যখন মনে করা হচ্ছিল, চন্দ্রপলকে তুলে নেওয়ায় প্রথম ইনিংসে এগিয়ে যেতে পারবে ভারত, তখন আবার প্রতিরোধ গড়ে তোলেন স্যামুয়েলস এবং ড্যারেন স্যামি। অষ্টম উইকেটে ৪৩ রান যোগ করেন এই জুটি। স্যামিকে এলবিডব্লিউ করে টেস্টে একশো উইকেট পূরণ করা ইশান্ত ভারতের প্রথম ইনিংস ‘লিড’-এর আশা ফের জাগিয়ে তোলেন। কিন্তু স্যামুয়েলস তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একটা সময় যখন মাত্র ১২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তখন আবার বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়।
বৃষ্টির পর আবার খেলা শুরু হলে প্রথম ওভারেই বাকি দু’টো উইকেট তুলে নেন ইশান্ত। পর পর দু’বলে তিনি তুলে নেন রামপল আর ফিডেল এডওয়ার্ডসের উইকেট। স্যামুয়েলস অপরাজিত থেকে যান ৭৮ রানে। |