৫ বছরে ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব
বিশ্ব বাজারে ভারতীয় চায়ের প্রচারে এ বার ব্র্যান্ড গড়ছে কেন্দ্র
‘৫৫৫’। পাঁচ বছরে পাঁচটি দেশে পাঁচটি উদ্যোগ। চা রফতানি বাড়াতে ‘৫৫৫’ প্রচার কর্মসূচি নিয়েছে কেন্দ্র। যার অঙ্গ হিসেবে ভারতীয় চায়ের ‘ব্র্যান্ড’ নির্মাণে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ‘ইন্ডিয়ান ব্র্যান্ড ইক্যুইটি ফান্ড’ (আইবিইএফ)-এর সঙ্গে জোট বাঁধছে টি বোর্ড। পাশাপাশি এই অর্থবর্ষে অন্তত তিনটি দেশে ভারতীয় চায়ের ব্র্যান্ড তুলে ধরতে আপাতত পাঁচ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র।
গত বুধবার বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব বিজয়লক্ষ্মী যোশী, টি বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান সিদ্ধার্থ-সহ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হয় চা শিল্পমহলের। সেখানে রফতানি ব্যবসা ও অর্থোডক্স চায়ের ভর্তুকিই ছিল মূল আলোচ্য বিষয়।
টি বোর্ড সূত্রে খবর, রাশিয়া, ইরান, কাজাখস্তান, আমেরিকা ও মিশর, এই পাঁচটি দেশকে ভারতীয় চায়ের প্রচারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মেলায় অংশগ্রহণ থেকে ‘সোশ্যাল নেটওয়ার্কিং’, নানা ভাবে ওই দেশগুলিতে ভারতীয় চায়ের ব্র্যান্ড তুলে ধরাই কর্মসূচির মূল লক্ষ্য। এ জন্য বাণিজ্য মন্ত্রকের ‘মার্কেট অ্যাকসেস ইনিশিয়েটিভ’ প্রকল্প থেকে পাঁচ বছরে ১০০ কোটি টাকা প্রাথমিক ভাবে বরাদ্দেরও প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, প্রচার কার্যকরী করতেই বেসরকারি সংস্থার বদলে বাণিজ্য মন্ত্রকের আইবিইএফ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তাব দেন যোশী। এ মাসের শেষে তাদের সঙ্গে বৈঠকে বসবে টি বোর্ড। সিদ্ধার্থ জানান, পরিকল্পনা চূড়ান্ত করাই এখন মূল কাজ। এই অর্থবর্ষে কর্মসূচি রূপায়িত হবে আমেরিকা, রাশিয়া ও কাজাখস্তানে।
২০০৬-এ পর থেকেই ভারতীয় চায়ের রফতানি নিম্নমুখী। ওই বাজার ধরতে উদ্যোগী কেনিয়া ও শ্রীলঙ্কা। আর তাদের সঙ্গে টক্কর দিয়েই হৃত বাজার পুনরুদ্ধারে পাল্টা কৌশল নিচ্ছে ভারত। ভারতীয় চায়ের কদর আছে এমন দেশে আরও বেশি পৌঁছতে চাইছে কেন্দ্র। তারই অন্যতম অঙ্গ ওই ৫৫৫ কর্মসূচি।
অন্য দিকে, কেন্দ্রীয় অতিরিক্ত বাণিজ্য সচিবের কাছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও অর্থোডক্স চায়ে ভর্তুকি চালু রাখার দাবি জানিয়েছে চা শিল্পমহল।
প্রসঙ্গত, কেজিতে উৎপাদন খরচ সিটিসি-র থেকে ১২ টাকা বেশি অর্থোডক্সে। উপরন্তু মার খাচ্ছিল রফতানি ব্যবসা। এই দুইয়ের জেরেই মূলত রফতানি-নির্ভর এই চা উৎপাদনে আগ্রহ হারিয়েছিল বাগানগুলি। ফলে এক সময় উৎপাদন ১২.৫০-১৫ কোটি কেজি থেকে নামে ৬-৭ কোটি কেজিতে। আর তাই অর্থোডক্স-পাতা চায়ে কেজিতে তিন টাকা ও গুঁড়ো চায়ে দু’টাকা দরে ভর্তুকির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। টি বোর্ডের কর্তারা জানান, উপদেষ্টা সংস্থা এসি নিয়েলসেন-ও এর পক্ষে সওয়াল করেছিল। চা শিল্পমহলেরও দাবি, ভর্তুকি এই চায়ের উৎপাদন বাড়াতে অনেকটাই সাহায্য করেছে।
First Page Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.