টুকরো খবর

অভিযুক্ত পঞ্চায়েত
‘এনআরইজিএস’ প্রকল্পের আইবিএস স্কিমে কাজ না হয়েও ভুয়ো বিল জমা করে উপভোক্তাদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে রাজগঞ্জের সিপিএম পরিচালিত সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা সম্প্রতি বিডিও’কে অভিযোগ করে ঘটনার তদন্তের দাবি তুলেছেন। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের সিপিএমের প্রধান ভাগ্যধর রায় দাবি করেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যথাযথ কাজ হয়েছে। গ্রামের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি উদ্দেশ্যমূলক অভিযোগ করেছেন।” অভিযোগকারীদের মধ্যে সুরেন সরকার, রূপানন্দ প্রধান, শৈলেশ সরকারেরা বলেন, “সরজমিনে তদন্ত হলে দুর্নীতি ধরা পড়বে।”

ফের ভন্ডুল বেতন বৃদ্ধি নিয়ে বৈঠক
ফের ভেস্তে গেল শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে বৈঠক। গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন কলকাতার শ্রম কমিশনারের অফিসে ওই বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি ভিডিএ চালুর দাবি রাখেন শ্রমিক নেতারা। মালিকপক্ষ বছরে ৮ টাকা করে ৩ বছরে মোট ২৪ টাকা বেতন বৃদ্ধির কথা বললেও ভিডিএ চালু করা সম্ভব হবে না বলে জানিয়ে দেন। মালিকপক্ষের এই প্রস্তাব মানেনি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। চা মালিকদের সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব অমিতাংশু চক্রবর্তী বলেন, “আমরা আমাদের অক্ষমতা প্রকাশ করেছি। চায়ের বাজার সবে একটু ভাল হয়েছে। এই মুহূর্তে এত বেতন বাড়ানো সম্ভব নয় বজানিয়ে দিই। প্রতি ৩ বছর অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়ে আসছে। গত বার তিন বছরে ধাপে ধাপে মোট ১৩ টাকা ১০ পয়সা বৃদ্ধি হয়। চা শ্রমিক ইউনিয়ন এনইউপিডব্লিউ নেতা বাবলু মুখোপাধ্যায় বলেন, “সরকার চা শ্রমিকদের ক্ষেত্রে ভিডিএ চালুর কথা বলেছেন। চা শ্রমিকরা যে বেতন পাচ্ছেন তা দিয়ে সংসার চালানো কঠিন হচ্ছে। ভিডিএ চালুর দাবিতে সমস্ত শ্রমিক ইউনিয়ন ২৩ জুলাই শিলিগুড়িতে আন্দোলনে নামবে।”

নিখোঁজ কিশোরী
কলেজে ভর্তি হবার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হল এক আদিবাসী কিশোরী। ডুয়ার্সের শামুকতলা থানার ধওলাঝোরা বাগানের শ্রমিক মহল্লার ৫ নম্বর লাইনের বাসিন্দা কিশোরীর নাম লীলা কুল্ল্ু। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ। তার বাবা নেই। মা মাঙ্গরি খড়িয়া তিনদিন ধরে মেয়েকে খুঁজেও না পেয়ে বৃহস্পতিবার থানায় মিসিং ডায়েরি করেছেন। লীলা আলিপুরদুয়ার হিন্দি হাইস্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। মা চা শ্রমিক। কলেজে ভর্তি হবার কথা বলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান বলেন, “তদন্ত শুরু হয়েছে।”

রঞ্জনের পরামর্শ
শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে রাস্তার জায়গা আটকে বসে থাকা পেঁয়াজ ব্যবসায়ীদের রেলের জায়গায় বসার পরামর্শ দিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। তা নিয়ে ধন্দে রেল কর্তারা। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ওই বাজারে যান তিনি। কাউন্সিলর নিখিল সাহানি তাঁকে জানিয়েছিলেন, বাজারে আবর্জনা সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় ব্যবসায়ীরা সমস্যায় পড়ে। তা ছাড়া বাজারের সামনে রাস্তার জায়গা আটকে ২৬ মহিলা পেঁয়াজ নিয়ে বসায় চলাফেরার সমস্যাও হয়। এ দিন ওই বাজার ঘুরে দেখে ডেপুটি মেয়র জানান, রাস্তায় চলাফেরায় যাতে সমস্যা না হয় সে জন্য ওই পেঁয়াজ ব্যবসায়ীরা পাশেই রেলের জায়গায় বসবেন। রেলের জায়গায় ব্যবসায়ীরা ওই ভাবে বসতে পারবেন কি না তা নিয়েই প্রশ্ন উঠেছে। ডেপুটি মেয়র রেলের জমিতে ব্যবসায়ীদের বসার নির্দেশের কথা শুনেছেন কাটিহারের ডিআরএম ভূষণ পাতিল। তিনি কোনও মন্তব্য করতে চাননি।

দুঃস্থের পাশে
ফাঁসিদেওয়া ব্লক প্রশাসনের তরফে বিপিএলভুক্তদের মধ্যে বাস্তুভিটার পাট্টা, ইন্দিরা আবাস ঘর, দুঃস্থ পরিবারগুলির মধ্যে আর্থিক সহায়তা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে পাম্প সেট বিলি করা হল। পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠানে হাজির ছিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক তথা প্রতিমন্ত্রী সুনীল তিরকি, জেলাশাসক মোহন গাঁধী, নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার-সহ প্রশাসনিক ও পঞ্চায়েত কর্তারা। এ দিন ৮১ জনের মধ্যে পাট্টা, ৮৬ জনের মধ্যে ইন্দিরা আবাসন ঘরের চেক, ৬১ জন দুঃস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে বেশ কিছু পাম্প সেট বিলি করা হয়।

স্মারকলিপি পেশ
সমস্ত জবকার্ডধারীকে একশো দিন প্রকল্পে কাজ দেওয়া, সঠিক সময়ের মধ্যে বিধবাভাতা প্রদান, কৃষিপণ্যের ন্যায্য মূল্য ইত্যাদি দাবিতে সিপিআই (এমএল) প্রভাবিত সারা ভারত কৃষক মজদুর সভার দার্জিলিং জেলা কমিটি ফাঁসিদেওয়ার জালাস গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিয়েছে।

সার সরঞ্জাম বিলি
শিলিগুড়ি মহকুমা কৃষি দফতরের ‘সবুজ বিপ্লব’ প্রকল্পে চাষিদের উন্নত মানের ধানের বীজ, সার ও চাষের বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম দেওয়া হল। শুক্রবার ফাঁসিদেওয়ার জালাসের বারভিটা এলাকায় এক শিবিবের আয়োজন করে চাষিদের মধ্যে তা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় কৃষি দফতরের সচিব সঞ্জীব চোপড়া ও রাজ্যের কৃষি দফতরের সচিব রীতেশ মোহন, জেলাশাসক মোহন গাঁধী ও কৃষি দফতর অন্যান্য আধিকারিকরা।
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.