মুকুল মুখোপাধ্যায় রবীন্দ্রভারতী থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা সমাপ্ত করে ছবি আঁকছেন দীর্ঘদিন। সম্প্রতি ‘এসেন্স অব নেচার’ শিরোনামে একক প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। অ্যাক্রিলিকে আঁকা তাঁর নিসর্গ-ভিত্তিক ছবিগুলি সহজ এবং সাবলীল। নিমগ্ন চর্চায় তাতে আরও স্বকীয়তা আসবে। কিছু কিছু ছবিতে, যেখানে তিনি নিসর্গকে বিমূর্তায়িত করতে চেষ্টা করেছেন সেখানে সেই সাবলীলতা ব্যাহত হয়েছে। যেমন চতুষ্কোণ একটি চিত্রপটে দেখা যাচ্ছে বিচ্ছুরিত পাতার কারুকাজকে প্রেক্ষাপটে রেখে উপস্থাপিত হয়েছে লাল ও কালো মাছের কঙ্কাল। ছবিটি কোনও গভীর মাত্রা অর্জন করে না। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো ২০১১’। আজ শেষ।
অ্যাকাডেমি: উজ্জ্বল দেবনাথ, রাজীব শূর ২০ জুলাই পর্যন্ত।
সুজিত দাস, দেবাংশু দাস প্রমুখ ২০ জুলাই পর্যন্ত।
সোমনাথ দত্ত, ইন্দ্রাণী বর্মন, তরুণ চন্দ্র প্রমুখ ২০ জুলাই পর্যন্ত।
ইমামি চিজেল: বিমানবিহারি দাস, শ্যামল রায় প্রমুখ ৩০ জুলাই পর্যন্ত।
শুরু হবে
অ্যাকাডেমি: স্বপন মল্লিক, দিবাকর কর্মকার প্রমুখ ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত।
কেমোল্ড: পবন রায়, মুক্তা গুপ্ত প্রমুখ ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত। |