সিপিএমের প্রধানকে অপসারিত করতে আস্থা ভোটে তাঁর বিরুদ্ধেই ভোট দিলেন বামফ্রন্টের দুই পঞ্চায়েত সদস্য। শুক্রবার কেতুগ্রাম-২ ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতে ভোটাভুটিতে পরাজিত হন সিপিএম প্রধান নীলরতন হালদার। এক সপ্তাহ পরে নতুন প্রধান নির্বাচন করা হবে বলে স্থানীয় বিডিও হেমন্ত ঘোষ জানিয়েছেন। গত ১৫ জুন মৌগ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের পাঁচ সদস্য সিপিএম প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ আনেন। অনাস্থা প্রস্তাব এনে কেতুগ্রাম-২ বিডিওকে চিঠি দেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক। এ দিন সকাল থেকেই কল্যাণপুরে মৌগ্রাম পঞ্চায়েতের অফিস ঘিরে ছিল পুলিশ ও র্যাফ। ওই পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ৮টি সিপিএমের ও ৫টি কংগ্রেসের দখলে রয়েছে। কংগ্রেসের ৫ জন ছাড়াও নতুনগ্রামের সিপিএম সদস্য হাসিবুল শেখ এবং চরসুজাপুরের আরএসপি সদস্য বজলুর রহমান প্রধানের বিরুদ্ধে ভোট দেন। সিপিএমের অন্য সদস্যেরা অবশ্য সভায় উপস্থিত ছিলেন না। কেতুগ্রাম-২ ব্লক কংগ্রেস সভাপতি অরবিন্দ সেন বলেন, “ওই পঞ্চায়েত নিয়ে দীর্ঘদিন আমাদের অভিযোগ ছিল। সিপিএমের পঞ্চায়েত প্রধান যে দুর্নীতিগ্রস্ত তা বাম সদস্যেরাও বুঝতে পেরেছেন। আজকের ঘটনা সেটাই প্রমাণ করল।” সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল কমিটির সদস্য মৃণালকান্তি সিংহ অবশ্য বলেন, “কী কারণে দুই পঞ্চায়েত সদস্য কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন, বুঝতে পারছি না। খতিয়ে দেখা হবে।”
|
১০ জুলাই নয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বাঁধ রক্ষার কাজ শুরু করবে সেচ দফতর। শুক্রবার সন্ধ্যায় সেচ দফতরের দামোদর ক্যানাল ডিভিশনের বর্ধমান সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অশোক ভট্টাচার্য বলেন, “দাঁইহাট বাঁধের যা পরিস্থিতি তাতে জরুরি ভিত্তিতে কাজ করা প্রয়োজন। তাই ৪৮ ঘণ্টার মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে।” সেচ দফতর সূত্রে জানা যায়, শুক্রবার এক ঠিকাদার গোষ্ঠী দাঁইহাটের বাঁধের পরিস্থিতি দেখে যান। রবিবার থেকে তারা বাঁশের খাঁচা তৈরি করে ভাগীরথীতে ফেলে বাঁধ রক্ষার কাজ করবে। বাঁধের ৬০০ মিটার জুড়ে বাঁশের খাঁচার ভিতর বোল্ডার দিয়ে ফেলা হবে। ১৩০০ খাঁচা ফেলা হবে। বৃহস্পতিবার দাঁইহাটের বাঁধের পরিস্থিতি পরিদর্শন করেন অশোকবাবু-সহ সেচ কর্তারা। সেখানে সেচ কর্তারা জানিয়েছিলেন, ১০ জুলাইয়ের আগে কাজ শুরু করা সম্ভব নয়। এই কথা শুনে দাঁইহাটের কংগ্রেস পুরপ্রধান সন্তোষ দাস জরুরি ভিত্তিতে কাজ করার জন্য অশোকবাবুর কাছে আবেদন করেন। এর আগে ওই বাঁধরক্ষার জন্য সেচমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ওই আবেদনের ভিত্তিতে অশোকবাবু সেচ দফতরের উচ্চ পর্যায়ে কথা বলেন। তার পরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাজ শুরুর নির্দেশ দেন। সেচ দফতরের শঙ্কা, ওই বাঁধের গায়ে থাকা বোল্ডার খুলে ভাগীরধীর জল ঢুকে পড়ছে। কয়েকদিন জল বাড়ার পরে এখন কমের দিকে। এই অবস্থায় যে কোনও সময় বাঁধ ধসে যেতে পারে। সেই কারণেই সেচ দফতর এই সিদ্ধান্ত নিল।
|
চোলাই বিক্রির প্রতিবাদে সরব হলেন কালনা-২ ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের সাত জন মহিলা। শুক্রবার দুপুরে কালনার মহকুমাশাসক সুমিতা বাগচির সঙ্গে দেখা করে শতপটি এলাকার ওই বাসিন্দারা বেআইনি মদের ব্যবসা বন্ধ করার আবেদন জানান। তাঁদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা অবৈধ মদের ব্যবসা চালাচ্ছে নিজেদের বাড়িতেই। প্রতি দিনই গভীর রাত পর্যন্ত চলে বেআইনি মদের বিকিকিনি। এর জেরে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এ দিন ওই মহিলারা এলাকার বেআইনি মদ ব্যবসায়ীদের নামও প্রশাসনকে জানান। ওই দলের আরাধনা বিশ্বাস বলেন, “আগে এলাকায় এক বার ভাঙচুর চালানো হয়। তাতেও এই রমরমা কারবার বন্ধ করা যায়নি। আশা করছি মহকুমাশাসককে জানানোর পরে সমস্যার সমাধান হবে।”
|
রাঁধুনিরা মিড-ডে মিলের চাল চুরি করে নিয়ে যাচ্ছেন, এই অভিযোগে প্রায় তিন ঘণ্টা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার দুপুরে কাটোয়া ২ ব্লকের লোহাপোতা গ্রামের প্রাথমিক স্কুলের ঘটনা। শেষ পর্যন্ত স্থানীয় বিডিও নির্মল দাসের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা। রাঁধুনিদের বিরুদ্ধে গ্রামবাসীদের লিখিত অভিযোগ করতে বলেন নির্মলবাবু। অভিযোগ পেলে তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। |