অর্থের বদলে ভোট কেলেঙ্কারির তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে ওই মামলায় সঞ্জীব সাক্সেনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সাক্সেনা সমাজবাদী পার্টির
প্রাক্তন নেতা অমর সিংহের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অমর সিংহকেও জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
২০০৮ সালের আস্থাভোটের সময়ে ইউপিএ সরকারের বিরুদ্ধে টাকার বিনিময়ে সমর্থন কেনার চেষ্টার করার অভিযোগ করেছিলেন তৎকালীন তিন বিজেপি সাংসদ। সংসদে টাকার থলি নিয়ে হাজির হয়ে শোরগোল ফেলেছিলেন তাঁরা। বিজেপির অভিযোগ, অমর সিংহই সাক্সেনার মাধ্যমে ওই তিন সাংসদের সমর্থন ‘কেনার’ চেষ্টা করেছিলেন।
টাকা দেওয়ার সময়ে গোপন ক্যামেরায় সাক্সেনার ছবি তোলা হয় বলেও অভিযোগ।
কিন্তু ঘটনার পরে তিন বছর কেটে গেলেও এত দিন কাউকে গ্রেফতার করেনি দিল্লি পুলিশ। গত শুক্রবার এই বিষয়ে তদন্তের অগ্রগতি নিয়ে দিল্লি পুলিশের কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। তার পরে এই মামলায় প্রথম গ্রেফতারির পথে এগোলেন পুলিশ কর্তারা।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অশোক চন্দ বলেছেন, “আজ জেরা করার পরে সঞ্জীবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
তাঁর বিরুদ্ধে আমাদের হাতে প্রমাণ রয়েছে।”
বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেছেন, “এই সঞ্জীব সাক্সেনা আমাদের সাংসদদের ১ কোটি টাকা দিয়েছিল। ওই টাকা সংসদে দেখানো হয়। এত দিন সরকার এই ব্যক্তিকে রক্ষা করেছে। এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তাকে গ্রেফতার করা হল। এটাই সরকারের আসল চরিত্র। যারা সংখ্যালঘু তারা পয়সার জোরে সংখ্যাগুরু হয়েছিল, এটাই প্রমাণ হল।” |