|
|
|
|
কাল ইংল্যান্ড সফরের টেস্ট দল |
এগিয়ে রোহিত, ওপেনার সমস্যায় আক্রান্ত এক নম্বররা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টেস্ট দলে জায়গা ধরে রাখার জন্য বিরাট কোহলির হাতে থাকছে আর মাত্র একটা দিন। আগামিকাল, শনিবার ইংল্যান্ড সফরের চার টেস্টের জন্য দল নির্বাচন। বৃহস্পতিবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট দলে ঢুকে পড়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজে এক দিনের সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন রোহিত। পাঁচ ম্যাচে ২৫৭। তিনটে হাফ সেঞ্চুরি-সহ গড় ১২৮.৫০। সেখানে চলতি টেস্ট সিরিজে বার্বেডোজ টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত কোহলির সংগ্রহ তিন ইনিংসে মাত্র ১৯। সর্বোচ্চ ১৫। শুক্রবারের মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণ কিছু করতে না পারলে কোহলির সম্ভাবনা আরও কমবে। তবে জাতীয় নির্বাচকদের সবথেকে সমস্যায় ফেলেছে ওপেনার নির্বাচন। ইংল্যান্ডের সিমিং উইকেটেও তৃতীয় ওপেনার দেখা যাচ্ছে না শুধুমাত্র এই কারণে যে, সারা দেশে তিন জন যোগ্য ওপেনার খুঁজেই পাওয়া যাচ্ছে না। মুরলী বিজয় ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ হলেও তাঁকে রেখে দিতে হচ্ছে গম্ভীরের সঙ্গী হিসেবে। পরিস্থিতি এমন যে, কারও কারও মুখে এমনকী ওয়াসিম জাফরের নাম চলে আসছে!
বৃহস্পতিবার রাত পর্যন্ত নির্বাচকদের কাছে যা মেডিক্যাল বুলেটিন পৌঁছেছে তাতে চার তারকা প্লেয়ার ইংল্যান্ড সফরের জন্য সম্পূর্ণ ফিট। সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ এবং জাহির খান। দিল্লিতে এ দিন ফোন করে জানা গেল, ঘনিষ্ঠমহলে সহবাগ জানিয়েছেন, প্রথম দু’টো টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। খুব চেষ্টা করছেন যদি তৃতীয় টেস্ট থেকে অন্তত ঢুকতে পারেন। নির্বাচকেরা এই আলোর রেখা এখনও দেখতে পাননি। তাঁরা মনে করছেন, সহবাগ খুব দ্রুত কামব্যাক করতে পারলেও সেটা ওয়ান ডে সিরিজের আগে নয়। বেঙ্গালুরু থেকে আবার খবর, শ্রীসন্থ ইংল্যান্ড যাচ্ছেন কনুইয়ের চোট দেখাতে। তবে টেস্ট সিরিজ খেলতে যেতে পারবেন না এমন কোনও খবর এখন পর্যন্ত নেই। কোনও কারণে যদি শ্রীসন্থ না যেতে পারেন, তা হলে ওয়েস্ট ইন্ডিজে ভাল বোলিং করা প্রবীণ কুমারের জন্য দরজা খুলবে।
ওয়েস্ট ইন্ডিজে এখন যে টেস্ট দল খেলছে তার থেকে তিন জন বাদ যাচ্ছেনই। অভিনব মুকুন্দ, সুব্রহ্মণ্যম বদ্রিনাথ এবং অভিমন্যু মিঠুন। চেতেশ্বর পূজারাকে নিয়ে নির্বাচকেরা খুব উৎসাহিত ছিলেন। কিন্তু তাঁকেও পিছিয়ে পড়া লাগছে রোহিত শর্মার পাশে। পূজারার চোট পুরোপুরি সেরেছে বলেও কোনও খবর নেই।
সভায় তুল্যমূল্য লড়াই হতে যাচ্ছে দ্বিতীয় স্পিনার নিয়ে। নির্বাচকদের বরাবরের পছন্দ অমিত মিশ্র। তাঁরা কেউ কেউ বেশ ক্ষুব্ধ যে ওয়ান ডে সিরিজে এত ভাল বোলিং করার পরেও দিল্লির লেগস্পিনারকে চলতি টেস্ট সিরিজে তেমন ভাবে কাজে লাগানো হল না। প্রজ্ঞান ওঝার বাঁ হাতি স্পিনকেও হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে মোটামুটি নিশ্চিত পার্থিব পটেল। চতুর্থ পেসার হওয়ার লড়াই মুনাফ পটেল এবং প্রবীণের মধ্যে।
|
ষোলো জনের সম্ভাব্য দল ওপেনার: গম্ভীর, বিজয়। মিডল-অর্ডার: দ্রাবিড়, তেন্ডুলকর, লক্ষ্মণ, যুবরাজ, রায়না, রোহিত/কোহলি। উইকেটকিপার: ধোনি, পার্থিব। পেসার: জাহির, ইশান্ত, শ্রীসন্থ/মুনাফ/প্রবীণ (শেষ তিন জনের মধ্যে যে কোনও দু’জন)। স্পিনার: হরভজন, অমিত/প্রজ্ঞান। |
|
|
|
|
|