|
|
|
|
স্কুলে হামলা, অভিযুক্ত গৃহশিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অভিযোগ, স্কুলের সময়ের মধ্যেই গৃহশিক্ষকতা করেন তিনি। পড়ুয়ারা তাই নিয়মিত স্কুলেই আসে না। সেই সব পড়ুয়াদের চিহ্নিত করে নিয়মিত স্কুলে আসার জন্য বাধ্য করেন স্কুলের বাংলার শিক্ষক বিকাশ দাস। এর পরে দাঁইহাটের চরপাতাইহাট স্কুলের ভিতরে ঢুকে বৃহস্পতিবার দুপুরে হামলা চালাল এক দল দুষ্কৃতী।
এই ঘটনার পিছনে কাটোয়ার পানুহাট বাজারের বাসিন্দা ও পেশায় গৃহশিক্ষক কার্তিক ভদ্র-র হাত রয়েছে বলে স্কুলের শিক্ষকদের অভিযোগ। সন্ধ্যায় কাটোয়া থানায় কার্তিকবাবুর নামে লিখিত অভিযোগ করা হয়েছে।
চরপাতাইহাট স্কুলের স্টাফ কাউন্সিলের সম্পাদক সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কার্তিক ভদ্রই পানুহাট থেকে লোকজন নিয়ে এসে স্কুলে হামলা চালায়। বিকাশবাবুকে মারধর করার চেষ্টাও করে তারা। ভাঙচুর করা হয় পড়ুয়াদের সাইকেলও।”
স্কুলের শিক্ষক তথা সিপিএমের কাউন্সিলর বিদ্যুৎ ভক্ত বলেন, “স্থানীয় বাসিন্দারা বেরিয়ে না এলে স্কুলের সম্পত্তি রক্ষা করা কঠিন হয়ে পড়ত।”
অভিভাবক নারায়ণ বিশ্বাস, সুবোধ বিশ্বাস, মহাদেব মণ্ডল জানান, যেখানে স্কুলের শিক্ষকেরা পড়ুয়াদের নিয়মিত স্কুলে আসার জন্য বলছেন সেখানে গৃহশিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ খুবই উদ্বেগজনক। অভিযুক্ত কার্তিকবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই স্কুলের শিক্ষকেরা আমার নামে দুর্নাম করছিল। আমার ছাত্রদের সঙ্গে আমি আজ স্কুলে গিয়েছিলাম, এটা ঠিক। কিন্তু হামলার ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই।”
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|