|
|
|
|
|
শারাপোভার শৌর্য থামাল ‘নতুন’ স্টেফিকে
সংবাদসংস্থা • লন্ডন |
|
অবশেষে সাত বছর পরে উইম্বলডন ফাইনালে মারিয়া শারাপোভা। সেই ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে জিতে সাড়া ফেলা দেওয়া শারাপোভা ফের সেন্টার কোর্টে নামবেন আগামী শনিবার এবং অবশ্যই ফেভারিট হিসেবে। |
|
ফাইনালে ওঠার রাস্তায় কোনওরকম কাঁটাই সামনে আসতে দেননি টেনিসের গ্ল্যামারকুইন, ফাইনালে ওঠার পথে একটা সেটও হারাননি। আজও তাঁর সামনে ৮৮ মিনিটে ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটে উড়ে গেলেন জার্মানির মেয়ে সাবিনা লিসিকি। যাঁকে জার্মান প্রচারমাধ্যম ‘নতুন স্টেফি’ নামে ডাকছিল। ‘নতুন স্টেফি’ কিন্তু সে ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পঞ্চম বাছাই শারাপোভার সামনে। কোনও সন্দেহ নেই, এ বারের উইম্বলডনে সেরা টেনিস বের করে আনছেন ২৪ বছরের রুশ সুন্দরী।
শারাপোভার শৌর্যের সামনেই থামতে হল জার্মান তরুণীকে। কিন্তু ফাইনালে কী হবে? সেখানে শারাপোভার প্রতিদ্বন্দ্বী এ বারের উইম্বলডনে নতুন তারা চেক মেয়ে আট নম্বর বাছাই প্রেত্রা কিতোভা। ২১ বছরের বাঁ হাতি এ বার উইম্বলডনে বারবার চোখ টেনেছেন বিশেষজ্ঞদের। সেমিফাইনালে হারালেন বেলারুশের মেয়ে চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কোকে। তিন সেটের লড়াই হলে কী হবে, কিতোভার টেনিসে ছিল অনেক বেশি পরিণতির ছাপ। ফল কিতোভার পক্ষে ৬-১, ৩-৬, ৬-২। |
|
|
|
|
|