টুকরো খবর |
|
বিতর্কে পিটারসেন
সংবাদসংস্থা • লন্ডন |
লর্ডস টেস্ট শুরুর তিন দিন আগে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন কেভিন পিটারসেন। দক্ষিণ আফ্রিকা জাত ওপেনার নাকি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলায় লাঞ্চে পরিবেশিত খাবার দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এড কোয়ানকে বলেছিলেন, “আমি মোটেই ইংরেজ নই। আমি শুধু এখানে কাজ করি!” সদ্য প্রকাশিত এক ডায়েরিতে এ কথা লিখেছেন এড কোয়ান। এই নিয়ে ইংল্যান্ডে তুমুল বিতর্ক। কারণ পিটারসেনের কাঁধে যে ট্যাটু লাগানো আছে, তাতে ইংল্যান্ড ক্রিকেটের প্রতীক তিনটে সিংহ লাগানো আছে। কোয়ানের ডায়েরিতে পিটারসেনকে উদ্ধৃত করে যা বলা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পিটারসেনের এজেন্ট অ্যাডাম হুইটলি। আর তাঁর অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস বলেছেন, “যদি ও এটা বলেও থাকে, মজা করেই বলে থাকবে।” প্রসঙ্গত, এই মরসুমে ইংল্যান্ডের বিভিন্ন আন্তর্জাতিক দলে আছেন মোট সাতজন দক্ষিণ আফ্রিকাজাত ক্রিকেটার। যেমন লর্ডস টেস্টের জন্য ঘোষিত দলেই রয়েছেন চারজন দক্ষিণ আফ্রিকা জাত ক্রিকেটার। পিটারসেন ছাড়াও অধিনায়ক স্ট্রস, জোনাথন ট্রট ও উইকেটকিপার ম্যাট প্রায়র দক্ষিণ আফ্রিকা জাত।
|
বারো জনের দলে ব্রেসনান
সংবাদসংস্থা • লন্ডন |
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড ১২ জনের দল ঘোষণা করল। দলে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে টিম ব্রেসনানকেও রাখা হয়েছে। গত জানুয়ারিতে সিডনি টেস্টের সময় পায়ে চোট পেয়েছিলেন ব্রেসনান। তারপর আর এই পেসার টেস্ট খেলেননি। এ বার স্টিভ ফিনের জায়গায় দলে ফিরলেন ব্রেসনান।
ইংল্যান্ডের পুরো দল: স্ট্রস (অধিনায়ক), কুক, ট্রট, পিটারসেন, বেল, মর্গ্যান, প্রায়র, অ্যান্ডারসন, সোয়ান, ট্রেমলেট, ব্রড, ব্রেসনান।
|
বড়িশা থেকে সিএবি-তে এ বার সৌরভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বার বড়িশা থেকে প্রতিনিধিত্ব করবেন ক্লাবের নব-নিযুক্ত সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বড়িশার ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বড়িশা কর্তা অরূপ চট্টোপাধ্যায় বলে দেন, “সিএবিতে বড়িশার প্রতিনিধিত্ব এ বার সৌরভই করবে। সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
আম্পায়ারিংকে বিদায় অলোকের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রিকেটজীবন আগেই শেষ হয়েছিল। এ বার আম্পায়ারিং-জীবনেও দাঁড়ি পড়ে গেল বাংলার প্রাক্তন ক্রিকেটার অলোক ভট্টাচার্য-র। রবিবার ইডেনে ইস্টবেঙ্গল-মোহনবাগানই তাঁর আম্পায়ারিং-জীবনের শেষ ম্যাচ ছিল। পরে অলোক বলছিলেন, “জীবনে একটাই আক্ষেপ। টেস্ট ম্যাচে আম্পায়ারিং করতে পারলাম না। তবে সিএবি-র কাছে আমি কৃতজ্ঞ। যখনই দরকার হবে, সিএবি-র জন্য আমি আছি।”
|
আনোয়ার ট্রেনিং নিতে কভেন্ট্রিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুনীল ছেত্রী, সুব্রত পালদের বিদেশে খেলার স্বপ্ন থাকলেও পূরণ হচ্ছে না। এর মধ্যে ফিজিক্যাল ট্রেনিং নিতে বিদেশে গেলেন মোহনবাগানের স্টপার আনোয়ার আলি। তিন সপ্তাহের জন্য কভেন্ট্রি ক্লাবে ট্রেনিং নিতে গেলেন তিনি। গত বছর ফর্মে ছিলেন না বলে জাতীয় দল থেকে আনোয়ারকে বাদ দিয়েছেন আর্মান্দো কোলাসো। এ বার নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য তৎপর এই স্টপার। ফিরে আসছেন এ মাসেই। মোহনবাগানে আই এফ এ শিল্ড জয়ের জন্য কর্মকর্তাদের তেমন তাপ উত্তাপ নেই। এখনও পর্যন্ত তাঁরা চূড়ান্ত ব্যর্থ। সাংস্কৃতিক একটি অনুষ্ঠান ছাড়া কিছু পরিকল্পনা নিতে পারেননি। কিন্তু সমর্থকেরা নিজের মতো করে পালন করছেন শিল্ড জয়ের শতবর্ষ। এক দল মোহনবাগান নিয়ে পত্রিকা প্রকাশ করছে, অন্য দল মোহনবাগান নিয়ে গানের সিডি প্রকাশ করছে। উত্তর কলকাতায় মোহনবাগানের ধাত্রী গৃহে হচ্ছে অন্য অনুষ্ঠান, সেই অঞ্চলের মোহনবাগান প্রেমীদের উদ্যোগে। এ দিকে সোমবার থেকেই নতুন ক্লাব ভবানীপুরের হয়ে অনুশীলনে নামছেন দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু থাকলেও ভবানীপুর কোচ দেবজিৎ ঘোষের অনুশীলনে থাকছেন না মার্কোস পেরিরা এবং ডগলাস ডি’সিলভা। পরে যোগ দেবেন তাঁরা।
|
কলম্বিয়াকে হারিয়ে অঘটন ঘটাল পেরু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোপা আমেরিকায় বড়সড় অঘটন ঘটাল পেরু। ‘ডার্ক হর্স’ কলম্বিয়াকে তারা হারিয়ে দিল ২-০। দু’বারের চ্যাম্পিয়ন পেরু সেমিফাইনালে পৌঁছে গেল ১৯৮৩-এর পর প্রথম বার। ফাইনালে যেতে তাদের খেলতে হবে উরুগুয়ের সঙ্গে। গ্রুপ লিগে কিন্তু ফোরলানদের সঙ্গে ১-১ ড্র করেছিল পেরু। নির্ধারিত সময় ০-০ অবস্থায় শেষ হয়। অতিরিক্ত সময়ে দুটি গোল করেন কার্লোস লোবাতোন এবং হুয়ান ভার্গাস। কলম্বিয়ার দুর্ভাগ্য ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দলের এক নম্বর স্ট্রাইকার রাদামেল ফালকাও। তাঁর শট বারে লেগে বেরিয়ে যায়। পেরু-র প্রথম এগারোর মাত্র চার জন ইউরোপে খেলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ফিওরেন্তিনার হুয়ান ভার্গাস।
|
জম্মু-কাশ্মীরের কোচ হলেন বেদী
সংবাদসংস্থা • শ্রীনগর |
 |
জম্মু ও কাশ্মীর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লার সঙ্গে নতুন কোচ বিষেণ সিংহ বেদী। -রবিবার। -পিটিআই |
জম্মু-কাশ্মীরের রঞ্জি ট্রফি দলের কোচ হলেন বিষেণ সিংহ বেদী। রঞ্জি দলের পাশাপাশি রাজ্যের অনূর্ধ্ব ২২ দলেরও দায়িত্ব নিচ্ছেন তিনি। আজ জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লা সাংবাদিক বৈঠক ডেকে এই কথা জানিয়েছেন। বেদীর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। তিনি দায়িত্ব নেবেন আগামী ১ অগস্ট থেকে। আব্দুল্লা যোগ করেছেন, “আমাদের রাজ্যের কোচরাও বেদীর কাছ থেকে শেখার সুযোগ পাবেন। তাতে আগামী দিনে স্থানীয় ক্রিকেটারদের আরও ভাল ভাবে তৈরি করতে পারবেন তাঁরা।” বেদী নিজে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন। তিনি বলেন, “জম্মু-কাশ্মীর এতদিন রঞ্জি ট্রফিতে শুধু যোগ দিয়ে এসেছে। এ বার ওদের মধ্যে মাঠে নেমে লড়াই করার মানসিকতা গড়ে তোলা হবে আমার প্রথম লক্ষ্য।”
|
ক্রীড়ার মানোন্নয়নে আলোচনা শহরে
নিজস্ব সংবাদদাতা• মেদিনীপুর |
রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার খেলাধুলোর প্রসারে ইতিমধ্যেই নানা তৎপরতা দেখাচ্ছে। জঙ্গলমহলের যুবকদের উৎসাহিত করতে লালগড়ে ফুটবল ম্যাচ হয়েছে সম্প্রতি। এই পরিস্থিতিতে কী ভাবে জেলার ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি ঘটানো যায়, তা নিয়ে এক আলোচনাসভার অয়োজন করেছিল স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশন। শনিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বসু বলেন, “স্রেফ উদ্যোগের অভাবে বহু প্রতিভা প্রকাশ্যে আসেনি। জঙ্গলমহল-সহ এই জেলার নানা প্রান্তে বহু প্রতিভাবান ফুটবলার আছেন। তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নও প্রয়োজন।”
|
হরিশ্চন্দ্রপুরে মদন |
চতুর্থ থেকে দশম শ্রেণি ‘স্পোর্টস’কে আবশ্যিক করার কথা ভাবছে রাজ্য সরকার। এ নিয়ে মুখ্যমন্ত্রীও চিন্তা করেছেন বলে জানালেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে অনূর্ধ্ব-১৯ আন্তঃস্কুল ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। রাজ্য স্তরের প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ৭টি জেলা। প্রথম দিন পুরুলিয়াকে ৭-০ হারায় হুগলি। অনুষ্ঠানে শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রও হাজির ছিলেন। |
|