বিদ্যুৎ চুরির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সাজাহান হোসেন নামে ওই শিক্ষকের বাড়ি হাড়োয়া থানার পুকুরিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। বাড়িতে মিটার থাকা সত্ত্বেও বিদ্যুৎ চুরির অভিযোগে তাকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে বিদ্যুৎ দফতর। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, পুকুরিয়া গ্রামে সাজাহানের দোতলা বাড়ি রয়েছে। বাড়ি সংলগ্ন একটি পোলট্রি ফার্মেরও তিনি মালিক। বেশ কিছুদিন ধরে প্রতিবেশীরা তাঁর বিরুদ্ধে রাস্তায় বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে সরব হন। অভিযোগ পাওয়ার পরে বিদ্যুৎ দফতর তদন্তে নেমে জানতে পারে বাড়িতে মিটার থাকা সত্ত্বেও সাজাহান হুকিং করে আলো জ্বালাচ্ছেন। বুধবার বিকেলে বিদ্যুৎ দফতরের লোকজন এবং হাড়োয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাতনাতে ধরে ফেলেন সাজাহানকে। বিদ্যুৎ দফতরের হাড়োয়া ‘কাস্টমার কেয়ার সেন্টার’-এর স্টেশন ম্যানেজার অশোক বিশ্বাস বলেন, “বাড়িতে মিটার থাকা সত্ত্বেও বিদ্যুৎ চুরি করার অভিযোগে সাজাহানকে গ্রেফতার কার পাশাপাশি তাঁকে ১ লক্ষ ৩৭ হাজার ৩১০ টাকা জরিমানাও করা হয়েছে। বিদ্যুৎ চুরি রুখতে এমন অভিযান মাঝেমধ্যেই চালানো হবে।” |
গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে একটি খুনের ঘটনারও কিনারা করল পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম জিয়ারুল গাজি। তার বাড়ি বসিরহাটের দণ্ডিরহাটের কাছে আমতলা এলাকায়। তার বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি, তোলাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিয়ারুলের কাছ থেকে ৫ কিলোগ্রাম গাঁজাও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ মে বসিরহাটেরই দণ্ডিরহাটে নিজের বাড়ির কাছেই দুই সঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুন হন নিমাই দাস নামে এক ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাঁকে গুলি করে বোমা ফাটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এমনিতেই নানা অপরাধের জন্য জিয়ারুলকে খোঁজা হচ্ছিল। ব্যবসায়ী খুনের পরে পুলিশের তৎপরতা আরও বাড়ে। বুধবার রাতে পুলিশ খবর পায় যে বসিরহাট স্টেশন লাগোয়া এলাকায় একজনের কাছে জিয়ারুল গাঁজা বিক্রির জন্য আসবে। তার পরেই পুলিশ সেখানে গিয়ে জিয়ারুলকে গ্রেফতার করে।
|
দলীয় সমর্থক খুনের ঘটনায় বৃহস্পতিবার সিপিএমের ডাকা ১২ ঘণ্টার দেগঙ্গা বন্ধ শান্তিতেই শেষ হয়েছে। তবে ঘটনাস্থলের কাছাকাছি দু’একটি গ্রাম অন্যত্র বন্ধের তেমন প্রভাব পড়েনি। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। বুধবরা সকালে দেগঙ্গায় নিরামিশা গ্রামে জাকির হসেন নামে এক সিপিএম সমর্থককে হাত পায়ের শিরা কেটে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় সিপিএম তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে। খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার দেগঙ্গা বন্ধের ডাক দেয় সিপিএম।
|
আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, তাহের আলি মোল্লা, হাফিজুল মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা ও আতিয়ার রহমান নামে ওই চারজনকে বুধবার রাতে ঢোলাহাটের বড় ফোকল এলাকা থেকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে ৩টি দেশি বন্দুক, ৩টি কার্তুজ, ৯টি তাজা বোমা এবং বোমা তৈরির মালমশলা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
|
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের দক্ষিণ হাঁড়া গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত বধূর নাম অর্চনা নস্কর (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সানে সাতটা নাগাদ বাড়িতে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন অর্চনা দেবী। বাড়ির লোকজন তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে গেল সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |