টুকরো খবর
ফের স্যামসাং-এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অ্যাপল
এ বার দক্ষিণ কোরিয়ার আদালতে স্যামসাং-এর বিরুদ্ধে আই ফোন এবং আই-প্যাডের বিভিন্ন বৈশিষ্ট্য নকল করার অভিযোগে মামলা করল অ্যাপল। এর আগে স্টিভ জোবসের সংস্থাটি একই অভিযোগে মার্কিন আদালতে মামলা করেছিল। যার প্রতিবাদে প্রযুক্তি চুরির অভিযোগ জানিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান এবং জার্মানির আদালতে মামলা করে স্যামসাং। জবাবে শুক্রবার নতুন করে এই মামলা করল অ্যাপল। এর আগে সংস্থা দু’টির পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কের কথা মাথায় রেখে তাদের আদালতের বাইরেই রফা করে নিতে বলেছিল মার্কিন আদালত। সেই নির্দেশ মেনে দুই সংস্থার কর্তারাই কথা চালাচ্ছেন বলে গত সপ্তাহেই আদালতে জানান অ্যাপলের আইনজীবী। বিশ্ব জুড়ে স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজার দখলের লড়াই জোরদার হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিন সংস্থার মধ্যে। যেমন, অ্যাপলের আই-প্যাড বা আই ফোনের বাজার ধরতে ইতিমধ্যেই অ্যানড্রয়েড প্রযুক্তির ‘গ্যালাক্সি’ মডেলের ট্যাবলেট কম্পিউটার ও স্মার্ট ফোন এনেছে স্যামসাং। সেগুলির প্রযুক্তি নিয়েই এই সমস্ত মামলা চলছে সংস্থা দু’টির মধ্যে।

আবার শেয়ার ছাড়ার ইঙ্গিত ওএনজিসির
বেদান্ত রিসোর্সেস-কে কেয়ার্ন ইন্ডিয়ার মালিকানা বিক্রি নিয়ে কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই ফের বাজারে শেয়ার ছাড়তে পারে ওএনজিসি। ৫% শেয়ার ছেড়ে ১১,৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা তেল সংস্থাটির। রাজস্থান তেল ক্ষেত্র থেকে রয়্যালটি পাওয়া নিয়ে ওএনজিসি-র সঙ্গে মতবিরোধ চলছে কেয়ার্ন, বেদান্তর। এই অবস্থায় আগামী সপ্তাহেই কেয়ার্ন-বেদান্ত চুক্তি নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সেখানেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পরিকাঠামোর জন্য
ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান কিংবা ট্রাস্ট হিসেবে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড’ গড়া যাবে বলে জানাল কেন্দ্র। পরিকাঠামো ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে অর্থ জোগানোই হবে যার লক্ষ্য। প্রথম ক্ষেত্রে যে কোনও ব্যাঙ্ক বা ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান এই ফান্ড গড়তে পারবে। যার ন্যূনতম লগ্নি হতে হবে ১৫০ কোটি টাকা। সে ক্ষেত্রে নিয়ন্ত্রক হবে আরবিআই। ট্রাস্ট (মিউচুয়াল ফান্ড) হিসাবে ফান্ড গঠন করলে নিয়ন্ত্রক হবে সেবি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুকেশ অম্বানীর
কয়েক দিন আগে এক খসড়া রিপোর্টে তাঁর নিয়ন্ত্রণাধীন সংস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তার পরেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানী। মুকেশের সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ পেট্রোলিয়াম মন্ত্রকের কাছ থেকে অন্যায় সুযোগ সুবিধা পেয়েছে বলে খসড়া রিপোর্টে জানিয়েছে সিএজি। ওই রিপোর্টের কপি চেয়ে পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি দিয়েছিল রিলায়্যান্স। পরে রিপোর্টের প্রয়োজনীয় অংশ ওই সংস্থাকে পাঠিয়েছে মন্ত্রক।

ডিজাইনার পোশাক
বিয়ের মরসুমে নতুন নকশার পোশাকের সম্ভার ‘দি ফাইনাল কাউন্টডাউন’ আনলেন ডিজাইনার কবিতা তুলসিয়ান। এতে মিলবে ভারতীয় নকশার সালওয়ার-সহ বিভিন্ন পোশাক।

নতুন জিন্স
ফ্যাশনের জগতে পা রাখল ডলার ক্লাব। আনল জিন্স-এর ব্র্যান্ড ‘ফোর্স’। তরুণদের জন্য এই জিন্সগুলি প্রথমে পূর্ব ভারতের বাজারেই আনছে সংস্থা।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.