মুদিখানায় নকল মদ তৈরি ও বিক্রি হচ্ছে। মঙ্গলবার বর্ধমান থানার পারুই গ্রামের একটি মুদিখানা দোকানে অভিযান চালানোর পরে এমনটাই জানিয়েছেন বর্ধমান পূর্ব আবগারি দফতরের আধিকারিকেরা। ওই গ্রামে তাঁরা দেখেছেন, দীপক ও প্রদীপ দে নামে দুই ভাইয়ের মুদি দোকানে বিভিন্ন সংস্থার নকল মদে ভরা বোতলই শুধু নয়, রয়েছে প্রচুর মদ তৈরির উপকরণও। ওই দুই ব্যক্তিই পলাতক। তাঁদের বিরুদ্ধে বর্ধমান সিজিএম আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চেয়ে আবেদন জানানো হয়েছে আবগারি দফতরের তরফে। সম্প্রতি বর্ধমান জেলার গ্রামাঞ্চলে নকল বা অবৈধ মদ তৈরি ও কেনাবেচা রুখতে অভিযান চালাচ্ছে আবগারি দফতর। তারই জেরে কেতুগ্রাম থানার নোয়াপাড়া, পূর্বস্থলী থানার চৈখালিতলা, বর্ধমানের কুড়মুন, খেরু, নোলে ইত্যাদি জায়গা থেকে প্রচুর নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছেন আবাগরি দফতরের কর্মীরা।
|
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সেনা কর্মীর। বর্ধমান-কাটোয়া রোডে ভাতারের পোষলা ক্যানাল পুলের কাছে এই ঘটনায় মৃতের নাম তন্ময় নন্দী (২২)। বাড়ি মঙ্গলকোটের সাঁওতা গ্রামে। তিনি সদ্য লখনউ থেকে ফিরেছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া বাসের চালক ও খালাসি পরে ভাতার থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ বাসটি আটক করেছে।
|
পদত্যাগ করেছেন বর্ধমান মহিলা কলেজের এসএফআই নিয়ন্ত্রিত ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক জয়ন্তী মান্ডি। শুক্রবার বিকেলে কলেজের অধ্যক্ষ সুকৃতী ঘোষালের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, ঠিক মতো কাজ করতে না-পারায় স্বেচ্ছায় পদত্যাগ করছেন। অধ্যক্ষ বলেন, “পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ছাত্রী সংসদের ভোটের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” এই পদত্যাগের খবরে টিএমসিপি সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। সংগঠনের জেলা সভাপতি নুরুল আবসারের দাবি, “এ বার ভোট হলে আমারই জিতব।”
|
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সেনা কর্মীর। বর্ধমান-কাটোয়া রোডে ভাতারের পোষলা ক্যানাল পুলের কাছে এই ঘটনায় মৃতের নাম তন্ময় নন্দী (২২)। বাড়ি মঙ্গলকোটের সাঁওতা গ্রামে। তিনি সদ্য লখনউ থেকে ফিরেছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। |