সরকারি খাস জমির গাছ কেটে বিক্রির টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি গোঘাটের জানকীবল্লভপুরের। তৃণমূলের হস্তক্ষেপে গাছ বিক্রির টাকা জমা পড়েছে পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, উত্তম মণ্ডল নামে এক ব্যক্তি ১৯ শতক খাস জমি নিজের বলে দাবি করে ওই জমিতে লাগানো বেশ কিছু গাছ অবৈধ ভাবে বিক্রি করে দেন জয়দেব ঘোষ নামে এক ঠিকাদারকে। দু’জনেই সিপিএম সমর্থক বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। জয়দেববাবু এ দিন গাছ কাটা শুরু করলে বাধা দেয় তৃণমূলের লোকজন। গোটা ঘটনার কথা জানানো হয় গোঘাট পঞ্চায়েত ও গোঘাট ১ বিডিওকে। অশান্তির উপক্রম হওয়ায় এলাকায় আসেন বিডিও জয়ন্ত মণ্ডল। তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, জমিটি খাস। বছর ছ’য়েক আগে ওই সরকারি জায়গায় কে বা কারা গাছ লাগিয়েছিলেন, তার কোনও চুক্তিপত্র নেই। বিডিও পৌঁছনোর আগেই অবশ্য গাছ বিক্রি বাবদ যে ৬০ হাজার টাকা দেওয়ার কথা ছিল জয়দেববাবু, তা তৃণমূলের লোকজন আদায় করে নেয়। বিডিওর উপস্থিতিতে ওই টাকা তারা জমা দেয় পঞ্চায়েত প্রধান ফুলমনি মুর্মুর হাতে। প্রধান জানান, ওই টাকা গ্রামোন্নয়নের কাজে ব্যবহার করা যায় কিনা, তা বিডিওর সঙ্গে আলোচনা করবেন। এ দিকে, উত্তমবাবুর বক্তব্য, “জায়গাটি আমাদের বলেই পরিবার সূত্রে জেনে আসছি। গাছ লাগিয়েছি আমরাই। পুরনো দলিলপত্র খতিয়ে দেখব।” তাঁর দাবি, “আমি নিতান্তই সাধারণ মানুষ। কৌশল করে সিপিএমের ছাপ দেওয়া হচ্ছে।”
|
বাঁদরের উৎপাতে বেশ কিছুকাল ধরেই বিরক্ত হাইলাকান্দির পাঁচগ্রামের অধিবাসীরা। সেই উপদ্রবকারী বাঁদর বাহিনীরই তিনজনকে চোখের সামনে অসহায় ভাবে মরতে দেখে আজ তাঁদেরই চোখে জল। এ দিন উমেশনগর জল সরবরাহ কেন্দ্রের একটি জলাধারের ছাদ অকস্মাৎ ভেঙে পড়লে ওই ছাদের উপরে দাপাদাপি করা তিনটি বাঁদর জলে ডুবে যায়। তাদের সঙ্গীরা ঝাঁপাঝাঁপি করেও তিনজনকে উদ্ধার করতে পারেনি। শেষে জলাধারের সব জল ফেলে তাদের যখন তোলা হয়, দেখা যায় কেউই বেঁচে নেই। স্থানীয় লোকজন মৃত তিন বাঁদরের দেহ বরাকের জলে ভাসিয়ে যখন উঠে আসেন তাঁদের কারও চোখই শুষ্ক ছিল না। জলাধারের ভারপ্রাপ্ত শশাঙ্ক দাস জানান, জলাধার ভাল করে পরিষ্কার করার কাজের জন্য আজ জল সরবরাহ করা যায়নি।
|
অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ভগবতীদেবী বালিকা বিদ্যালয়ে। শুক্রবার এর সূচনা করেন স্থানীয় বিধায়ক নিরাপদ সর্দার। নারকেল গাছের চারা বিতরণ করা হয়। স্কুলের মাঠে লাগানো হয় গাছের চারা। আদিবাসী নৃত্য এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সুন্দরবনকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা বলেন বিশিষ্ট অতিথিরা।
|
সাপের ছোবলে এক কিশোরের মৃত্যু হয়েছে। মালদহ হরিশ্চন্দ্রপুরে ভালুকাবাজার এলাকায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। মৃতের নাম মিঠু পরিহার (১৬)। এ দিন সকালে জলখাবার খাওয়ার পর হাত ধোয়ার সময় সাপে ছোবল মারে তাকে। হাসপাতালে তার মৃত্যু হয়।
|
বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার বাউল এলাকায় বনবিভাগের কাশিয়াখাঁড়ি বনাঞ্চলে গাছ কাটছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা হানা দিলে কাঠ চোরেরা কয়েকটি করাত এবং ২ টি সাইকেল ফেলে পালিয়ে যায়। আকাশমণি, কদম এবং ইউক্যালিপটাসের ১৫টি লগ উদ্ধার হয়। |