টুকরো খবর
ডিমাসা নয়া জঙ্গি সংগঠন
জঙ্গি উপদ্রুত উত্তর-পূর্বে ফের এক জঙ্গি সংগঠন গজিয়ে উঠল। এ বার ডিমা হাসাওয়ে। স্থানীয় সাংবাদিকদের মোবাইলে এসএমএস করে নিজেকে ‘প্রচার সচিব’ বলে দাবি করে ব্ল্যাক ডিমাসা নামে একজন জানিয়েছেন, অ-ডিমাসা উপজাতিরা ডিমা হাসাওকে দ্বিখণ্ডিত করার জন্য উঠেপড়ে লেগেছে। ডিমাসাদের স্বার্থরক্ষায় তাই গড়া হল ডিমাসা ন্যাশনাল রেভলিউশনারি ফ্রন্ট (ডিএনআরএফ)। হাসং ডিমাসা তাঁদের চেয়ারম্যান, ডায়মন্ড ডিমাসা অর্থসচিব। পাহাড়ি জেলাটিকে কোনও মতেই আর টুকরো হতে দেওয়া হবে না। ডিমা হাসাও জেলার সার্বিক উন্নতিও তাঁদের মূল দাবিগুলির অন্যতম বলে ব্ল্যাক জানিয়েছেন। তবে ডিমা হাসাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এস পানিসর বলেন, পুলিশের কাছে এমন নয়া জঙ্গি সংগঠন গড়ে ওঠার কোনও খবর নেই। পানিসর এমন দাবি করলেও জুয়েলবাহিনীর আত্মসমর্পণের পর আরও দুই জঙ্গি সংগঠনের জন্ম নেওয়ার কথা বিভিন্ন সময় পুলিশ স্বীকার করেছে। একটি হল অ-ডিমাসা উপজাতিদের সংগঠন হিল টাইগার ফোর্স (এইচটিএফ) এবং অন্যটি ডিমা ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট (ডিএনডিএফ)।

উপজাতি নেতা খুন বরাকে
নিজের ঘরেই খুন হলেন ‘বরাক ভ্যালি হিল ট্রাইব কাউন্সিল’-এর চেয়ারম্যান বাবুল রংমেই। আজ সকালে, তিন দুষ্কৃতী তাঁর বাড়ি ঢুকে গুলি করে হত্যা করে তাঁকে। পুলিশ জানিয়েছে, শিলচরে নিজের বাড়ির দোতলায় বসে ছিলেন রংমেই। তিন যুবক বাইকে চেপে তাঁর বাড়ির সামনে নামে। এরপর তিনজন দোতলায় উঠে রংমেইকে গুলি করে। গুলির শব্দে বাড়ির লোক ছুটে আসেন। তিন যুবক গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। গুলি লাগে রংমেইয়ের শ্যালক বাবুচা রংমেইয়ের পায়ে। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। আততায়ীদের মধ্যে দুই যুবক বাইকে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন এলাকার মানুষ। গণপিটুনিতে তার মৃত্যু হয়। ফলে, আততায়ীদের পরিচয় নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। পরিবারের অভিযোগ, চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। তার জেরেই রংমেইকে হত্যা করা হয়েছে।

সাংসদের উপরে দুষ্কৃতীর হামলা
মুঙ্গেরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরজেডির রাজ্যসভার সাংসদ রাজনীতি প্রসাদ। প্রসাদের দাবি, কাল গভীর রাতে তিনি গাড়িতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে মুঙ্গেরের রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে গাড়ির সামনের কাচ গুঁড়িয়ে গেলেও তিনি বেঁচে যান। পরে স্থানীয় থানায় ওই হামলার কথা জানিয়ে পুলিশে একটি অভিযোগও দায়ের করেন আরজেডি সাংসদ প্রসাদ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রসাদের অভিযোগ, “প্রথমে তো থানার কর্তব্যরত অফিসার আমাকে বলে দেন, আমি নাকি মিথ্যা বলছি। পুলিশ সুপারও ফোন তুলছিলেন না। এ থেকেই বোঝা যায়, এ রাজ্যের পুলিশ কতটা সতর্ক।” রাজনীতির সন্দেহ, ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল।

সুদীপ স্বাস্থ্যে
কেন্দ্রীয় মন্ত্রিসভার আসন্ন রদবদলে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত কাল রাতেই সস্ত্রীক তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। তৃণমূল সূত্রের খবর, রদবদলের পরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী দীনেশ ত্রিবেদী রেল মন্ত্রকের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন সুদীপ। দীনেশও আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছে গিয়েছেন। তবে কাল রদবদল না হওয়ায় রাজধানীতেই অপেক্ষা করবেন তাঁরা।

বিস্ফোরক নিয়ে সেনা প্রশিক্ষণ সিআরপিএফকে
সি আর পি এফ জওয়ানদের প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী। কেমন করে আই ই ডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) খুঁজে বের করে সেগুলিকে নিষ্ক্রিয় করা যায়, তা শেখানো হবে। আই ই ডি’র সাহায্যে মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনীর উপর শতাধিক হামলা চালানো হয়েছে। অনেকের প্রাণ গিয়েছে। পঙ্গু হয়ে গিয়েছেন আরও অনেকে। দেশের বৃহত্তম আধা-সামরিক বাহিনী সি আর পি এফের জওয়ান সংখ্যা এই মুহূর্তে তিন লক্ষেরএ বেশি। আই ই ডি খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করার ব্যাপারে এঁদের প্রশিক্ষিত করার জন্য এই প্রথম বার একটি স্কুল গড়ার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে সেনাপ্রধান ভি কে সিংহের সঙ্গে আলোচনায় বসেন সি আর পি এফ ডিরেক্টর জেনারেল কে বিজয় কুমার। সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে, তার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কালিন্দী পাসে নিখোঁজ অভিযাত্রীদের দেহ উদ্ধার
গত বছর সেপ্টেম্বর মাসে কালিন্দী পাস অভিযানে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া তিন পর্বত অভিযাত্রী এবং পাঁচ পোর্টারের মৃতদেহ উদ্ধার হল শনিবার। ‘হাওড়া মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে ওই অভিযান চালানো হয়েছিল। হাওড়ার ওই সংগঠনটির তরফে এ দিন জানা গিয়েছে, মৃত তিন অভিযাত্রীর নাম বরুণ আদক, অনল দাস ও এন প্রসাদ রাও। পোর্টারদের নাম জানা যায়নি। রবিবার রাতে রাজ্য সরকারের তরফে দুই প্রতিনিধি প্রসেনজিৎ সামন্ত ও রবীন ভট্টাচার্য এবং ওই পর্বতারোহী সংগঠনের তরফে সুদীপ্ত মিত্র ও উৎপল সেন দেহগুলি আনতে রওনা দিয়েছেন। সংগঠনটির তরফে জানা গিয়েছে, ২০১০-এর সেপ্টেম্বর মাসে ২০ জনের একটি দল রওনা দেয় উত্তরপ্রদেশের কালিন্দী পাস অভিযানে। ওই দলেই ছিলেন নিখোঁজ হয়ে যাওয়া ওই আট জন। ১৬ সেপ্টেম্বর খাড়াপাত্থর নামে একটি জায়গা থেকে কালিন্দী পাস যাওয়ার পথে তাঁরা নিখোঁজ হন বলে জানা যায়। মাস খানেক আগে সুরালয় হিমবাহের কাছে ওই আট জনের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর পেয়ে ওই ক্লাবের তরফে আবার আর একটি দল সেখানে অনুসন্ধান চালাতে যায়। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের লোকেরা তাঁদের ফিরে যেতে বলেন। ঘটনাচক্রে বিশিষ্ট পর্বত অভিযাত্রী বালির বাসিন্দা অনিন্দ্য মুখোপাধ্যায় একটি বিদেশি দলের সঙ্গে সৎপথ শৃঙ্গ অভিযানে যাচ্ছিলেন। শনিবার সুরালয় হিমবাহের কাছাকাছি তিনিই প্রথম মৃতদেহগুলি চিহ্নিত করেন। উদ্ধার হয় বরফে ঢাকা দু’টি তাঁবুও।

দিলশান খুনে ধৃত প্রাক্তন সেনা কর্তা
চেন্নাইয়ের সেনা আবাসন চত্বরে ১৩ বছরের বালক দিলশানকে গুলি করে মারার অভিযোগে প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল কান্দাস্বামী রামরাজকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ। এই ঘটনায় জেরার জন্য শনিবার ৫২ বছরের কান্দাস্বামী রামরাজকে আটক করেছিল পুলিশ। রবিবার সি আই ডি অপরাধ দমন শাখার এ ডি জি পি আর শেখর দাবি করেন, “দিলশানকে গুলি করে মারার কথা রামরাজ স্বীকার করেছেন। পাশের একটি বারান্দা থেকে দিলশানকে গুলি করেছিলেন তিনি।” গত রবিবার গাঁধী নগরের সেনা আবাসনে গাছ থেকে আম পাড়তে ঢুকেছিল দিলশান। সেই সময় গুলিতে নিহত হয় সে। এই ঘটনায় ব্যবহৃত ০.৩ এম এম রাইফেলটি আটক করেছে পুলিশ। শেখর জানিয়েছেন, রামরাজ স্বীকার করেছেন, তিনি গাড়িতে করে গিয়ে রাইফেল ও বুলেটগুলি কুম নদীতে ফেলে দেন। বুলেটগুলি এখনও উদ্ধার করা যায়নি। তবে গাড়িটিকে আটক করা হয়েছে। এ দিন রামরাজকে জর্জটাউনের বিশেষ আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ভরসা কপ্টার চালকদের
খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে কোনও পাইলট হেলিকপ্টার ওড়াতে রাজি না হলে বা জরুরি অবতরণ করলে, তাঁদের কোনও শাস্তির মুখে পড়তে হবে না। কপ্টার-দুর্ঘটনা বৃদ্ধি এড়াতে এই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক বছর আগে কপ্টার দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি এবং সম্প্রতি অরুণাচলের মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর মৃত্যুর পরে ভিআইপিদের কপ্টারযাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নেতারা অনেক সময়েই চাপ দিয়ে খারাপ আবহাওয়ার মধ্যেও কপ্টার চালাতে বাধ্য করেন। পাইলটরাও রাজনৈতিক নেতাদের রোষে পড়ার ভয়ে সেই সিদ্ধান্ত তামিল করতে বাধ্য হন। এবং কপ্টার অনেক সময় দুর্ঘটনায় পড়ে। এর পরিপ্রেক্ষিতেই ডিজিসিএ-এর এই সিদ্ধান্ত।

মুলায়মের জমি বণ্টনে গরমিল নেই: সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে অস্বস্তিতে ফেলে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মুলায়ম সিংহ যাদব সরকারের সময়ে জমি বণ্টন নিয়ে কোনও গরমিল হয়নি। সে সময়ে আই টি সি এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডসহ ১৪টি সংস্থাকে ৯০ বছরের জন্য জমি লিজ দেওয়া হয়েছিল। মায়াবতীর সময়ে তা বাতিল করা হয়। বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের রায়ই বহাল রাখল। ইলাহাবাদ হাইকোর্টও জানিয়েছিল মুলায়ম সরকারের সময়ে জমি বণ্টনে কোনও গরমিল হয়নি। সুপ্রিম কোর্ট ওই ১৪টি সংস্থাকে বর্গমিটার প্রতি ৭০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে নির্দেশ দিয়েছে।

প্রবেশিকা পরীক্ষা ঘিরে অশান্তি
ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী

ত্রিপুরা মেডিক্যাল কলেজে ভর্তির কমন এন্ট্রাস পরীক্ষা নিয়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন ঘিরে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় এমবিবি কলেজ এলাকা। বিক্ষোভ মোকাবিলায় পুলিশ এবং টিএসআর লাঠি চালালে কমবেশি জখম হন জনা পঞ্চাশ ব্যক্তি। জখমদের মধ্যে রয়েছেন ১১ জন সাংবাদিকও। গুরুতর জখম তিন সাংবাদিককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, জয়েন্ট পরীক্ষায় সফল হওয়া স্থানীয় ছাত্র্রছাত্রীদের সুযোগ না দিয়ে ক্যাট-এর মাধ্যমে ‘অন্যায় ভাবে’ বাইরের পড়ুয়াদের ঢোকানো হচ্ছে। গোলমালের আশঙ্কা করে এ দিন ব্যাপক পুলিশি বন্দোবস্ত নেওয়া হয়েছিল পরীক্ষাস্থল ঘিরে। জারি ছিল ১৪৪ ধারাও। সংবাদ সংগ্রহে গিয়ে এ দিন পুলিশের হাতে ‘নিগ্রহের’ প্রতিবাদে মুখর হন সাংবাদিকরা। সাংবাদিকদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় কর্তব্যরত সাংবাদিকদের উপরেও আক্রমণ চালিয়েছে। পরে সাংবাদিকরা পুলিশ সদর দফতরে গিয়ে ‘দোষী’ পুলিশকর্মীদের শাস্তির দাবি জানান।

Previous Story Desh First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.