|
|
|
|
ইন্ডিয়ান অ্যারোজ বনাম মোহন-ইস্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইন্ডিয়ান অ্যারোজ বনাম ইস্টবেঙ্গল-মোহনবাগান আই লিগের আগেই লড়াই শুরু হয়ে গেল। রেফারির ভূমিকায় প্রফুল্ল পটেল।
এ আই এফ এফ কর্তারা ধরে নিয়েছেন, প্রেসিডেন্টের হস্তক্ষেপে ইস্টবেঙ্গল-মোহনবাগানের জুনিয়র আট ফুটবলার খেলবেন ইন্ডিয়ান অ্যারোজে। ইস্টবেঙ্গলের ৬ ফুটবলার, মোহনবাগানের ২। শুক্রবার এঁদের মধ্যে অধিকাংশ ফুটবলারই পৌঁছে গেলেন পৈলানে। রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন দলটার। শনিবার আবার সল্টলেকে উদ্বোধন মোহনবাগান ফুটবল স্কুলের।
কিন্তু জুনিয়রদের নিয়ে ঝামেলা যে মেটেনি, তা মোহন-ইস্ট কর্তাদের কথাতেই পরিষ্কার। ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার বললেন, “দেশে কি আইন বলে কিছু নেই? ওদের এক বছর খেলার জন্য ছেড়েছিলাম। প্রফুল্ল পটেল নিজেই তো এটা জানিয়েছিলেন। এখন আবার কেন ওরা ইন্ডিয়ান অ্যারোজে খেলবে?” মোহনবাগানের দেবাশিস দত্তের মন্তব্য, “আমায় পুণে এফ সি-র কর্তা বলে দিয়েছেন, ওঁরাও জেজে-দের ছাড়বেন না। আমাদের জুয়েল রাজা বলেছে, ও মোহনবাগানে খেলবে।”
ক্লাব কর্তাদের অত্যন্ত কড়া মনোভাবের মধ্যে ফেডারেশন কর্তারা আশায়, পটেলের আর্জি ফেলতে পারবে না ক্লাবগুলো। ইন্ডিয়ান অ্যারোজ জেসিটির চার ফুটবলারকে যোগ করেছে দলে। গোলকিপার কোচ তনুময় বসু বললেন, “ওই প্লেয়ারদের ছাড়া টিম নামানো কঠিন। ওদের ধরেই কোচ হয়েছে। আশা করছি, প্রেসিডেন্টের কথায় সমস্যা মিটে যাবে।” জানা গেল, পটেলের দৌত্যেও যদি সমস্যা না মেটে, তার জন্য আরও কিছু ফুটবলারের খোঁজ করে রেখেছে ফেডারেশন। কলিন টোলের কিছু ফুটবলারকেও তৈরি রাখা হয়েছে। |
|
|
|
|
|