সুব্রতর হাত ধরে ইতিহাস গড়ল কোলাসোর ভারত
ভারত-২ (সুনীল, সুশীল)
কাতার-১ (ইব্রাহিম)
কাতারের মাটিতে কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল আর্মান্দো কোলাসোর ভারত।
মাত্র ২৯ দিনের পার্থক্য। তার মধ্যেই বদলে গেল ভারতীয় ফুটবল। রবিবারের সেই দুপুরে আল সাদ স্টেডিয়ামে প্রি-অলিম্পিক ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জেতা হয়নি বুলপিনের ভারতের। এ দিন কিন্তু সুব্রত পাল, সুনীল ছেত্রীদের আটকানো গেল না। কোলাসোর ছেলেদের দাপটে পাঁচ বারের সাক্ষাতে এই প্রথম বার ভারতের কাছে হারল কাতার। আর আর্মান্দো কোলাসো হলেন প্রথম ভারতীয় কোচ, যাঁর সৌজন্যে এই বিরল নজির গড়ল ভারত। রবিবার ম্যাচের পর ভারতের নতুন কোচ বলেছেন, “যত দিন যাচ্ছে আমরা আরও বেশি উন্নতি করছি। আমার কোচিংয়ের স্টাইলটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে ফুটবলাররা। ফুটবল হল বল দখলের খেলা। পায়ে বল থাকলে কিছুতেই সেটাকে বিপক্ষের পায়ে জমা পড়তে দেব না।”
গোলের পর সুনীল ছেত্রীকে নিয়ে ভারতীয় ফুটবলারদের উল্লাস।
গত কয়েকটা প্রস্তুতি ম্যাচে কোলাসোর প্রথম এগারো দেখে মনে হচ্ছিল, দলে বেশি বদল করছেন না তিনি। একই টিম ধরে রেখেছেন। এ দিন প্রাক-বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচেও বিরতির আগে শুধু স্টিভন ডায়াসের বদলে লালরামডিকে-কে নামান মাঝমাঠে। বাকিরা সব আগের ম্যাচের ফুটবলার। নতুন অধিনায়ক সুব্রত পাল বাদে প্রথম দলে তিন আরও বঙ্গসন্তান। ম্যাচ শুরুর ১৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ভারত। দেবব্রতকে বক্সের মধ্যে টেনে ফেলে দেয় কাতারের ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুনীল। বিরতির পর এক সঙ্গে দশ জন ফুটবলার বদলে চমকে দেন কোলাসো। গোলে সুব্রত বাদে দ্বিতীয়ার্ধে ভারতের সবাই নতুন। বোঝাই যাচ্ছে, ২৩ জুলাই প্রাক-বিশ্বকাপে সংযুক্ত আমিরশাহি ম্যাচের চূড়ান্ত দল গড়ার আগে কোলাসো তাঁর সব ফুটবলারকে একবার ঝালিয়ে নিতে চাইছেন। বিরতির আধ ঘণ্টার মধ্যেই সুশীলের গোলে ২-০ এগিয়ে যায় ভারত। কিন্তু মিনিট কয়েক বাদেই প্রতি-আক্রমণে ইব্রাহিমের গোলে ১-২ করে ফেলে কাতার। এখান থেকেই শুরু কাতার বনাম সুব্রত পালের লড়াই। ম্যাচের শেষ পনেরো মিনিট তখন ভারতের রক্ষাকবচ অধিনায়ক সুব্রত। পঁচিশ বছর পর কোনও বাঙালি গোলকিপারকে ভারতের নেতা করা হয়েছিল। কাতারকে হারিয়ে সেই বিশ্বাসের মর্যাদার দিলেন সুব্রত।
ফিফার ক্রমপর্যায়ে কাতার ৯৪ নম্বর। ভারত ১৪৭। ফারাক অনেক। তবু বিশ্ব ফুটবলে শক্তিশাালী পশ্চিম এশিয়ার কোনও দলকে হারিয়ে প্রাক-বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস পেল ভারত। কোলাসো অবশ্য বলছেন, “আমিরশাহির বিরুদ্ধে আমাদের আসল পরীক্ষা। বিশাল পাহাড় দাঁড়িয়ে সামনে। সেটা টপকাতে হলে দলের ভারসাম্য ঠিক রাখতে হবে। এখনও অনেক কিছু পাওয়া বাকি আমাদের।”
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.