ব্লক প্রশাসন থেকে স্কুলে মিড ডে মিল বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও প্রধান শিক্ষক প্রতি মাসে এক কুইন্টাল করে চাল রেশন ডিলারের কাছ থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কালচিনি ব্লকের গদাধর ফরেস্ট ভিলেজ প্রাথমিক স্কুলে। এমনকী, স্কুলে ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত যত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সেই হিসাব দেখিয়ে ওই চাল তোলা হয়েছে বলে অভিযোগ। কেন সরকারি নির্দেশ লঙ্ঘন করে প্রধান শিক্ষক কাজলকান্তি ঘোষ ওই চাল তুলেছেন তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা ছাড়াও তাঁর জুন মাসের বেতন বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। কালচিনির বিডিও থেনডুপ শেরপা বলেন, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে কালচিনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রশাসনিক তদন্তও শুরু হয়েছে।” জেলা স্কুল দফতরের কালচিনির সার্কেল ইন্সপেক্টর প্রেমকান্ত কামতি বলেন, “১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ওই স্কুলে মোট ৯৯ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এ বার ওই স্কুলে ৬ জন ভর্তি হয়েছে। অথচ প্রতি মাসে প্রধান শিক্ষক এক কুইন্টাল করে চাল তুলেছেন। স্কুলে তদন্ত করতে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। প্রদান শিক্ষককে শোকজের পাশাপাশি জুন মাসের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।” অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য, “অভিযোগ ভিত্তিহীন। প্রতি মাসে চাল বরাদ্দ হওয়ায় তা নিতে হচ্ছে। তবে সমস্ত চাল ডিলারের কাছে রয়েছে। অসুস্থতার জন্য কয়েকদিন স্কুলে যেতে পারিনি।”
|
বক্সা দুর্গকে হেরিটেজ ঘোষণার চিন্তাভাবনা করছে রাজ্য হেরিটেজ কমিশনের উত্তরবঙ্গ কেন্দ্র। কমিটির তরফে উত্তরবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক কেন্দ্রগুলি ঘুরে দেখে তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে বক্সার ঐতিহাসিক দূর্গটিও রয়েছে। বৃহস্পতিবার কমিশনের কো অর্ডিনেটর আনন্দগোপাল ঘোষ জানান, ফের প্রতিনিধি দল বক্সায় পাঠানো হবে। রাস্তা তৈরির জন্য সরকারকে প্রস্তাব পেশ করা হবে।
|
শহরের হাসমি চক লাগোয়া বিধান রোডের জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থার দাবি তুললেন শিলিগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলরেরা। বৃহস্পতিবার পুরসভায় তাঁদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সেখানে দলের কাউন্সিলরেরা তাঁকে সেই দাবি জানান। তৃণমূল কাউন্সিলরদের তরফে কৃষ্ণ পাল বলেন, “জমিটি রেলের ছিল। সেখানে মাটির নীচে আধুনিক পার্কিং ব্যবস্থা-সহ ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু রেলের হাত থেকে জমি হস্তান্তরের পর তা হয়নি। মন্ত্রীকে বলেছি, ওই জমি সরকার অধিগ্রহণ করে মাটির নীচে আধুনিক পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না খতিয়ে দেখে ব্যবস্থা নিক।”
|
জমি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালির বিধানপল্লি এলাকা। ওই এলাকায় বেশ কিছুটা খাস জমি রয়েছে। তা দখল নিয়ে বৃহস্পতিবার দুপুরে এবং রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ৬ জন জখম হয়ন। খবর পেয়ে দু’বারই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের মাটিগাড়া ব্লকের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, “ওই এলাকায় গোলমাল হয়েছে বলে শুনেছি। আমাদের দলের কয়েকজন কর্মী জখম হন। হামলাকারীরা সিপিএমের প্ররোচনায় এটা করেছে বলে সন্দেহ।”
|
স্থায়ী চাকরি চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বসুমতীর অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার এই ব্যাপারে বসুমতী কর্মহারা কর্মী সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকলিপি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের নয়া সরকার বসুমতী পুনরুজ্জীবনে যে পরিকল্পনা নিয়েছে তাতে তাঁদের মতো অস্থায়ী কর্মীদের পুনর্বাসনের দাবি জানান ওই কর্মীরা। |