অব্যবহৃত জমি থেকে ভাঁড়ার ভরার পরামর্শ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকারের যখন চূড়ান্ত অর্থসঙ্কট চলছে, সেই সময়ে অব্যবহৃত সরকারি জমিকে বাণিজ্যিক কাজে লাগালে আর্থিক দিক থেকে লাভ হবে বলে মনে করে পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসারদের সংগঠন। রাজ্যের ভাঁড়ারের বেহাল দশা ঘোচাতে নতুন সরকারকে কয়েক দফা পরামর্শ দিয়েছে তারা। ওই সব পরামর্শ ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে পাঠানো হয়েছে। রবিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান সভাপতি প্রদীপকুমার মহান্তি এবং সাধারণ সম্পাদক নির্মল সরখেল।
সরকারকে ঠিক কী কী পরামর্শ দেওয়া হয়েছে, তা বিস্তারিত ভাবে জানা যায়নি। তবে সংগঠনের নেতারা জানান, রাজ্যে আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ত্রুটি রয়েছে। সেই সব ত্রুটি সংশোধনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কর আদায় এবং তার অডিটের ক্ষেত্রে স্বচ্ছতা আনার প্রয়োজন আছে। সংগঠনের এক নেতা জানান, পঞ্চায়েত ও পুরসভা এলাকায় প্রচুর বাজার গড়ে উঠেছে। সেই সব বাজার থেকে ঠিকমতো কর আদায় করা হলে ভাঁড়ারের শক্তি বাড়বে। অর্থ দফতরের এক অফিসার জানান, আগেকার সরকারের আমলে রাজ্যে কর ব্যবস্থার আধুনিকীকরণ হয়নি। ফলে অনেক ক্ষেত্রেই যথেষ্ট কর আদায় হচ্ছে না। এই সবও সরকারের নজরে আসা উচিত বলে সংগঠনের মত। বিভিন্ন লাভজনক সংস্থা থেকে সরকারের প্রাপ্য যথাযথ ভাবে আদায় করার উপরেও জোর দেওয়া হয়েছে ওই সংগঠনের পরামর্শপত্রে।
|
শ্রমিক-কল্যাণ কেন্দ্র মহাকরণে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শ্রমিকদের জন্য মহাকরণে অনুসন্ধান ও শ্রমিক অভিযোগ কেন্দ্র খোলা হল। শুধু অভিযোগ জানানো নয়, আইনি পরামর্শ থেকে শুরু করে শ্রমিক-কল্যাণ সংক্রান্ত সব তথ্যই ওই কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। সে-দিক থেকে এটা হয়ে দাঁড়াচ্ছে শ্রমিক-কল্যাণ কেন্দ্রও। সম্প্রতি শ্রম দফতরের একটি ঘরে ওই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। ওই কেন্দ্রের দায়িত্বে থাকবেন দফতরের উপসচিব বৈদ্যনাথ চক্রবর্তী। ট্রেড ইউনিয়ন নেতাদের সাহায্য না-নিয়েও শ্রমিকেরা ওই কেন্দ্রে সরাসরি যোগাযোগ করে নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত খবরাখবর পাবেন। শুধু মহাকরণ নয়, এ দিন একই ধরনের আরও একটি কেন্দ্র খোলা হয়েছে নব মহাকরণেও। এখানেই শেষ নয়। পূর্ণেন্দুবাবু জানান, শ্রম দফতরের মোট আট জন অধিকর্তার অফিসেই এই ধরনের কেন্দ্র খোলা হচ্ছে। পরবর্তী কালে জেলা অফিসগুলিতেও অনুসন্ধান কেন্দ্র খোলার বিষয়ে চিন্তাভাবনা চলছে। |
|