উদ্যোগ পুজোর আগেই
নয়া বিপণন কৌশল পর্যটন দফতরের
ত দিন ছিল শুধু সরকারি হোটেল বা লজের ঠিকানার সূত্র। এ বার সেই কম্পিউটারের পর্দাতেই একনজরে মিলবে রেলের টিকিট থেকে শুরু করে বেসরকারি হোটেল কিংবা প্যাকেজ বুকিং-এর সুযোগ। থাকবে আবহাওয়া বা বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র সংক্রান্ত তথ্যের হদিসও। পুজোর আগে এ ভাবেই নব কলেবরে সাজছে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইট। হয়ে উঠবে পর্যটনের ‘সিঙ্গল উইন্ডো’ বা এক জানলা ব্যবস্থা।
রাজ্য পর্যটন দফতর সূত্রে খবর, আন্তর্জাতিক মানচিত্রে রাজ্যকে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ওয়েবসাইটটি ঢেলে সাজার নির্দেশ দেন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পর্যটন মেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহ জানান, এ জন্য পরমার্শদাতা নিয়োগ করা হবে। জাতীয় স্তরে দরপত্র চাওয়া হয়েছে। দফতর সূত্রের খবর, আজ, মঙ্গলবারই তা দেওয়ার শেষ দিন। অগস্টের মাঝামাঝি পরামর্শদাতা চূড়ান্ত হবে। পুজোর আগেই নয়া ওয়েবসাইট চালু করতে চায় রাজ্য।
এই ওয়েবসাইটে নতুন কী তথ্য থাকবে? দফতরের কর্তারা জানান, অনেকটা কেরল, ওড়িশা, গুজরাত, মধ্যপ্রদেশ বা ছত্তীসগঢ়ের পথে হেঁটে ভ্রমণের সার্বিক ‘গাইড বুক’ পর্যটকের সামনে তুলে ধরবে ওই ওয়েবসাইট। যা আজকের দুনিয়ায় বিপণনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
যেমন, স্বীকৃত বেসরকারি হোটেল ও বিভিন্ন ভ্রমণের প্যাকেজের তালিকাও সেখানে থাকবে। ‘হাইপারলিঙ্ক’-এর মাধ্যমে সেগুলি যেমন বুক করা যাবে, তেমনই রেলের টিকিট বুকিং-ও চালুর চেষ্টা চলছে। মাথায় রাখা হচ্ছে বিদেশি পর্যটকদের কথাও। ভিসা-সহ বিভিন্ন তথ্য কোথায় পেতে পারেন তাঁরা? কোথায়ই বা মিলবে স্বীকৃত বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র? শুধুমাত্র মাউসের একটি ক্লিক-এ ওয়েবসাইটের পর্দায় ফুটে উঠবে ভ্রমণের সুলুকসন্ধান। ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মুখ্য পরামর্শদাতা শুদ্ধব্রত দেবের মতে, এই উদ্যোগ পর্যটন শিল্পে রাজ্যকে কয়েক কদম এগিয়ে দেবে। তিনি বলেন, ‘হাইপারলিঙ্ক’ ব্যবস্থায় বাড়তি পরিষেবা যত মিলবে, ‘সার্চ ইঞ্জিনে’ রাজ্যের পরিচিতিও তত বাড়বে।
কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ অভিযোগ করেন, আগে রাজ্যে পর্যটনের প্রসারে কেন্দ্র সাহায্য করলেও সুযোগ নিতে ব্যর্থ হয় তৎকালীন রাজ্য সরকার। তিনি এবং রচপাল সিংহ এ দিন আশা প্রকাশ করেন, পাহাড়-চুক্তির পর দার্জিলিঙে পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
এ দিকে, বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৮টি জায়গার তালিকায় ঠাঁই পেয়েছে সুন্দরবন। পর্যটন মেলায় ‘লিভিংরুটস’ আয়োজিত সভায় সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার চালাতে ভারতের কাছে আর্জি জানান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমাতুদ্দিন তালুকদার। ১০ নভেম্বরের পর্যন্ত চলবে এই ভোট পর্ব। তাঁর দাবি, পর্যটন শিল্পের পাশাপাশি সুন্দরবনের সংরক্ষণও জরুরি। সপ্তম আশ্চর্যের তালিকায় ঠাঁই পেলে তা সহজ হবে।
First Page Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.