কাঁদর থেকে এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। ওই তরুণীকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে তার বাড়ির লোকের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রহিমা খাতুন (১৭)। লাভপুরের লাঘোষা গ্রামে তার বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে রহিমা নিখোঁজ ছিল। রবিবার বিকেল ৪টে নাগাদ কাঁদরের জলে তার দেহটি ভেসে উঠতে দেখা যায়। তার মা রাবিয়া বিবি বলেন, “বৃহস্পতিবার রাত ৮টা একটু আসছি বলে মেয়ে বেরিয়ে যায়। তার পর থেকে আর বাড়ি ফেরেনি। আত্মীয়দের বাড়িতেও খোঁজাখুঁজি করি। এ দিন তার দেহ মেলে।” তাঁর অভিযোগ, “ধর্ষণ করে মেয়েকে খুন করা হয়েছে।” পুলিশ জানায়, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লিখিত অভিযোগ ও ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
|
জেলার পিছিয়ে পড়া দুবরাজপুর, খয়রাশোল, কাঁকরতোলা, রাজনগর এবং সদাইপুর এই পাঁচটি থানা এলাকার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বিষয়ক একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল দুবরাজপুরে। রবিবার বিকেলে দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনের আয়োজক ছিল দুবরাজপুর নাগরিক সমিতি। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক বিজয় বাগদি, পুরপিতা পীযূষ পাণ্ডে, সমাজসেবী শ্যামলী খাস্তগীর-সহ এলাকার বিশিষ্ট নাগরিকেরা। অনুষ্ঠানে এলাকার সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকাকে মহকুমা শহরে উন্নীত করার ব্যাপারেও প্রস্তাব রাখা হয়েছে। দুবরাজপুর নাগরিক কমিটির পক্ষে চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র বলেন, শুধু আলোচনা নয়, প্রস্তাবগুলি বাস্তবায়িত করানোই আমাদের লক্ষ্য।
|
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যায় রামপুরহাট শহরে জেলাপরিষদের অতিথিশালা থেকে এক ঠিকাদার-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌম্যজিত দাস জানান, অতিথিশালায় অসামাজিক কাজ চলে কি না, তা খতিয়ে দেখা হবে। |