স্টিফেন কোর্টের নকশা অনুমোদিত |
পুড়ে যাওয়া স্টিফেন কোর্টের মেরামতির জন্য বাসিন্দাদের জমা দেওয়া নকশা অনুমোদন করল কলকাতা পুরসভা। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “আগুনে পুড়ে যাওয়া স্টিফেন কোর্টের মেরামতির জন্য বাসিন্দারা পুরসভার কাছে নকশা জমা দিয়েছিলেন। পুরসভার বিল্ডিং দফতর পুলিশের সঙ্গে আলোচনা করে ওই নকশা অনুমোদন করেছে। ওই বাড়ির মেরামতি বাবদ ধার্য টাকার অনেকটাই ছাড় দিয়েছে পুরসভা।” স্টিফেন কোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস গুহনিয়োগী বলেন, “আমরা পুরসভার অনুমতি পেয়েছি। এই নকশা অনুযায়ী মেরামতি শেষ হওয়ার পরে পুরসভা ফের পর্যবেক্ষণ করবে। তার পরে দমকল সব কিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। দ্রুত মেরামতির কাজ শুরু করব।”
|
স্নাতকে ফেল করলে পরীক্ষা নয়া পাঠ্যক্রমে |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির যে-সব পরীক্ষার্থী এ বছর বিএ, বিএসসি পার্ট টু পরীক্ষায় সফল হতে পারবেন না, আগামী বছর তাঁদের নতুন পাঠ্যক্রমে ওই পরীক্ষা দিতে হবে। শীঘ্রই এই মর্মে কলেজগুলিতে নির্দেশিকা পাঠাবে বিশ্ববিদ্যালয়। ২০১০-এ বিএ, বিএসসি, বিকমে নতুন পাঠ্যক্রম চালু করেছে বিশ্ববিদ্যালয়। ওই বছর যাঁরা কলেজে ভর্তি হয়েছিলেন, তাঁরা এ বার পার্ট ওয়ান পরীক্ষা দেবেন। সেই পরীক্ষার্থীরা ২০১২ সালে পার্ট টু-তে বসবেন। এ দিকে, এ বার যাঁরা পার্ট টু পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাঁদেরও আগামী বছর ফের পার্ট টু দিতে হবে। সেই পরীক্ষার্থীদের আগামী বছরের পার্ট টু পরীক্ষা হবে নতুন পাঠ্যক্রমে। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “গত বছর যাঁরা পার্ট ওয়ানে ফেল করেছিলেন, এ বছর তাঁরাও নতুন পাঠ্যক্রমে পার্ট ওয়ান পরীক্ষা দেবেন। সেই সূত্র ধরেই পার্ট টু সংক্রান্ত এই নির্দেশিকা জারি করা হবে।”
|
দ্বিতীয় ক্যাম্পাসের আর্জি স্কটিশের |
নতুন বিষয়ে পঠনপাঠন চালু করতে দ্বিতীয় ক্যাম্পাস গড়তে চান স্কটিশ চার্চ কলেজের কর্তৃপক্ষ। শুক্রবার স্কটিশের ১৮৩তম প্রতিষ্ঠা দিবসে কলেজের প্রাক্তনী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কাছে পেয়ে আর্জি জানান অধ্যক্ষ জন আব্রাহাম। অধ্যক্ষের কথায়, “ডাফ কলেজে জায়গা ফাঁকা পড়ে আছে। সেখানে দ্বিতীয় ক্যাম্পাস গড়ার অনুমতি মিললে ভাল হয়।” প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, “শীঘ্রই এ নিয়ে কথা বলব।”
|
রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মহিলার। শুক্রবার, এসএন ব্যানার্জি রোড-রানি রাসমণি অ্যাভিনিউ মোড়ে। পুলিশ জানায়, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ট্রানজিট ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সে পিজিতে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাসটিকে আটক হয়েছে। চালক পলাতক। অন্য দিকে, বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট থানার ব্যারাকে পড়ে মৃত্যু হল মঞ্জুরা সোরেন (৪০) নামে এক কনস্টেবলের। তিনি ব্যারাকের দোতলায় থাকতেন। পুলিশ জানায়, মঞ্জুরা মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগে বিদ্যাসাগর সেতু থেকেও ঝাঁপানোর চেষ্টা করেন তিনি।
|
উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল ডালহৌসির এক বেসরকারি ব্যাঙ্কে। পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্যাঙ্কের এটিএম বিভাগে ফোনটি আসে। চারতলা ওই ব্যাঙ্কের কোথাও বোমা রয়েছে, এই খবরে সঙ্গে সঙ্গে সকলকে বার করে দেওয়া হয়। পুলিশ কুকুর নিয়ে বম্ব স্কোয়াডের তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। বোমাতঙ্ক নিয়ে অকারণ উত্তেজনা না ছড়ানোর অনুরোধ জানিয়ে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব ছোট ঘটনা। অফিসারেরা ব্যাপারটি খতিয়ে দেখছেন।” |