|
|
|
|
আজ কোপায় আর্জেন্তিনার ছকে চমক |
সংবাদসংস্থা • বুয়েনস আইরেস |
বলিভিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্তিনার কোচ সের্জিও বাতিস্তার ছকে চমক থাকতে পারে। মেসি- তেভেজের সঙ্গে ফরোয়ার্ড হিসাবে শুরু করতে পারেন এজেকিয়েল লাভেজ্জি। হিগুয়াইন, দি’মারিয়া, আগুয়েরোর মতো তারকাদের বসিয়ে নাপোলির লাভেজ্জির উপর আস্থা রাখতে পারেন বাতিস্তা। ১ জুলাই, ভারতীয় সময় শনিবার ভোরে মেসিদের কোপা যাত্রা শুরু।
নাপোলিতে চার বছর খেলছেন লাভেজ্জি। কিছু দিন আগে আলবেনিয়াকে ৪-০ হারানোর ম্যাচে গোল করেন। সেই ম্যাচে আগুয়েরোর আগে লাভেজ্জিকে নামানো হয়। মেসির ভূমিকা দাঁড়াচ্ছে রোভিং ফরোয়ার্ডের। যে ভাবে তিনি বার্সেলোনায় খেলেন। বাতিস্তা বলছেন, “আমাদের অবশ্যই জিততে হবে।” |
|
মেসি ও মারিয়ানো আন্দুজার। বৃহস্পতিবার ।-রয়টার্স |
১৯৯৩ সালে শেষ বার কোপা জেতা আর্জেন্তিনা একটু চাপেই থাকছে ঘরের মাঠে। তা ছাড়া দু’বছর আগে মারাদোনা কোচ থাকাকালীন বলিভিয়ার লা পাজে উচ্চতম স্টেডিয়ামে ১-৬ পর্যুদস্ত হয়েছিল আর্জেন্তিনা। ঘরের মাঠে সেই হারের বদলা নেওয়ারও একটা ব্যাপার থাকছে। অনুশীলনে বাতিস্তা যে ভাবে খেলালেন তাতে আর্জেন্তিনার সম্ভাব্য দল হতে পারে এ রকম: গোলে রোমেরো। চার ডিফেন্ডার জানেত্তি, মিলিতো, জাবালেতা, রোজো। মাঝমাঠে মাসচেরানো, কাম্বিয়াসো, বানেগা। ফরোয়ার্ড লাইনে মেসি, তেভেজ, লাভেজ্জি।
তবে সংগঠকদের গ্রুপ বেশ সহজ। অন্য দুটি দল কলম্বিয়া এবং কোস্টা রিকা। কনকাকাফ গ্রুপ থেকে আমন্ত্রিত কোস্টা রিকা আবার পাঠাচ্ছে অনূর্ধ্ব ২৩ দল। কলম্বিয়া দলটি ঘিরে লাতিন আমেরিকায় এ বার প্রত্যাশা অনেক। কী করবে ব্রাজিল? ৩ জুলাই তাদের প্রথম ম্যাচ। কাকা-রোনাল্ডিনহোর অভাব নেইমার-গানসোরা ঢেকে দিতে পারেন কি না, এই প্রশ্নে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা। ব্রাজিল থেকে বাদ পড়া রোনাল্ডিনহো অবশ্য স্থানীয় ম্যাচে বুধবারও ফ্ল্যামেঙ্গোর হয়ে দুটি গোল করলেন। |
|
|
|
|
|