|
|
|
|
তদন্ত কমিটির সামনে হাজির হবেন মার্ডকরা |
সংবাদসংস্থা • লন্ডন |
অনেক টালবাহানার পরে অবশেষে আগামী মঙ্গলবার পার্লামেন্টের তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন রুপার্ট মার্ডক এবং তাঁর ছেলে জেমস। ফোনে আড়ি পাতা কাণ্ডে কমিটির সামনে তাঁদের এই হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়ে নাটকের কমতি ছিল না। শুরুতে তাঁরা দু’জনেই জানিয়েছিলেন, নির্ধারিত দিনে তাঁরা কমিটির সামনে হাজির হবেন না। এর পরই আজ তাঁদের দু’জনকে সমন পাঠায় ব্রিটেনের হাউস অফ কমন্স-এর তথ্য এবং সংস্কৃতি বিষয়ক সিলেক্ট কমিটি। আর তার পরেই বাবা ও ছেলে সিদ্ধান্ত পাল্টে জানিয়ে দিলেন, নির্ধারিত দিনেই তাঁরা হাজির হবেন তদন্ত কমিটির সামনে। সমন পেয়ে সিদ্ধান্ত বদলান তাঁরা। তবে ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ (এনওডব্লিউ)-এর প্রাক্তন সম্পাদক রেবেকা ব্রুকস অবশ্য টালবাহানা করেননি। তিনি শুরুতেই জানিয়ে দিয়েছিলেন, নির্ধারিত দিনেই তিনি ওই কমিটির সামনে হাজির হবেন। কিন্তু সঙ্গে তিনি যোগ করেছিলেন, কমিটির সামনে হাজির হলেও সব প্রশ্নের উত্তর তিনি না-ও দিতে পারেন। নিউজ অফ দ্য ওয়ার্ল্ড-এর সাংবাদিকরা খবরের জন্য অন্তত চার হাজার লোকের ফোনে আড়ি পেতেছেন এবং পুলিশকে ঘুষ দিয়েছেন বলে জানাজানি হওয়ার পরে ট্যাবলয়েডটি বন্ধ করে দিয়েছেন মার্ডকরা। সেই সঙ্গে ব্রিটেনের বৃহত্তম স্যাটেলাইট চ্যানেল বিস্কাইবি অধিগ্রহণের সিদ্ধান্তও প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্ডক। এখন এই নিয়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পার্লামেন্টের ওই তদন্ত কমিটি। ফোনে আড়ি পাতা কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মার্ডকের এনওডব্লিউ-এর প্রাক্তন উপসম্পাদক। তাঁর নাম প্রকাশ করা হয়নি।
|
খালেদা-পুত্রের নামে পরোয়ানা |
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় খালেদা জিয়ার পুত্র তারেক রহমান-সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ২০০৪ সালের ২১ অগস্ট হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তারা সবাই পলাতক। তারেক রহমান লন্ডনে আছেন বলে খবর। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি থাকায় তারেককে দেশে ফেরানো যাবে বলে আশাবাদী পুলিশ। |
|
|
|
|
|