ভাতার মাধব পাবলিক স্কুলের কারিগরি প্রশিক্ষণ বিভাগের উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন স্কুলে এই কারিগরি বিদ্যার শাখা খোলার ব্যাপারে উদ্যোগী হবে রাজ্য সরকার। যারা টাকার ভাবে অষ্টম শ্রেণির বেশি পড়তে পারেনি, তাদের চাকরির সুযোগ করে দিতে এই ধরনের বিকল্প শিক্ষার ব্যবস্থা থাকা দরকার।” মন্ত্রীকে ভাতার অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ভাতারের তৃণমূল বিধায়ক বনমালি হাজারা দাবি করেন, এলাকায় একটি কৃষি কলেজ খুলতে হবে। মন্ত্রী বলেন, “এই প্রস্তাব বিবেচনা করা হবে।”
|
পঞ্চায়েত টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বর্ধমান ইউনিট রবিবার আয়োজিত সভায় চাকরিতে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবি জানায়। ইউনিট সভাপতি গনেশ কৈবর্ত্য, সম্পাদক অমিত সরকার বলেন, “মাসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা পঞ্চায়েতগুলিতে বিভিন্ন প্রকল্পের প্রযুক্তিগত তদারকি করি। কিন্তু আমাদের চাকরির কোনও স্থিরতা নেই। আমরা রাজ্য পঞ্চায়েত দফতরে দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো।”
|
বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর হাজারা (৪৫)। বাড়ি গলসির উড়োচটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে বলা হয়েছে, তিনি ঠিকাদারি সংস্থার হয়ে লাইন মেরামতির কাজ করতেন। গলসি বাজারের পশ্চিম বাসস্ট্যান্ডের কাছে লাইন মেরামতের কাজ করার সময় ওই লাইনে বিদ্যুৎ চলে আসায় তিনি লাইনের খুঁটি থেকে ছিটকে পড়েন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পরে তাঁকে মৃত বলে জানানো হয়।
|
লরির ধাক্কায় শনিবার দুপুরে পূর্বস্থলীর নাদনঘাট মোড়ে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম দীপঙ্কর শীল (২৮)। বাড়ি দোগাছিয়ার ভাতুরিয়ায়। মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময়ে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটি আটক করেছে। |