রোবিনহো আর পাতোকে
বেশি দায়িত্ব নিতে হবে
কার্লোস দুঙ্গা |
|
|
কর্দোবায় ব্রাজিলের সামনে এ বার প্যারাগুয়ে। আমি কিন্তু আগের থেকে আরও ভাল পারফরম্যান্সই আশা করছি।
ভেনেজুয়েলার মতো প্যারাগুয়ে ড্রয়ের জন্য খেলবে না। দেখতে চাই, এই ম্যাচে আক্রমণ তৈরি করতে মিলানের রোবিনহো-পাতো জুটি আরও দায়িত্ব নিচ্ছে। ওরা বিশ্বের যে কোনও ডিফেন্স ভাঙার ক্ষমতা রাখে। ওদের সঙ্গে যদি গান্সো আর একটু সামনে খেলে তা হলে কম্বিনেশনটা আরও মারাত্মক হবে। আর নেইমারকে একটু হলেও ক্লান্ত লাগছে। লম্বা লিগ খেলে এসেছে। কিন্তু তাতেও এটা বলতে আমার কোনও দ্বিধা নেই, নেইমার এই টুর্নামেন্টের আবিষ্কার হতে চলেছে।
ব্রাজিলীয় ফুটবল ফ্যানদের কাছে কোপা আমেরিকার স্থান বিশ্বকাপের ঠিক পরেই। যার থেকে এটা বোঝা যায়, কোপার ট্রফি ঘরেই রেখে দেওয়ার জন্য কোচ মানো মেনেজেসের ওপর কতটা চাপ। ফুটবল নিয়ে বিশ্বে সবথেকে বেশি চাহিদা ব্রাজিলের জনগণের। তার ওপর ভেনেজুয়েলার সঙ্গে খারাপ খেলে ড্র করল প্রথম ম্যাচ। তাতে ফ্যানেরা মোটেই খুব আনন্দে নেই। |
|
নেইমার-রবিনহো: অন্যমেজাজে ব্রাজিলের জোড়া ফলা।-রয়টার্স |
আমাদের ছেলেদের একটু বেশিই পেশাদার মনে হয়েছে। তবু একটু যেন জড়সড় হয়ে আছে। মুভমেন্টগুলো বড়ই যান্ত্রিক লাগছে। টিমটাকে নিজেদের ক্ষমতার প্রতি আরও ফোকাস্ড হতে হবে। তার মানে আরও সৃষ্টিশীল ফুটবল খেলতে হবে।
ভেনেজুয়েলা প্রথম ম্যাচে খারাপ খেলেছে এটা বলছি না। কিন্তু খেলাটা শেষ হওয়ার পর যে ভাবে ওরা উচ্ছ্বাস দেখাল, তাতে বোঝা যায় ওদের একটা খুব সহজ-সরল লক্ষ্য ছিল। ব্রাজিলকে নিজেদের গোলমুখে একেবারে রুখে দেওয়া। আমাদের অবশ্য ওই ট্যাকটিক্সের জবাব দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা খেই হারিয়ে ফেলছিলাম।
তবে শুধু ব্রাজিল নয়, উরুগুয়ে আর আর্জেন্তিনাও এখনও ছন্দ খুঁজে পায়নি। উরুগুয়ে পিছিয়ে গিয়ে পেরুর সঙ্গে ড্র করল। আর্জেন্তিনাও আটকে গেল বলিভিয়া আর কলম্বিয়ার কাছে। এ রকম হওয়া মানে প্রায় প্রতিটি টিমের কাছেই সুযোগ আসছে নক-আউট পর্যায়ে যাওয়ার। একটা টুর্নামেন্ট কিন্তু এই কারণেই উত্তেজক হয়ে ওঠে। দর্শক, ফ্যান সবার জন্যই। তবে আমার মনে হয় না, এর জন্য বড় দলগুলোর কোয়ার্টার ফাইনালে যেতে কোনও অসুবিধা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল তো যাবেই। তার সঙ্গে সেরা দুটো তৃতীয় স্থানের দলও যাবে।
শনিবার রাতে কিন্তু আমি ব্রাজিলকেই জয়ী হিসাবে দেখছি। পরপর দু’বার দলটা ব্যর্থ হবে বলে মনে হয় না। মনে হচ্ছে ২-০ জিতবে।
|
আজ কোপায়
পেরু : মেক্সিকো (সকাল ৬:১৫)
ব্রাজিল : প্যারাগুয়ে (রাত ১২:৩০) |
|
|