|
|
|
|
ক্যাডেটে দেশসেরা শিলিগুড়ির আকাশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নর্থ জোনাল টেবিল টেনিস ক্যাডেট বিভাগে দেশের সেরা হল শিলিগুড়ির আকাশ নাথ। শুক্রবার শ্রীনগরে ওই প্রতিযোগিতার ফাইনালে গুজরাতের মানব ঠক্করকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকাশ। ৩-১ গেমে মানবকে কার্যত উড়িয়ে দিয়েছে আকাশ। জোনালে এ বছরই ক্যাডেট বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তাতেই শিলিগুড়ির এই কিশোর দেশের সেরা হওয়ায় খুশি নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন কর্তারা।
আকাশের সোনা ছাড়া শিলিগুড়ির আরেক প্রতিযোগী জিদান কুমার গগৈ সেমিফাইনালে হেরে যাওয়ায় ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। আকাশ ফাইনালে যাকে হারায়, সেই মানব ঠক্করের কাছে ৩-২ গেমে হেরে যায় জিদান। নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি, টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার এক অন্যতম কর্তা মান্তু ঘোষ আকাশের খেলায় উৎসাহী। তিনি বলেন, “গত বছর ক্যাডেট বিভাগে জাতীয় প্রতিযোগিতায় ও ভাল ফল করবে বলে মনে হয়েছিল। তবে তা হয়নি। টপস্পিন, ব্যাকহ্যান্ডে কিছু সমস্যা ছিল। ফুটওয়ার্ক এবং ফিটনেসে খামতি ছিল। এ বছর অনুশীলনে ও সব শুধরে দারুণ ফর্মে আছে। জোনাল দারুন খেলল। আশা করছি, জাতীয় প্রতিযোগিতায় এই ফর্ম ধরে রাখবে।” গত বছর ইনদওরে জাতীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল আকাশকে। পরে খামতিগুলি সংশোধনের উপর জোর দিতে পরামর্শ দেন কোচ মান্তু ঘোষ। তিনি নিজেও আকাশকে অনুশীলন করান। আর তাতেই ফল মিলেছে। ক্যাডেট বিভাগে চ্যাম্পিয়ন হয়ে খুশি আকাশও। এবার সে চায় জাতীয় প্রতিযোগিতা থেকে দেশের সেরার মুকুট আনতে। এখনও পর্যন্ত ক্যাডেট বিভাগে একটি সোনা এবং একটি ব্রোঞ্জ ছাড়াও সাব জুনিয়র মেয়েদের বিভাগে একটি রূপোও এসেছে। এই বিভাগে সাগরিকা মুখোপাধ্যায় ফাইনালে হেরে গিয়েছে অন্ধ্রপ্রদেশের নয়নার কাছে। বোর্ডে নয়নার সামনে সাগরিকা দাঁড়াতেই পারেনি। রানার্স হওয়ায় রূপো এসেছে। নয়নার কাছে প্রিকোয়ার্টারে হারতে হয়েছে উত্তরবঙ্গের আথেয়া ঘোষকে। সাব জুনিয়ারে শুভদীপ ঘোষ, সৈকত মিত্ররা হেরেছে কোয়ার্টার ফাইনালে। শুভম রায় প্রিকোয়ার্টারেই হেরেছে। ৭-১২ জুলাই নর্থ জোনাল প্রতিযোগিতা। জুনিয়র, যুব, সিনিয়র বিভাগের খেলাগুলি বাকি। |
|
|
|
|
|