পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বাজার ধরতে রাজ্যের ছোট ও মাঝারি শিল্পমহলকে দুবাইয়ের অদুরে লগ্নির প্রস্তাব দিলেন রাস অল খাইমাহ মুক্ত বাণিজ্য অঞ্চল কর্তৃপক্ষ। সম্প্রতি ইন্ডিয়ান চেম্বারের উদ্যোগে কলকাতা সফরে এসে রাজ্যের শিল্পমহলের মুখোমুখি হয় সংশ্লিষ্ট বাণিজ্য অঞ্চলের প্রতিনিধিদল। ভারতে ওই সংস্থার আঞ্চলিক ম্যানেজার বিসুন সুরনাম জানান, এই মুক্ত বাণিজ্য অঞ্চলটি বছর দশেক আগে গড়ে উঠেছে। ভারতের বিভিন্ন সংস্থার সঙ্গে সঙ্গে কলকাতারও কয়েকটি সংস্থা সেখানে পা রেখেছে। তিনি জানান, পূর্ব ভারত, বিশেষ করে কলকাতার শিল্পমহল তাঁদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাঁর দাবি, শুধ মুক্ত বাণিজ্য অঞ্চলের সুযোগ- সুবিধাই নয়, সেখানে পা রাখলে গোটা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার সম্ভাবনাময় বাজারও নাগালে আসবে।
|
নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন-সহ আমেরিকার প্রধান প্রধান শহরে যাওয়ার জন্য এক পিঠের বিশেষ ভাড়া ঘোষণা করল এমিরেটস বিমান সংস্থা। এই সুবিধা পেতে কলকাতা থেকে উড়ে যেতে হবে দুবাই ঘুরে। কলকাতা থেকে নিউ ইয়র্কের ভাড়া ৩৮,৭০৫ টাকা। শর্ত, ৩১ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে। ২৫ অগস্টের মধ্যে সেই টিকিট ব্যবহার করতে হবে। এ ছাড়াও ৩১ অগস্ট থেকে ছাত্রছাত্রীরা আমেরিকার উড়ানে ২৩ কিলোগ্রাম অতিরিক্ত মালপত্র নিয়ে যেতে পারবেন। লন্ডন-সহ ইউরোপ গেলে ১০ কিলোগ্রাম অতিরিক্ত মালপত্র নিয়ে যাওয়া যাবে।
|
রিজার্ভ ব্যাঙ্কের নথিভুক্ত না-হয়েও বাজার থেকে বেআইনি ভাবে আমানত সংগ্রহ করছে ব্যাঙ্ক নয় এমন কিছু আর্থিক সংস্থা (এনবিএফসি)। এগুলি বিদেশিও হতে পারে বলে ইঙ্গিত। সেগুলির বিরুদ্ধে সাধারণ মানুষকে সাবধান করল দেশের শীর্ষ ব্যাঙ্ক। এমনই এক সংস্থা ‘মেসার্স ফোরেক্স অ্যাচিভমেন্টস’। অভিযোগ, কোম্পানি আইন ১৯৫৬ অনুযায়ী সংস্থা স্বীকৃতি পায়নি। ফলে রিজার্ভ ব্যাঙ্কের নথিভুক্তও নয় তারা। অথচ নথিভুক্তির জাল শংসাপত্র ওয়েবসাইটে দেখিয়ে টাকা তুলছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, লগ্নি করার আগে আমজনতা যেন তাদের www.rbi.org.in ওয়েবসাইটে নথিভুক্ত সংস্থার তালিকা দেখে সেটির বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয়। |