এয়ার ইন্ডিয়াকে ১,২০০ কোটি মূলধন জোগাতে নীতিগত সায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আর্থিক লোকসানে চলা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ১২০০ কোটি টাকার অতিরিক্ত মূলধন জোগাতে আজ নীতিগত ভাবে সায় দিল সংশ্লিষ্ট মন্ত্রী গোষ্ঠী। নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ভিআইপিদের যাতায়াতে এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে উদ্ধার-কার্যের জন্য বিমান চালাতে আরও ৫৩২ কোটি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত কয়েক বছর ধরে আর্থিক ভাবে ধুঁকছে এয়ার ইন্ডিয়া। সময় মতো বেতন পাচ্ছেন না কর্মীরা। তেল সংস্থাগুলিকে টাকা মেটাতে না-পারার জন্য মাঝেমধ্যেই জ্বালানির জোগান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাজারে দেনা এবং লোকসান মিলিয়ে টাকার অঙ্কে সংখ্যাটি ৬৭ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। ২০১২ সালের ৩১ মার্চের মধ্যে ২০ হাজার কোটি টাকা ধার শোধ করতে হবে সংস্থাকে। সংস্থার সিএমডি অরবিন্দ যাদব সোমবার জানিয়েছেন, আর্থিক লোকসান থেকে সংস্থাকে টেনে তোলার বিশেষ পরিকল্পনা তৈরি করতে বলেছে মন্ত্রী গোষ্ঠী। আগামী সপ্তাহে এ নিয়ে আলোচনার জন্য আবার ওই গোষ্ঠী বৈঠক বসবে।
|
চালু বিমান পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
আজ, মঙ্গলবার কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বিমান পরিষেবার উদ্বোধন হবে। দুপুর ১২টা নাগাদ বিধায়ক-সহ ৮ জনের একটি প্রতিনিধি দল নিয়ে প্রথম উড়ান কলকাতা রওনা হবে। বেসরকারি পরিবহণ সংস্থা ‘নর্থ ইস্ট শাটল’ এই উদ্বোধনী উড়ান চালাবে। জেলাশাসক স্মারকী মহাপাত্র জানান, প্রস্তুতি চলছে। অগস্ট থেকে উড়ান নিয়মিত হবে বলে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের কর্তা গৌতম মুখোপাধ্যায় জানান।
|
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের চাঁচল ও কলিগ্রাম শাখায় কোর ব্যাঙ্কিং সার্ভিস চালু হল। সোমবার আনুষ্ঠানিক ভাবে ওই দুটি শাখায় তা চালু হয়। মালদহে ৪৫টি শাখায় এ পরিষেবা আছে। |