টুকরো খবর |
|
এ বার টায়ার কর্পোরেশন বিক্রির প্রস্তাব আনছে কেন্দ্র |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্কুটার্স ইন্ডিয়ার পর এ বার আরও দুই রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা, কলকাতার টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া ও হায়দরাবাদের এইচএমটি বেয়ারিং-কে বিক্রির প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র। গাড়ির টায়ার তৈরি ও বিক্রির সংস্থা টায়ার কর্পোরেশনের পুরোটাই কেন্দ্রের মালিকানায়। মূলধনের অভাবে নিজস্ব উৎপাদন চালাতে অক্ষম সংস্থাটি ২০০২ থেকেই সিয়াট, বিড়লা টায়ার্স-এর মতো সংস্থার হয়ে টায়ার তৈরি করে। ২০০৯-’১০ সালে লোকসান ছিল ১৪.৬৭ কোটি টাকা। বর্তমানে বিআইএফআরের পুনরুজ্জীবন প্রকল্পের অপেক্ষায় দিন গুনছে। অন্য দিকে, এইচএমটি-র শাখা এইচএমটি বেয়ারিংসের ৯৭% সরকারের হাতে। ‘বল’ ও ‘রোলার’ বেয়ারিং তৈরির সংস্থাটির লোকসান ২০০৯-‘১০ সালে ছুঁয়েছে ১৫.৩১ কোটি।
|
বায়ু পরিশোধক |
ভারতে ন্যানো প্রযুক্তি ভিত্তিক বায়ু পরিশোধক আনল আমেরিকার সংস্থা লুনা ইউএস এলএলসি। নাসার প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক নবারুণ ঘোষ।
|
বাজারে নতুন |
নতুন জুতোর সম্ভার ‘ইউরেনিয়াম’ আনল ইউরো গোষ্ঠী। পুরুষদের ১০টি এবং মহিলাদের ৩০টি নকশার জুতো এনেছে সংস্থা। |
|