|
|
|
|
নার্স-বিক্ষোভ মহাকরণে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাড়তি নানা সুযোগের আশ্বাসে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কাজ ছেড়ে ওঁরা যোগ দিয়েছিলেন সরকারি হাসপাতালে। কিন্তু সেই সব আশ্বাস রূপায়িত হচ্ছে না বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে শতাধিক মহিলা মহাকরণের সামনে জড়ো হন।
তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। অনুমতি না-মেলায় বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত তাঁদের তিন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে স্মারকলিপি দেন তাঁরা।
ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জিএনএম) পাঠ্যক্রম ও প্রশিক্ষণ নিতে গেলে উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হয়। এ কথা জানিয়ে বিক্ষোভকারীদের তরফে জয়িতা দাশরায় বলেন, “ওই পাঠ্যক্রম পাশ করে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেছি। ২০০৮-এর শেষ দিকে একটি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি দেওয়া হয়। কথা ছিল, নিয়োগ করা হবে বাড়ির কাছের হাসপাতালে। তা মানা হয়নি। মানা হয়নি আরও কিছু আশ্বাস।”
বিক্ষোভকারীরা বলেন, “মাধ্যমিক পাশ করে যাঁরা দেড় বছরের নার্সিং প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের মতোই ব্যবহার করা হচ্ছে আমাদের। বাড়তি যোগ্যতার ন্যায্য স্বীকৃতি পাচ্ছি না আমরা। স্বাস্থ্য দফতরে বারবার জানিয়েও সুরাহা হচ্ছে না।” মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে তাঁরা এই বৈষম্য দূর করার আবেদনও জানান তাঁরা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের বক্তব্য, “স্বাস্থ্য দফতরকে বিষয়টি বিবেচনার করতে বলা হচ্ছে।” |
|
|
|
|
|