এগিয়ে দিলেন ইশান্ত
ভারত প্রথম ইনিংস: ২০১ ও ২০-০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯০
বৃষ্টিবিঘ্নিত বার্বেডোজ টেস্টে ভারতকে নাটকীয় ভাবে প্রথম ইনিংসে এগিয়ে দিলেন ইশান্ত শর্মা। টেস্টে একশো উইকেট পূরণ করার দিনে ইশান্ত জীবনের সেরা বোলিংও করলেন। ৫৫ রানে ছয় উইকেট নিয়ে তৃতীয় দিন দিল্লির পেসার দলকে এগিয়ে দিলেন ১১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন ওভার শেষে ভারত ২০-০।
গত দিনের অপরাজিত জুটি চন্দ্রপল ও স্যামুয়েলস মিলে এ দিন ক্রমে ব্যবধান কমিয়ে আনছিলেন ভারতের প্রথম ইনিংস স্কোরের সঙ্গে। লাঞ্চের ঠিক আগে ভারতকে স্বস্তি দেন অভিমন্যু মিঠুন। তাঁর অফ স্টাম্পের বাইরে পড়া বলে পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বল উইকেটে টেনে আনেন চন্দ্রপল (৩৭)। ষষ্ঠ উইকেটের জুটিতে চন্দ্রপল আর স্যামুয়েলস তোলেন অমূল্য ৬৭ রান।

যখন মনে করা হচ্ছিল, চন্দ্রপলকে তুলে নেওয়ায় প্রথম ইনিংসে এগিয়ে যেতে পারবে ভারত, তখন আবার প্রতিরোধ গড়ে তোলেন স্যামুয়েলস এবং ড্যারেন স্যামি। অষ্টম উইকেটে ৪৩ রান যোগ করেন এই জুটি। স্যামিকে এলবিডব্লিউ করে টেস্টে একশো উইকেট পূরণ করা ইশান্ত ভারতের প্রথম ইনিংস ‘লিড’-এর আশা ফের জাগিয়ে তোলেন। কিন্তু স্যামুয়েলস তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একটা সময় যখন মাত্র ১২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তখন আবার বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়।
বৃষ্টির পর আবার খেলা শুরু হলে প্রথম ওভারেই বাকি দু’টো উইকেট তুলে নেন ইশান্ত। পর পর দু’বলে তিনি তুলে নেন রামপল আর ফিডেল এডওয়ার্ডসের উইকেট। স্যামুয়েলস অপরাজিত থেকে যান ৭৮ রানে।

Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.