবাঘ শাবককে দেখতে পান। শাবককে যাতে কেউ বিরক্ত না করে এবং মা চিতাবাঘটির আক্রমণে যাতে কেউ জখম না-হয় সেজন্য এলাকাটি খালি করা হয়।

প্রায় আট ফুট লম্বা একটি পাইথন উদ্ধার করল বৈকুন্ঠপুর বন দফতর। রবিবার রাত ১১টা নাগাদ ডাবগ্রাম রেঞ্জের ফারাবাড়ি জঙ্গলের বন সুরক্ষা কমিটির সদস্যরা স্থানীয় ভেলকিপাড়া এলাকা থেকে ওই সাপটিকে উদ্ধার করেন। ডাবগ্রামের রেঞ্জ অফিসার শান্তিরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, পাইথনটি এক জনের খামারে ঢুকে পড়ে। সেখানে একটি হাঁসও খেয়ে ফেলে। খবর পেয়ে রাতেই সেখান থেকে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে রাখা হয়েছিল। সোমবার সকালে সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

রানাঘাটের সদগোপ পাড়ায় একটি মাটির বাড়ির মেঝে থেকে উদ্ধার হল অন্তত ২১টি গোখরো সাপের বাচ্চা। পাওয়া গিয়েছে বেশ কিছু না-ফোটা ডিমও। বাচ্চাগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

—নিজস্ব চিত্র।
অরণ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ এবং বনবিভাগের উদ্যোগে সোমবার কাকদ্বীপ কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন জেলা সভাধিপতি শামিমা শেখ। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ঝাউ, দেবদারু, স্বর্ণঝুরি, নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কমার্ধ্যক্ষ তরুণ দাস, বিধায়ক মণ্টুরাম পাখিরা প্রমুখ। জেলায় প্রায় তিন লক্ষ গাছের চারা বিলি করা হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।

সোমবার ফাঁসিদেওয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চারা রোপণ করা হল স্থানীয় জ্যোতিনগর প্রাথমিক স্কুল চত্বরে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা শিক্ষা সঞ্চালক কর্ণধর বাইন জানিয়েছেন, প্রায় দু’হাজার চারা গাছ লাগানো হয়।
First Page Jibjagat Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.