রায়নার সেঞ্চুরি, জবাব স্ট্রসের |
সংবাদসংস্থা • টনটন |
সমারসেটের বিরুদ্ধে ভারতীয় বোলিং এবং ব্যাটিং অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে চিন্তায় রাখলে কী হবে, একটা প্রশ্নের উত্তর সম্ভবত তিনি পেয়ে গেলেন।
লর্ডস টেস্টে যুবরাজ সিংহ না সুরেশ রায়না কার ঢোকা উচিত এই তর্ক সম্ভবত থামিয়ে দিল টনটনে রায়নার ইনিংস। যেখানে কোনও ভারতীয় ব্যাটসম্যানকেই সাবলীল দেখায়নি, সেখানে রায়না শুধু ১১২ বলে অপরাজিত ১০৩ রানই করলেন না, পাল্টা মার দিতেও ছাড়লেন না বিপক্ষের বোলারদের। এক দিক ধরে সেঞ্চুরি নয়, রীতিমতো মাঠ শাসন করলেন। |
 |
টনটনে রায়না-রাজ। -গেটি ইমেজেস |
এক বাঁ-হাতি যদি ধোনির চিন্তা কমান, তা হলে আর এক বাঁ-হাতি কিন্তু ভারত অধিনায়কের চিন্তা বাড়িয়ে রাখলেন। ইনি ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। প্রথম ইনিংসে ৭৮ করার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে গেলেন স্ট্রস। কোনও ভারতীয় বোলারই তাঁকে সমস্যায় ফেলতে পারেনি। যদিও দ্বিতীয় ইনিংসে জাহির খান বোলিং করেননি।
গত কালের ১৩৮-৮ স্কোরে খেলা শুরু করার পর এ দিন শুরুতেই শ্রীসন্থের উইকেট হারায় ভারতীয় দল। এর পরই পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন রায়না। আলফন্সো টমাসের এক ওভারে নেন ১৮। এর পর সমারসেটের সেরা বোলার শার্ল উইলোবির (৬-৭৬) এক ওভারে তিনটে বিশাল ছয়ও মারেন রায়না। উল্টো দিকে মুনাফ পটেল তখন ঠেকা দেওয়ার কাজটা করে যাচ্ছিলেন। মিড অফে মারা একটা ড্রাইভ ফিল্ডার ঠিক মতো ধরতে না পারায় সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন রায়না। ২২৪ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। |
 |
রায়না ও স্ট্রস: টনটনের দুই নায়ক।-এএফপি |
ব্যাটসম্যানদের মধ্যে রায়না ধোনিকে ভরসা দিলেও বোলাররা কিন্তু হতাশ করেছেন। দ্বিতীয় ইনিংসে স্ট্রস এবং অনামী ট্রেগো ভারতীয় বোলারদের বেধরক পেটান। স্ট্রস ১০৯ এবং ট্রেগো ৮৫ রানে অপরাজিত থেকে যান। দ্বিতীয় ইনিংসে ২৬০-২ তুলে ডিক্লেয়ার করে দেয় সমারসেট। ড্র ম্যাচে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৬৯-০। দ্বিতীয় ইনিংসে জাহির-হীন ভারতীয় বোলিংয়ের হাল ছিল বেশ শোচনীয়। শ্রীসন্থ ৮ ওভারে দিলেন ৫৩, মুনাফ ১২ ওভারে ৪৯। আর অমিত মিশ্র ১৪ ওভার বল করে দু’উইকেট নিলেন ঠিকই, কিন্তু রান দিলেন ১২৩।
নিলামে ধোনির ব্যাট: বিশ্বকাপ ফাইনাল তিনি যে ব্যাটে খেলে জিতেছিলেন, সেই ব্যাট নিলামে তুলে দিতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। কাল এখানে নিলামে উঠবে ধোনির ব্যাট। ধোনির স্ত্রীর দাতব্য সংস্থা, সাক্ষী ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করতে। দুস্থ শিশুদের জন্য কাজে লাগানো হবে এই অর্থ। শুধু ব্যট নয়, বিশ্বকাপ ফাইনালে ধোনির ব্যাবহৃত সরঞ্জামও নিলামে তোলা হবে। |
|