|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি আগে শুধু মেয়েদের স্কুলে পড়তাম। এখন কো-এড স্কুলে ভর্তি হয়েছি। স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়, তাই আমার কোনও বন্ধু হয়নি। কী করলে তাদের মতো হতে পারব?
রাখি সেন। ষষ্ঠ শ্রেণি, সাউথ পয়েন্ট হাই স্কুল
রাখি, স্কুলের পরিবর্তন একটা বড় পরিবর্তন আর শুধু ছেলে বা শুধু মেয়েদের স্কুল থেকে কেউ যদি কো-এডুকেশনাল স্কুলে পড়তে আসে, তাদের প্রথম প্রথম বন্ধুত্ব করতে খুবই অসুবিধে হয়। তবে এক জন-দু’জন নিশ্চয় আছে, যাদের সঙ্গে তোমার মানসিকতায় মোটামুটি মিল আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। নিজেকে একটু সময় দাও। ধীরে ধীরে তুমি তোমার ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গেও বন্ধুত্ব করতে পারবে। তোমাকে নিজেকে বিশেষ কিছু করতে হবে না, শুধু তোমার পুরনো ধ্যানধারণাকে আঁকড়ে থেকো না। যদি ভুল বলে বুঝতে পার, তা হলে সংশোধন করে নিয়ো।
|
|
আমি সকাল-বিকেল-সন্ধ্যায় যখনই পড়তে বসি না কেন, আগে টিফিন করে নিই। কিন্তু কিছুক্ষণ পড়ার পর আবার খিদে লাগে। পড়তে পারি না। কী ভাবে এটা কাটিয়ে উঠব?
মিলন শীট। ষষ্ঠ শ্রেণি, কাণ্ডপশরা দেশপ্রাণ হাইস্কুল, পূর্ব মেদিনীপুর
|
|
মিলন, তোমার যদি আবার খিদে পায়, তা হলে আরও কিছু খেয়ে নাও না কেন? এখন তোমাদের বেড়ে ওঠার বয়স এবং খিদে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এমন কিছু খাও, যা পেটে খানিকক্ষণ থাকবে, যেমন রুটি বা পরোটা। পেট ভরে খেয়ে, তার পরে পড়তে বসো। তা হলে আর এই অসুবিধে হবে না।
|
আমি রোজ সকাল সাতটায় পড়তে যাই। তার পর এসে স্কুলে যাই। স্কুল থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ি। ফলে সন্ধেবেলায় পড়তে বসলে ভীষণ ঘুম পেয়ে যায়, তাই বাড়িতে আমায় বকাবকি করেন। কী করব?
শামিম সরকার। তৃতীয় শ্রেণি, বুলবুলিতলা শিশু নিকেতন |
|
|
শামিম, এটা স্পষ্ট যে তোমার যতটা ঘুমের প্রয়োজন, ততটা ঘুমের সময় তুমি পাচ্ছ না। উপযুক্ত পরিমাণ ঘুম তোমাদের বয়সি ছেলেমেয়েদের জন্য খুব প্রয়োজন। মাকে বলো, স্কুল থেকে ফিরে, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে, তার পর পড়তে বসবে। মনে রেখো, ঠিক ঠিক পরিমাণে ঘুম না হলে, তোমার মস্তিষ্কও ঠিক মতো কাজ করবে না এবং পড়াশোনা করতে বসলেও তোমার মস্তিষ্ক তা গ্রহণ করতে পারবে না। |
|
খামে ভরো মুশকিল |
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
|
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|