প্রগতি ক্লাব আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় জয়ী হল ইয়ং টাউন ক্লাব বোলপুর। রবিবার আসানসোল স্টেডিয়ামে তারা অরবিন্দ ফুটবল অ্যাকাডেমি চিত্তরঞ্জনকে ২-০ গোলে হারায়। দু’টি গোল করে সেরা হয়েছেন শুকদেব মুর্মু। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সুখানন্দ মহারাজ। আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় ৮টি দল যোগ দেয়।
|
বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার নেতাজি ভবনে জেলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে নির্মল সাহা জানান, জেলা থেকে মোট ২১২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। মোট ১২ টি দলে তাঁদের ভাগ করে প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। তারা ডিএসপিএসএকে ১-০ গোলে হারায়। গোলটি করেন তরুণ মুর্মু। অন্য দিকে, এই প্রতিযোগিতার শনিবারের খেলায় সি জোন স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে নবারুণ এসিকে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। সি জোনের হয়ে নিরঞ্জন ঘোষ গোল করেন।
|
যজ্ঞেশ্বর ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল কুইলাপুর ইভন গাঁওতা। যজ্ঞেশ্বর ক্লাব মাঠে তারা বড়ডাঙাকে টাই ব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে। নির্ধারিত সময়ে ফল ছিল ২-২। এই মাঠের শনিবারের খেলায় বেলডাঙা ইভন গাঁওয়া ডামরা লেনিন ক্লাবকে ৫-১ গোলে হারায়।
|
৩৮ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম খেলায় জয়ী হল তাজ স্পোর্টস। রহমতনগর মাঠের খেলায় তারা আলফালা ক্লাবকে ২-১ গোলে হারায়। এ দিনের দ্বিতীয় খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়।
|
অনূর্ধ্ব ১৯ আন্তঃমহকুমা ফুটবলের ফাইনালে উঠল দুর্গাপুর ও কালনা। দুর্গাপুর ৫-০ গোলে আসানসোলকে ও কালনা ৪-৩ গোলে হারায় বর্ধমানকে।
|
সুবোধ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল ৮টি দল। রবিবার পুলিশ এসি ২-০ গোলে হারিয়েছে বড়শূল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনকে। দু’টি গোল করেন তন্ময় সাঁতরা। শনিবার সেন্টার অব ইয়ং সোসাইটি ৪-০ গোলে হারিয়েছে চৌরঙ্গী ক্লাবকে। দু’টি গোল করেন সুজিত রায়, বিশ্বজিৎ টুডু ও জনি রাউথ একটি করে গোল করেন। তার আগে আরাধনা সঙ্ঘ ৫-৪ গোলে হারায় জাগরণী সঙ্ঘকে। এছাড়াও শেষ আটে পৌঁছেছে কল্যাণ স্মৃতি সঙ্ঘ, সাই প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় সঙ্ঘ, কালীতলা অ্যাথলেটিক ক্লাব ও আরএইউসি।
|
অনূর্ধ্ব ১৪ ও ১৯ স্কুল ভলিবল প্রতিযোগিতা হয়েছে বর্ধমানের অগ্রদূত, জাতীয় ও নবোদয় সঙ্ঘ মাঠে। অনূর্ধ্ব ১৪ বিভাগে সিএমএস বি সি রোড ,রাইপুর কাশিয়াড়াকে ২৫-২৩, ২৫-৩ পয়েন্টে হারায়। অনূর্ধ্ব ১৯ বিভাগের ফাইনালে পৌর বালক বিদ্যালয় ২৫-১৭ ও ২৫-২০ পয়েন্টে হারায় সিএমএস বি সি রোডকে। |