|
মগজ মিটার |
কে জানে? |
|
গত ৯ জুলাই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি
পেল আফ্রিকায় অবস্থিত দক্ষিণ সুদান।
দক্ষিণ সুদানকে নিয়ে আফ্রিকা মহাদেশে
মোট দেশের সংখ্যা দাঁড়াল চুয়ান্ন। |
|
|
১. এশিয়ার কোন দেশ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ?
২. আফ্রিকার কোন দেশ আগে ‘রোডেশিয়া’ নামে পরিচিত ছিল?
৩. সমুদ্রপথে কোন দেশে যেতে গিয়ে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন?
৪. ইয়োরোপীয় ইউনিয়নের কোন দেশের পতাকায় সে দেশেরই মানচিত্র রয়েছে? |
|
গত সপ্তাহের উত্তর |
১. ডান্ডি মার্চ |
২. রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের |
৩. এক টাকা |
৪. জাহাঙ্গির |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
তি |
রি |
বি |
কি |
মা |
ষি |
খা |
র |
প |
র |
ণা |
ম |
ধু |
তি |
র |
ম |
|
|
গত সপ্তাহের উত্তর: অস্ত্রবর্ষণ,
অপ্রতিরোধ্য, পাচারকারী, ফুটবলার। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর: টেনিস খেলোয়াড় পেত্রা কিভিতোভা |
|
|
কলকাতা যদি লন্ডন হয়, আমাদের সাহেব মালিক চাই!
ছবি: রামতাড়ু |
|
|