|
|
|
|
পর্যটন প্রসারে উদ্যোগ নবদ্বীপে |
নিজস্ব সংবাদদাতা• নবদ্বীপ |
কেমন দেখলেন নবদ্বীপ? কী ভাবছেন নবদ্বীপ নিয়ে?
প্রশ্নটা শুনেই শনিবার বিকেলে শহর ছাড়ার মুখে থমকে দাঁড়ালেন পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। তারপরে কাটাকাটা উচ্চারণে বললেন, “নবদ্বীপ পুরোপুরি বিস্মৃত। আমরা এই শহরকে একটি ঐতিহাসিক, আধ্যাত্মিক, সাংস্কৃতিক স্মারক হিসেবে গড়ে তুলতে চাই। সব পরিকল্পনা নিয়ে সরাসরি আমার দফতরে যোগাযোগ করতে বলেছি পুরকর্তৃপক্ষকে।” নবদ্বীপকে ঘিরে সার্কিট টুরিজমের কথা ভাবছেন তিনি। মঠ-মন্দির সংস্কার হবে। তৈরি হবে ওয়েবসাইট। আলো ও শব্দে চৈতন্যজীবনীর ব্যবস্থা করা হবে। সেই সঙ্গেই হবে গঙ্গার তীর বরাবর সৌন্দর্যায়নের ব্যবস্থা।
এই দিন নবদ্বীপের পুরসভা ও বিধায়কের পক্ষ থেকে বেশ কিছু দাবিও পেশ করা হয়েছে তাঁর কাছে। দু’টো বৈঠকের পরে শহরের বিভিন্ন এলাকা নিজের চোখেই দেখেছেন তিনি। সঙ্গে ছিলেন পুরপ্রধান ও বিধায়ক। বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা বলেন, “গত এক দশক ধরে নবদ্বীপকে পর্যটন কেন্দ্র করে তোলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি। কিন্তু বাম সরকারের আমলে শুধু আশ্বাসই পেয়েছি। কোনও কাজ হয়নি। শেষ বার প্রায় ৮ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটা পয়সাও দেওয়া হয়নি। এ বার মানুষ অনেক আশা করছেন নতুন সরকারের কাছ থেকে।” পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, “আমাদের শহরে রোজ ১২ থেকে ১৫ হাজার পর্যটক আসেন। রাস, দোল, ঝুলন, রথ উৎসবে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যায়। অথচ কোনও অতিথি আবাস নেই। মঠ-মন্দিরগুলি সংস্কারের অভাবে জরাজীর্ণ।” |
|
|
 |
|
|