টুকরো খবর
|
আগরপাড়ায় ভ্যানের ধাক্কায় মৃত ১, জখম ১০ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিয়ন্ত্রণ হারানো একটি ম্যাটাডর ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ জন। রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে আগরপাড়ার তেঁতুলতলা বাসস্ট্যান্ডের কাছে বি টি রোডে। ক্ষিপ্ত জনতা ভ্যানে আগুন লাগানো এবং বি টি রোড অবরোধ করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টা নাগাদ কিছু লোক রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়েই ব্যারাকপুরের দিক থেকে কলকাতামুখী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েক জন পথচারীকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় চার জনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরেই ভ্যানটিকে ধরে ফেলে তাতে আগুন ধরানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। তবে তখন অঝোরে বৃষ্টি হওয়ায় ভ্যানে আগুন লাগেনি বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে। ঘাতক ভ্যানের চালক ও খালাসি পলাতক। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তেঁতুলতলার কাছে বি টি রোডে পাইপলাইনের কাজ চলছে। রাস্তার এখানে-ওখানে ডাঁই হয়ে রয়েছে মাটি। বৃষ্টিতে রাস্তাময় কাদা। খারাপ রাস্তার জন্যই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে পুলিশের অনুমান।
|
ডুবন্ত কিশোরীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বধূ |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
এক কিশোরীকে ডুবতে দেখে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন এক বধূ। মৃত্যু হল দু’জনেরই। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে হাবরার জিওলডাঙা গ্রামে। পুলিশ জানায়, মৃতা অঞ্জু দাস (২৪) এবং উমা দাস (১১) ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উমা স্থানীয় আটুলিয়া নেতাজি আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ সে গ্রামের একটি পুকুরে স্নান করতে যায়। সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পে পুকুরটি সংস্কার করা হয়। পুকুরের এক ধারে গভীর গর্ত রয়েছে। সেই গর্তে পড়ে উমা আর উঠতে পারছিল না। তা দেখতে পান অঞ্জু। উমা তাঁকে ‘কাকিমা’ বলে ডাকত। অঞ্জু উমাকে ভালবাসতেন। তাই চোখের সামনে উমাকে ডুবতে দেখে নিজের তিন বছরের সন্তানকে পাড়ে বসিয়ে রেখে পুকুরে ঝাঁপ দেন অঞ্জু। তিনি সাঁতার জানতেন। কিন্তু উমাকে নিয়ে উঠতে পারেননি। পরে গ্রামবাসীরা দু’জনকে তুলে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। অঞ্জুর স্বামী, পেশায় দিনমজুর ভোলা দাস স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন। তিনি বলেন, “স্ত্রী খুবই সাহসী ছিল। অন্যের সমস্যায় ছুটে যেত। ও এ ভাবে মারা যাবে, ভাবতেই পারছি না।” হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, অঞ্জুর প্রচেষ্টায় তাঁরা গর্বিত। দু’জনেরই সৎকারের যাবতীয় খরচ সমিতি বহন করবে। পুলিশ দেহ দু’টি ময়না-তদন্তে পাঠিয়েছে। |
স্ত্রীকে বিষ দিয়ে খুন করার অভিযোগ, গ্রেফতার স্বামী |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে ফেরার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইলিয়াস খান। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার জীবনতলা থানার পুলিশ ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে কলকাতায় ট্যাংরা থানা এলাকার বাসিন্দা রিজিয়া বিবির (৩০) সঙ্গে ক্যানিংয়ের জীবনতলা থানার ফুলবাড়ির হোলাখালির উত্তর দাহারানি গ্রামের ইলিয়াসের বিয়ে হয়। রিজিয়ার বাবা জানান ইলিয়াসের বাবা এই বিয়ে মেনে নিতে পারেননি। বিয়ের পরে মেয়ের শ্বশুরবানি থেকে ২০ হাজার টাকা পণ দাবি করা হয়। তিনি কোনওরকমে ১০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকার জন্য তাঁর মেয়ের উপরে শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। ২০১০ সালের ২৬ জুলাই তিনি খবর পান তাঁর মেয়ে অসুস্থ। খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তিনি দেখেন মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই তিনি জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল ইলিয়াস। পুলিশ ইলিয়াসকে খুঁজছিল। রবিবার সে গ্রামের বাড়িতে ফিরেছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
|
দুষ্কৃতীদের হাতে জখম যুবক |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কবির আলি মোল্লা নামে ওই যুবক তৃণমূল সমর্থক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সানে তিনটে নাগাদ কবির আলি ও তাঁর বোন রুবিয়া খাতুন বারুইপুর থেকে ট্রেনে করে বাসুলডাঙা স্টেশনে নামেন। পঞ্চগ্রামে বাড়িতে ঢোকার মুখে ৪-৫ জন দুষ্কৃতী তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ও ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। মারধর করা হয় রুবিয়াকেও। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার বলেন, “২০১০ সালে স্থানীয় তৃণমূল নেতা আলাউদ্দিন খুন হন সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে। ওই খুনের মূল সাক্ষী ছিলেন কবির আলি। প্রমাণ লোপাট করতেই কবিরের আপরে এই হামলা চালিয়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা।
তবে অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেছেন, “পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।
|
জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোট থাকলেও স্কুল নির্বাচনে জোট না মেনে প্রতিদ্বন্দ্বীতায় নামল কংগ্রেস ও তৃণমূল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলার রাজনারায়ণ হাইস্কুলে পরিচালন সমিতির ওই নির্বাচনে ৬টি আসনেই আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। গত নির্বাচনে পরিচালন সমিতি সিপিএমের হাতে থাকলেও এ বার তারা কোনও প্রার্থীই দেয়নি। শেষ পর্যন্ত ৬টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।
|
রবীন্দ্রজয়ন্তী পালন করল ‘কাশফুল’ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের মুনসেফপাড়ায় ‘কাশফুল’ পত্রিকার উদ্যোগে রবীন্দ্রনাথের ১৫১তম জন্মজয়ন্তী পালিত হল। ওই উপলক্ষে নৃত্য, সংগীত, আবৃত্তি, শ্রুতিনাটক পরিবেশিত হয়। স্বরচিত কবিতা পাঠ করেন তপন বিশ্বাস ও মাধবী বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন নির্মলকুমার মণ্ডল, নীরদ প্রসাদ নাথ। পত্রিকা সম্পাদক সরোজকুমার মাইতি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষ হয় শর্মিষ্ঠা মাইতির কবি প্রণাম দিয়ে।
|
মহিলা ধৃত |
বছর তেরোর এক বালিকাকে ফুঁসলিয়ে পালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সাঞ্জুয়ারা খাতুন নামে ওই বালিকার বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার আটপুকুরের বিহারী গ্রামে। সে স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্রী। ধৃত দেবলা সিংহকে রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ জানায়, গত ২৫শে জুন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সাঞ্জুয়ারা। অনেক খোঁজ করেও তার হদিশ না পেয়ে বাড়ির লোকজন হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ক্যানিংয়ে দেবলা সিংহের বাড়িতে আটকে রাখা হয়েছে ওই বালিকাকে। শনিবার রাতে হাড়োয়া এবং ক্যানিং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। দেবলাকে গ্রেফতার করা গেলেও তাঁর স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
মৃতদেহ উদ্ধার |
এক ব্যক্তির থেঁতলানো মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি স্টেশনের কাছে। পুলিশ জানায়, মৃত নবীন মণ্ডল (৩৫) পেশায় দিনমজুর ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ত্রিকোণ প্রেমের জেরে ওই ব্যক্তি খুন হয়েছেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
শনিবার দুপুরে পুড়শুড়ার জঙ্গলপাড়ার বাসিন্দা ভূতনাথ আদককে (২৪) আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাংসারিক অশান্তির জেরে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
বস্ত্র বিতরণ |
নতুন বোর্ডের এক বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি টাকি পুরসভার উদ্যোগে এলাকার দুঃস্থ বাসিন্দাদের মধ্যে পোষাক এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পলিথিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়-সহ অন্যান্য কাউন্সিলাররা। |
|