টুকরো খবর
এ বার টায়ার কর্পোরেশন বিক্রির প্রস্তাব আনছে কেন্দ্র
স্কুটার্স ইন্ডিয়ার পর এ বার আরও দুই রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা, কলকাতার টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া ও হায়দরাবাদের এইচএমটি বেয়ারিং-কে বিক্রির প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র। গাড়ির টায়ার তৈরি ও বিক্রির সংস্থা টায়ার কর্পোরেশনের পুরোটাই কেন্দ্রের মালিকানায়। মূলধনের অভাবে নিজস্ব উৎপাদন চালাতে অক্ষম সংস্থাটি ২০০২ থেকেই সিয়াট, বিড়লা টায়ার্স-এর মতো সংস্থার হয়ে টায়ার তৈরি করে। ২০০৯-’১০ সালে লোকসান ছিল ১৪.৬৭ কোটি টাকা। বর্তমানে বিআইএফআরের পুনরুজ্জীবন প্রকল্পের অপেক্ষায় দিন গুনছে। অন্য দিকে, এইচএমটি-র শাখা এইচএমটি বেয়ারিংসের ৯৭% সরকারের হাতে। ‘বল’ ও ‘রোলার’ বেয়ারিং তৈরির সংস্থাটির লোকসান ২০০৯-‘১০ সালে ছুঁয়েছে ১৫.৩১ কোটি।

বায়ু পরিশোধক
ভারতে ন্যানো প্রযুক্তি ভিত্তিক বায়ু পরিশোধক আনল আমেরিকার সংস্থা লুনা ইউএস এলএলসি। নাসার প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক নবারুণ ঘোষ।

বাজারে নতুন
নতুন জুতোর সম্ভার ‘ইউরেনিয়াম’ আনল ইউরো গোষ্ঠী। পুরুষদের ১০টি এবং মহিলাদের ৩০টি নকশার জুতো এনেছে সংস্থা।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.