টুকরো খবর

কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের কনভেনশন আসানসোলে
কয়লা খনি বেসরকারিকরণের বিরোধিতা ও খনি শ্রমিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার দাবিতে শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে পাঁচটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে একটি কনভেনশনের আয়োজন করা হয়। কয়েক হাজার শ্রমিক কর্মী যোগ দেন। ইসিএল কর্তৃপক্ষকে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আইএনটিইউসি’র সর্বভারতীয় সম্পাদক প্রভাত গোস্বামী দাবি তোলেন অবিলম্বে খনি শ্রমিকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। তাঁদের মজুরি পুর্নবিন্যাস করতে হবে। সিআইটিইউ-র রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীর অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ লাভজনক খনিগুলিকে বেসরকারিকরণের রাস্তায় নিয়ে যাচ্ছে। শ্রমিক কর্মীরা বাধা দিতে গিয়ে পুলিশ ও শিল্প নিরাপত্তা বাহিনীর হাতে মার খাচ্ছেন। সিটু-র পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ করা হয়। ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সম্পাদক জয়নাথ চৌবের অভিযোগ, “ইসিএল কর্তৃপক্ষ শ্রমিক কর্মীদের খনিতে কাজ করার নিরাপত্তাও দিচ্ছে না। উল্টে বেসরকারিকরণের রাস্তায় হেঁটে মুনাফা করতে চাইছে।” কনভেনশনে উপস্থিত আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী ও এআইটিইউসি নেতা তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র সিংহ যৌথভাবে জানান, ২৮ জুন রাঁচিতে একটি কনভেনশনের আয়োজন করে তাঁরা ধর্মঘটের দিনক্ষণ ঠিক করবেন।

দুর্ঘটনায় জখম, তবু কনে হাজির বিয়ের আসরে
বিয়ে করতে যাওয়ার সময়ে বাস উল্টে জখম হন পাত্রী। আসানসোল হাসপাতালে ভর্তি হয়েও পরে মন্দিরে গিয়ে বিয়ে করলেন জখম সুনীতা শর্মা। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে ৪৫ জন কনেযাত্রী-সহ বাসটি উল্টে যায়। জখম হন কনে-সহ ৫ জন। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পাত্রী সুনীতা শর্মাকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিয়ের জন্য ঘাঘরবুড়ি মন্দিরে নিয়ে যান তাঁর বাড়ির লোকজন। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শ্যামল সান্যাল জানান, ঘণ্টা দু’য়েকের মধ্যে ফের হাসপাতালে নিয়ে আসতে হবে, এই শর্তে সুনীতাকে ছাড়া হয়। কিন্তু তাঁর পরিবারের লোকজন তাঁকে আর নিয়ে আসেননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন অন্ডালের বাসিন্দা বিশ্বনাথ শর্মার সঙ্গে বহুলার সুনীতা শর্মার বিয়ে হওয়ার কথা ছিল আসানসোলের ঘাঘরবুড়ির মন্দিরে। সুনীতার বান্ধবী সুমন কুমারী জানান, চাঁদা মোড়ের কাছে বাসটি সামনের একটি লরিতে ধাক্কা মারে। ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুনীতার দাদা বিশ্বনাথ শর্মা জানান, সুপারের সঙ্গে কথা বলে তাঁরা বোনকে মন্দিরে নিয়ে যান। বিয়ের পরে পাত্রপক্ষের লোকজন জানান, অন্ডালে নিয়ে গিয়ে সুনীতার চিকিৎসা করানো হবে। তাই আসানসোল হাসপাতালে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। জখম ৪ জন আসানসোলে ভর্তি। বাসের চালক পলাতক।

ত্রিপল বণ্টনে ‘অনিয়ম’ নিয়ে বিক্ষোভ
ত্রিপল বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার তিরাট গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা লাগিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান কাউকে কিছু না জানিয়ে মজুত করা ত্রিপলের কয়েকটি বিলি করে দিয়েছেন। এর পর কংগ্রেসের ব্লক সভাপতি অনল মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তালা খুলে দেওয়া হয়। মহকুমাশাসক সন্দীপ দত্ত বলেন, “ত্রিপল বিলি নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছি। প্রধানকে জানিয়েছ, আবেদনকারীদের বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার পরে ত্রিপল বিলি করতে হবে।” প্রধান গীতা নুনিয়া এ বিষয়ে কিছু বলতে চাননি। অন্য দিকে, দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাটের ৫০৪ টি পরিবারকে জেএনএনইউআরএম এর বিএসইউপি প্রকল্পে বাড়ি তৈরির জন্য সরে যেতে হয়েছে। সম্প্রতি টানা বর্ষণে পুরসভা থেকে ত্রিপল পাঠিয়ে পরিস্থিতির সুরাহা করার চেষ্টা করা হয়। অভিযোগ, সব পরিবারের হাতে ত্রিপল পৌঁছয়নি। এর প্রতিবাদে বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর অরুণ সরকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। আগামী ২৯ জুন বাসিন্দাদের হাতে বিএসইউপি প্রকল্পের বাড়ি তুলে দেওয়া হবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।

বণিকসভার সম্মেলন
শুক্রবার দুর্গাপুরে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সম্মেলন হল। বণিক সভার প্রতিনিধিরা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পপতি, বেসরকারি সংস্থার আধিকারিক ও শিক্ষাবিদেরা। শিল্পসংস্থাগুলি মাঝে মাঝেই অভিযোগ তোলে, এখনকার অনেক পাঠ্যক্রমই শিল্প সংস্থার চাহিদা পূরণ করতে পারে না। ফলে সদ্য কাজে যোগ দেওয়া তরুণদের নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। সম্মেলনে উপস্থিত শিল্পপতিরা এই প্রসঙ্গটি উত্থাপন করেন। বিষয়টি মেনে নিয়েও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত পাল জানান, সে ভাবে সমস্ত ধরনের শিল্পের উপযুক্ত পাঠ্যক্রম বানানো কার্যত অসম্ভব। অন্য দিকে, সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী মুখোপাধ্যায় পুরুলিয়ার তসর, গালা শিল্পের উন্নতির জন্য উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানান। আলোচনাসভায় বক্তব্য পেশ করেন ডিপিএলের ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক মজুমদার, আইআইএম কলকাতার প্রাক্তন অধিকর্তা সুবীর চৌধুরী, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুজিত বসু প্রমুখ।

বধূর ঝুলন্ত দেহ
এক বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর (লাউদোহা) থানার নাচন গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম পায়েল ঘটক (১৮)। বছর খানেক আগে নাচনের সোমনাথ ঘটকের সঙ্গে বিয়ে হয় পারুলিয়ার পায়েলদেবীর। তাঁর জ্যাঠা নিতাই বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পায়েলের উপরে নির্যাতন করত। পুলিশের কাছে শ্বশুরবাড়ির ছ’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ সোমনাথ ও তার দাদা রবিন ঘটককে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

বিদ্যুৎ-বিভ্রাট, বিক্ষোভ
সামান্য বৃষ্টি হতেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ বিদ্যুৎ চলে যায় দাঁইহাট শহরে। প্রায় ১২ ঘণ্টা পরে শুক্রবার সকালে বিদ্যুৎ আসে। এ দিন বেলা সাড়ে ১০টা নাগাদ দাঁইহাটের যুব কংগ্রেস রাজ্য বিদ্যুৎ বণ্টন বিভাগের দাঁইহাটের স্টেশন সুপারের ঘরের সামনে প্রায় ৫ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাঁইহাটের যুব কংগ্রেস নেতা তথা কাউন্সিলর সুদীপ্ত রায় বলেন, “বিদ্যুৎ-বিভ্রাট দাঁইহাট শহরের একটি বড় সমস্যা। পুরসভার পক্ষেও পানীয় জল সরবরাহ করতে অসুবিধা হচ্ছে।” ঘটনাস্থলে যান কাটোয়া ২ বিডিও নির্মল দাস ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কাটোয়া বিভাগের বাস্তুকার তাপস বিশ্বাস। তাপসবাবু সাত দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবার উন্নতির লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তাপসবাবুর কথায়, “আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নিয়েছেন।”

আবর্জনা পরিষ্কারের দাবি জামুড়িয়ায়
আবর্জনা পরিষ্কার করা-সহ একাধিক দাবির ভিত্তিতে শ্রীপুর কোলিয়ারির কার্যালয়ে শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও খনি কর্মীরা। কোলিয়ারির এজেন্টের হাতে দাবিপত্রও তুলে দেওয়া হয়। তৃণমূল নেতা বিকাশ নুনিয়া জানান, এলাকার একটি নর্দমা দীর্ঘদিন পরিষ্কার হয় না। নিঘা-শ্রীপুর এলাকা জুড়ে বিদ্যুতের খুঁটিও বেহাল। কর্মী আবাসন সংস্কার হয়নি। কোলিয়ারির এজেন্ট শ্রীরাম ভারতী জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সুপার ডিভিশন ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হবে আগামী ২৯ জুন। এ দিন গ্যামন ব্রিজ মাঠে আমরা ক’জন বয়েজ ক্লাব ও ফ্রেন্ডস রেজিমেন্ট পরস্পরের মুখোমুখি হবে। এবার লিগে মোট ১৬ টি দল যোগ দিচ্ছে বলে জানিয়েছে ক্রীড়া সংস্থা। দু’টি গ্রুপে ভাগ করে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। গ্যামন ব্রিজ মাঠ ছাড়াও ম্যাচ অনুষ্ঠিত হবে এমএএমসি মাঠ ও নেহরু স্টেডিয়ামে।

স্মৃতি ফুটবল
ভরতী সঙ্ঘ আয়োজিত চণ্ডী বন্দ্যোপাধ্যায় ও ঊষা সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ী হল বার্নপুর বয়েজ। আমবাগান তারকাঁটা মাঠে তারা রাঙাপাড়া সবুজ সঙ্ঘকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দেয়। খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের দীপ দাস।
Previous Story Bardhaman Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.