টুকরো খবর

ৎসমুখে বৃষ্টি কমে গিয়েছে। তাই বৃহস্পতিবার ডিভিসি তাদের জল ছাড়ার পরিমাণ অর্ধেক করে দিয়েছে। গত তিন দিন ধরে ৩০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল ডিভিসি-র জলাধারগুলি থেকে। এ দিন সন্ধ্যায় তা ১৫ হাজার কিউসেক হারে নামিয়ে আনা হয়েছে। দামোদর উপত্যকায় আর বৃষ্টি না-হলে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হবে না বলে কেন্দ্রীয় জল কমিশন তাদের জানিয়ে দিয়েছে। বন্যা পরিস্থিতির অবশ্য খুব বেশি হেরফের হয়নি। সেচ দফতর সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের নদীবাঁধগুলির ২০টি এলাকায় ফাটল রয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রায় সব ব্লকেই গ্রামের নিচু এলাকায় জল জমে রয়েছে। রামনগর, পাঁশকুড়া, তমলুক পুরসভার লাগোয়া নদীবাঁধে ফাটল মেরামতির কাজ চলছে। পটাশপুর, কেলেঘাইয়ের লাগোয়া আমগাছিয়া থেকে দাসপুরের বহু জায়গায় নদীবাঁধে ফাটল রয়েছে। রায়পুরে বাঁধে খুব বড় ফাটল দেখা গিয়েছে। হুগলির আরামবাগেও নদীবাঁধগুলির ৫০টি জায়গা ও হাওড়ায় নদীবাঁধের ২৭টি জায়গায় বড় ফাটল দেখা দিয়েছে। সেচমন্ত্রী মানস ভুইয়া এ দিন বলেন, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ইত্যাদি জেলায় বিভিন্ন নদীবাঁধের ফাটল মেরামতির কাজে নেমে পড়েছেন ঠিকেদারেরা। জেলা প্রশাসন, সেচ দফতরের ইঞ্জিনিয়ার, পঞ্চায়েতের কর্তারা বাঁধ সারাইয়ের তদারক করছেন। কাটোয়ার দাঁইহাট এলাকার অজয় নদ, উত্তরবঙ্গের মহানন্দা, ভাগীরথী, ফুলহারের বাঁধের উপরেও সতর্ক নজর রাখা হচ্ছে। মানসবাবু বলেন, “সেচ দফতরের হাতে বেশি টাকা নেই। বাধ্য হয়েই প্রাকৃতিক বিপর্যয় তহবিল থেকে বাড়তি অর্থ পাওয়ার চেষ্টা হচ্ছে।”

জয়েন্ট এন্ট্রান্সের মেধা-তালিকায় থাকা ছাত্রছাত্রীদের কাউন্সেলিং ১১ জুলাই শুরু হবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সচিব সতীশ তিওয়ারি বৃহস্পতিবার বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ে কত আসন বাড়বে বা নতুন কোন কোন কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে, সেই ব্যাপারে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অনুমোদন মিলবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। সেই কারণেই ১১ জুলাই কাউন্সেলিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ বছর জয়েন্টের কাউন্সেলিং শুরু হতে দেরি হওয়ায় সাধারণ ডিগ্রি কলেজগুলিতেও ভর্তি নিয়ে সমস্যা দেখা দেবে বলে শিক্ষক-পড়ুয়াদের একাংশের আশঙ্কা। কেননা, জয়েন্টের কাউন্সেলিংয়ের আগে সাধারণ কলেজগুলিতে ভর্তি শুরু হয়ে যায়। এ বারেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ভর্তি শুরু হবে ২৮ জুন। ভর্তির শেষ দিন ৫ অগস্ট। কাউন্সেলিং শুরুর আগেই জয়েন্টের মেধা-তালিকায় থাকা অনেক ছাত্রছাত্রী সাধারণ কলেজে ভর্তি হয়ে যান। পরে পছন্দের বিষয় বা ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেলে তাঁরা কলেজ ছেড়ে দেন। কিন্তু কলেজ-কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রেই জানতে পারেন না, ক’টি আসন খালি হল। ফলে এ বারেও এ সমস্যা হতে পারে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন।

পশ্চিমবঙ্গে শিল্পায়নের পথে বাধা কাটাতে গত শনিবার আলিপুরে শিল্পপতিদের সঙ্গে খোলামেলা বৈঠকে সরকারি প্রশাসন ও বণিকসভার প্রতিনিধিদের নিয়ে ২৩ থেকে ২৫ সদস্যের একটি ‘কোর গ্রুপ’ তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার রাত ৮টায় সেই কোর গ্রুপের প্রথম বৈঠক বসছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের কার্যালয়ে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান। মুখ্যমন্ত্রী নিজে কোর গ্রুপের সদস্য হলেও এই বৈঠকে তিনি হাজির থাকতে পারবেন না বলে জানান পার্থবাবু।
Previous Story Rajya First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.