|
|
|
|
ডেরিকরা তাকিয়ে ব্ল্যাকবার্ন ম্যাচের দিকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল দল দাঁড় করাতে না পারলেও, মাত্র সাত দিনের প্রস্তুতি নিয়ে ইতিহাসের সাক্ষী হতে নেমে পড়ছে পুণে এফ সি। ভারতের প্রথম ক্লাব হিসাবে খেলতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে।
এতে উচ্ছ্বসিত পুণে এফ সি কোচ ডেরিক পেরিরা। ফোনে যোগাযোগ করা হলে বলছিলেন, “আমাদের কাছে এটা অসাধারণ সুযোগ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সঙ্গে খেলতে পারার অভিজ্ঞতা আমাদের ছেলেদের অনেক কিছু শিখতে সাহায্য করবে।” আগামী ২২ জুলাই গোটা ভারতের ফুটবল মহলের নজর থাকবে পুণের মাঠে। পেরিরার কথায়, “ভারতের প্রথম ক্লাব হিসাবে প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের সঙ্গে প্রথম খেলতে নামব আমরা। আমি পুরো দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছি শুক্রবার থেকেই। আর তো ক’দিন মাত্র আছে।” আরও বলছিলেন, “ওরা আমাদের থেকে শক্তিশালী দল। কিন্তু জেতা-হারার চিন্তা করতে চাইছি না। আমি ভাল খেলার কথাই ছেলেদের বলব। তার পর যা হবে দেখা যাবে।”
পুণের জাপানি ফুটবলার ইজুমি আরাতাও তাকিয়ে আছেন ব্ল্যাকবার্ন ম্যাচের দিকে। বললেন, “এত বড় একটা টিমের বিরুদ্ধে খেলতে নামব ভেবেই উত্তেজনা হচ্ছে।” গোয়ার ক্লাবের ডাক পেলেও শেষ পর্যন্ত পুণেতেই রয়ে গিয়েছেন আরাতা। কেন্দ্রীয় সরকারের কাছে আগেই আবেদন করেছিলেন ভারতের নাগরিকত্বের জন্য। এখনও আবেদনের সাড়া পাননি। তাঁর মা জাপানি হলেও বাবা ভারতীয়। বিয়েও করেছেন মরাঠিকে। তাই আশায় আছেন ভারতের নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না।
পুণে থেকে হংকং উড়ে যাবে ব্ল্যাকবার্ন রোভার্স। সেখানে চার দলের বার্কলেস এশিয়া ট্রফিতে খেলবে তারা। এটি প্রিমিয়ার লিগ অনুমোদিত একমাত্র টুর্নামেন্ট যা ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই ব্ল্যাকবার্নের বিরুদ্ধে খেলবে অ্যাস্টন ভিলা। ওই দিনই চেলসি খেলবে হংকং লিগ চ্যাম্পিয়ন কিটচি-র সঙ্গে। ৩১ জুলাই ফাইনাল। |
|
|
 |
|
|