টুকরো খবর

তৃণমূল অফিসে ‘হামলা’
তৃণমূল কার্যালয়ের হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চুরুলিয়ায়। তৃণমূলের জামুড়িয়া ব্লক সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ সিপিএম সমর্থক নন্দ রুইদাসের নেতৃত্বে এক দল দুষ্কৃতী কার্যালয়ের সামনে বোমা ফাটায়। বোমার আঘাতে তৃণমূল নেতা পিন্টু মিশ্র ও অন্য এক দলীয় কর্মী জখম হয়েছেন। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএমের জামুড়িয়ার জোনাল সম্পাদক গঙ্গা যাদব বলেন, “যে গোলমাল হয়েছে তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই।” পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নন্দ রুইদাসের খোঁজে তল্লাশি তলছে।

মৃতদেহ উদ্ধার
বাড়ির কুয়ো থেকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে হিরাপুর থানার পুলিশ। মৃতের নাম অসীম চট্টোপাধ্যায় (৪৩)। তিনি আসানসোলের পুলিশ কমিউনিটি সেলের একটি বিপনি শৃঙ্খলে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কুয়োর কাছে গিয়ে তিনি কুয়োর দড়ির সঙ্গে অসীমবাবুর ঝুলন্ত দেহটি দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। অন্য দিকে, জামুড়িয়ার হিজলগড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি আসানসোল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

নেতার প্রয়াণ
মারা গেলেন প্রবীণ বাম নেতা লক্ষ্মণ বাগদি (৭৮)। সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটির সম্পাদক বিবেক হোমচৌধুরী জানান, ১৯৬২ সালে রানিগঞ্জের অবিভক্ত কমিউনিস্ট পার্টির বিধায়ক হয়েছিলেন লক্ষ্মণবাবু। মাঝে ১৯৭২ সালে তিনি বিধানসভা ভোটে হেরে যান। পরে ফের নির্বাচিত হয়ে টানা ২০০১ পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি সিটু অনুমোদিত কয়লা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৮ তারিখে তাঁকে অসুস্থতার কারণে রানিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। রবিবার সন্ধ্যা ৭টা ২০ নাগাদ তাঁর মৃত্যু হয়।

মন্ত্রীকে সংবর্ধনা
শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার পানাগড় ও দুর্গাপুর ঘুরে গেলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। পানাগড় ও বেনাচিতির গুরুদ্বারে যান তিনি। দুই জায়গাতেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রী জানান, কাঁকসার জঙ্গলমহল ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়া হবে। পাশাপাশি দুর্গাপুর ও আসানসোলকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। ইতিমধ্যেই নবদ্বীপ, পূর্বস্থলী ও কালনাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি।

নতুন চেয়ারম্যান
বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বুদবুদ থানার কসবা রাধারানী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বপনকুমার ঘোষ। আজ সোমবার তিনি কাজে যোগ দিচ্ছেন। শিক্ষক সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন’ এর রাজ্য ‘এক্সিকিউটিভ কমিটি’-র সদস্য ছাড়াও তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি।
Previous Story Bardhaman Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.