ছাত্রসংসদে জোটসঙ্গী হওয়া সত্ত্বেও বাজকুল কলেজে ডিএসও-র সদস্যদের মারধর করার অভিযোগ উঠল ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। গুরুতর জখম ডিএসও-র তিন সদস্যকে প্রথমে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বাজকুল কলেজের ছাত্রসংসদে ক্ষমতায় রয়েছে টিএমসিপি ও ডিএসও জোট। ডিএসও-র জেলা সভাপতি চিন্ময় ঘোড়ইয়ের অভিযোগ, “প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা তুলছিল টিএমসিপি-র লোকজন। এ দিন প্রতিবাদ করলে আমাদের তিন সমর্থককে লাঠি দিয়ে মারধর করে ওরা।” অন্য দিকে, টিএমসিপি-র তরফে রবীন মণ্ডলের দাবি, “টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন। ডিএসও নিজেদের সদস্যসংখ্যা বাড়ানোর জন্য কয়েক জনকে ভর্তি করতে চাইছিল। অন্যরা তাতে আপত্তি জানানোয় গোলমাল বাধে। ঠেলাঠেলিতে এক জন মাথায় সামান্য আঘাত পায়। আমরাই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যনারায়ণ সাউ বলেন, “টাকা তোলার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
|
নন্দীগ্রামে জমি-আন্দোলন পর্বে ‘সক্রিয়’ ছিলেন বলে অভিযোগ এবং ইতিমধ্যেই একাধিক মামলার সূত্রে গ্রেফতার হয়ে কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি মাওবাদী নেতা মধুসূদন মণ্ডল এবং তাঁর সঙ্গী আর এক ‘মাওবাদী’ বন্দি দেবপ্রসাদ দাসকে হলদিয়ার আট বছর আগের একটি মামলার সূত্রে বৃহস্পতিবার হাজির করা হয়েছিল তমলুকের জেলা দায়রা বিচারকের এজলাসে। ২০০৩-এর ২৭ ডিসেম্বর হলদিয়ার সিপিএম নেতা সুরেশ করণকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে এই দু’জনের বিরুদ্ধে। এ দিন বিচারক উদয়ন মুখোপাধ্যায় মামলাটি বিচারের জন্য হলদিয়ার ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারকের এজলাসে পাঠানোর নির্দেশ দেন। কড়া নিরাপত্তায় আদালতে হাজিরার সময়ে মধুসূদনের বুকে ঝোলানো ছিল মুম্বইয়ে সাংবাদিক জ্যোতির্ময় দে-র হত্যার প্রতিবাদে প্ল্যাকার্ড। রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে গান গাইতে গাইতে পুলিশের গাড়ি থেকে নেমে এজলাসে হাজির হন দুই বন্দি।
|
জেলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের পর্যালোচনা করতে বৈঠক হল পূর্ব মেদিনীপুরে। বুধবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসের সভাকক্ষে ডিস্ট্রিক্ট ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী-সহ জেলার সাংসদ, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। উন্নয়নমূলক কাজে প্রশাসনিক অসহযোগিতা ও টালবাহানার অভিযোগ তুলে বৈঠকে সরব হন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা। জেলা প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে পাল্টা পঞ্চায়েতগুলির দুর্বলতার প্রসঙ্গ তোলে। মনিটরিং কমিটির সভাপতি শিশিরবাবু উভয়পক্ষের মধ্যে সমন্বয় সাধন ও পরিকল্পনা দ্রুত রূপায়ণে জোর দেন।
|
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হল কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে। সর্বত্র বিদ্যুদয়ন, বিদ্যুতের দাম কমানোর জন্য সরকারি ভর্তুকি-সহ নানা দাবি ওঠে সম্মেলনে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে হরিপুর প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎপ্রকল্পের বিরোধিতা করা হয়। পরমাণু বিদ্যুৎপ্রকল্পের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে আলোচনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনার্জি স্টাডিসের প্রাক্তন অধিকর্তা সুজয় বসু, সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জিত বিশ্বাস, সহ-সভাপতি কুনাল বিশ্বাস প্রমুখ।
|
প্রথম বর্ষাতেই বানভাসি দুই মেদিনীপুরের ময়না, পাঁশকুড়া, দাসপুর, ঘাটালে গত কয়েক দিন ধরে ত্রাণসামগ্রী বিতরণ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। দু’টি ভ্রাম্যমাণ চিকিৎসাযানের মাধ্যমে চিকিৎসারও ব্যবস্থা করেছে সঙ্ঘ। ওষুধপত্রেরও ব্যবস্থা হয়েছে। বন্যার্তদের শুকনো খাবারচিড়ে, গুড়, দুধ, বিস্কুট এবং জলের পাউচ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সঙ্ঘের সহকারী সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ।
|
দুই মহিলাকে ফুঁসলিয়ে দিঘায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার দায়ে নন্দীগ্রামের রেয়াপাড়ার শিবশঙ্কর চক্রবর্তী ও নাড়ুগোপাল দাস নামে দুই যুবককে তিন বছর জেলের সাজা শোনাল কাঁথি আদালত। |