|
|
|
|
বেহাল স্বাস্থ্য পরিষেবায় ধুঁকছে জেলা হাসপাতাল |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
চিকিৎসক, টেকনিশিয়ান-সহ পরিকাঠামোর অভাবে রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা বেহাল। সমস্যার কথা গত কয়েক মাস ধরে রাজ্য স্বাস্থ্য দফতরে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগ। হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “চিকিৎসক, টেকনিশিয়ান-সহ হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোর অভাবে রোগীদের ঠিকমতো পরিষেবা দিতে পারছি না। সমস্যার কথা রাজ্য স্বাস্থ্য দফতরে লিখিত ভাবে জানানো হলেও কোনও লাভ হয়নি। পরিষেবার অভাবে মাঝেমধ্যেই হাসপাতালে গোলমালের ঘটনা ঘটছে। কয়েক দিনের মধ্যে কলকাতায় গিয়ে দফতরের কর্তাদের কাছে সরাসরি সমস্যার সমাধানের দাবি জানাব।”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে ৩৮ জন চিকিৎসক, ৭৫ স্বাস্থ্য কর্মী, ১০০ নার্স ও ৭ টেকনিশিয়ান রয়েছেন। সাধারণ বিভাগে ১৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও ৪ জন চিকিৎসক রয়েছেন। ডেন্টাল বিভাগে ২ জন, ইএনটি বিভাগ ও ব্লাড ব্যাঙ্কে ৩ জন করে চিকিৎসকের পদ থাকলেও ওই তিন বিভাগে ১ জন করে চিকিৎসক রয়েছেন। টাকার অভাবে ৪ বছর ধরে মানসিক ওয়ার্ড তৈরির কাজ শেষ করা যায়নি। ফলে হাসপাতাল চত্বরে পরিত্যক্ত অবস্থায় অর্ধনির্মিত ওই ওয়ার্ড পড়ে। হাসপাতালে ২০ জন টেকনিশিয়ান থাকার কথা থাকলেও ৭ টেকনিশিয়ানকে নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। টেকনিশিয়ানের অভাবে হাসপাতালের ইসিজি, এক্সরে, ব্লাড ও আলট্রা সোনোগ্রাফি বিভাগে পরিষেবা দেওয়া মুশকিল হয়েছে।
পাশাপাশি, যন্ত্রপাতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে গত কয়েক বছর ধরে স্পেশাল অবজারভেশন ওয়ার্ড বন্ধ হয়ে রয়েছে। নিউ বর্ন সিক কেয়ার ইউনিটটিও চালু করা সম্ভব হয়নি। হাসপাতালে প্রতিমাসে গড়ে ২০০টি করে অক্সিজেন সিলিন্ডারের দরকার থাকলেও ১৫০টির বেশি বরাদ্দ করা না। সম্প্রতি অক্সিজেনের অভাবে হাসপাতালে চিকিৎসাধীন এক সিপিএম নেতার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল।
হাসপাতালের চিকিৎসা বর্জ্য ও আবর্জনা ফেলার স্থায়ী ভ্যাট নেই। হাসপাতাল চত্বরের নিকাশি ব্যবস্থাও বেহাল হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাসপাতাল চত্বরে এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “পূর্বতন সরকারের গাফিলতির জেরে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হয়নি। বিধানসভার অধিবেশন শুরু হলে সব সমস্যার কথা তুলে ধরব।” উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অসীম ঘোষ বলেন, “হাসপাতালের সমস্যার কথা লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।” |
|
|
|
|
|