টুকরো খবর |
|
যানজট রুখতে অভিযান আজ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
শহরকে যানজটমুক্ত করতে কাটোয়ায় আজ, শুক্রবার থেকে অভিযানে নামবে প্রশাসন। মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বৃহস্পতিবার জানান, শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশ ও পুর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিযান হবে। মাসখানেক আগে মহকুমাশাসকের দফতরে কাটোয়া শহরের যানজট নিয়ে একটি বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন ব্যবসায়ীদের দু’টি সংগঠনের প্রতিনিধিও। ঠিক হয়েছিল, ১ জুলাই থেকে কাটোয়া শহরের ভিতরে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারী যান শহরে ঢুকতে পারবে না। দোকানের সামনে কোনও মালপত্র রাখতে দেওয়া হবে না। কাটোয়া পুরসভার তরফে কয়েক জন যুবক বাস চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশকে সাহায্য করবে। এসডিপিও (কাটোয়া) জ্যোতির্ময় রায় বলেন, “প্রথম দু’তিন দিন আমরা পর্যবেক্ষণ করব। তার পরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এই অভিযানের পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ করতেও প্রচার চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
জল ছাড়ছে মাইথন, পাঞ্চেত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জল ছাড়ার পরিমাণ অপরিবর্তিতই রাখল ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার। মাইথন ৯ ও পাঞ্চেত ২৬ হাজার কিউসেক জল ছাড়ছে। তার জেরে দুর্গাপুর ব্যারাজ থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। সেচ দফতর সূত্রে বৃহস্পতিবার বিকেলে এ খবর জানানো হয়েছে। এ দিকে, মাইথনে জলের উচ্চতা এ দিন আগের থেকে নামলেও পাঞ্চেতে তা সামান্য হলেও বেড়েছে। বুধবার মাইথনে ৪৭২.৮১ ফুট ছিল জলের উচ্চতা আর পাঞ্চেতে ছিল ৪১০.১৯ ফুট। এ দিন মাইথন ও পাঞ্চেতে জলের উচ্চতা রয়েছে যথাক্রমে ৪৭২.৪৫ ও ৪১০.৩৫।
|
প্রার্থী দিল না সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
স্কুলের পরিচালন সমিতির ভোটে মনোনয়ন জমা দিতে পারল না সিপিএম। কাটোয়ার রাজুয়া-চুড়পুনি বিদ্যাপীঠে বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৬টি আসনের জন্য শুধু কংগ্রেস সমর্থিত ৭ জন প্রার্থী মনোনয়ন দেন। কংগ্রেস সূত্রে জানানো হয়, পরে এক জন মনোনয়ন তুলে নেবেন। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ বালা বলেন, “একটি সংগঠনের তরফে সাত জন মনোনয়ন জমা দিয়েছেন।” অন্য দিকে, কেতুগ্রামের গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরেও সিপিএম পরিচালন সমিতি নির্বাচনে প্রার্থী দেয়নি। সেখানে তৃণমূল ও কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে। |
|