টুকরো খবর

দুই বোনের অস্বাভাবিক মৃত্যু নবগ্রামে
সাপের ছোবলেই মৃত্যু হয়েছে দুই বোনের। নবগ্রামের কীরিটেশ্বরী পঞ্চায়েত এলাকার দরজিগোরিয়া গ্রামের শ্রাবণী (৮) ও শম্পা বেসরার (৬) মৃত্যুর পরে এমনই দাবি তাদের পরিবারের লোকজনের। রাতে পাশাপাশি শুয়ে ছিল দু জনে। শেষ রাতে শ্রাবণী চিৎকার করে উঠলে তার পিঠে একটি ক্ষত চিহ্ন দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয় সাপের ছোবল বলে। বাবা জগন বেসরা জানান, প্রায় সঙ্গে সঙ্গেই গ্রামের এক যুবকের মোটরবাইকে চাপিয়ে লালবাগ মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় মেয়েকে। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা জানান, ততক্ষণে মারা গিয়েছে ছোট্ট মেয়েটি। বাড়ি ফিরে আসেন তাঁরা। জগন বলেন, “ফিরে দেখি ছোট মেয়ে শম্পাও মারা গিয়েছে।” সন্দেহ, তার মৃত্যুর কারণও সর্পদংশন। ওই আদিবাসী দম্পতির তিন সন্তানের মধ্যে বেঁচে রইল কেবল বছর দশেকের ছেলে পরমেশ। কিন্তু, একই সাপ দু জনকে পর পর ছোবল মারল কী করে? বিশেষজ্ঞরা জানান, সাপ দংশন করার পরে বিষ থলিতে রাখা তার গরল সম্পূর্ণই ঢেলে দেয়। সে ক্ষেত্রে শম্পার মৃত্যুর কারণ স্পষ্ট হচ্ছে না। দুই সন্তানের ময়নাতদন্তের প্রশ্নে অবশ্য বেঁকে বসেন ওই আদিবাসী দম্পতি। শেষ পর্যন্ত নবগ্রামের বিডিও মানবেন্দ্র মোদক স্থানীয় থানার ওসি এবং স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান বদরুদ্দোজা মণ্ডল তাঁদের বুঝিয়ে রাজি করান। আজ শুক্রবার ময়নাতদন্তের পরেই তাদের মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

অবিলম্বে বাঁধ মেরামতির নির্দেশ মন্ত্রীর
বড়ঞা ও ভরতপুর এলাকায় ময়ূরাক্ষী নদীর বাঁধ মেরামতির কাজ শুরু করার নির্দেশ দিলেন পূর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা। বৃহস্পতিবার বহরমপুর সার্কিট হাউসে মুর্শিদবাদের দুই অতিরিক্ত জেলাশাসক, কান্দি মহকুমাশাসক ছাড়াও সেচ, কৃষি, ত্রাণ, খাদ্য ও পূর্ত দফতরের জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। ওই বৈঠকে তিনি আধিকারিকদের ওই নির্দেশ দেন। মন্ত্রী বলেন, “রাজ্যের বন্যাপ্রবণ জেলার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। অথচ এ জেলার নদীবাঁধ গুলি ৩৪ বছর ধরে সংস্কার করা হয়নি। বর্ষা শুরু হয়ে গিয়েছে। এ বার বন্যার আশঙ্কাও প্রবল। মূলত ময়ূরাক্ষীর জলে কান্দি মহকুমা প্রতি বছর প্লাবিত হয়। কিন্তু সংস্কর না করায় ওই মহকুমার বড়ঞা ও ভরতপুর এলাকায় ময়ূরাক্ষীর বাঁধের বেহাল দশা।” বর্ষায় মাটির বাঁধ দিলে টিকবে না। অথচ সামনেই বন্যার আশঙ্কা। সুব্রতবাবু বলেন, “৭২ ঘণ্টা আগে জলাধার থেকে জল ছাড়ার খবর নিয়ে তা পৌঁছে দিতে হবে প্রত্যন্ত এলাকায়। নৌকা, ভুটভুটি, স্পিড বোট, ত্রিপল, ত্রাণ সামগ্রীও মজুত রাখতে বলা হয়েছে।” বড়ঞা ব্লকের বোরোধান চাষিদের অধিকাংশই সম্প্রতি শিলাবৃষ্টিতে সর্বস্ব হারিয়েছেন। মন্ত্রীর মতে, ওই ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে ৪ জন ইতিমধ্যে আত্মঘাতী হয়েছেন। এ ব্যাপারে গ্রামীন বিকাশ ব্যাঙ্ক ও অন্যান্য রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের সঙ্গে কথা বলে ৭ দিনের মধ্যে ওই সব কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে।

কৃষ্ণনগরে এসএফআই প্রতিনিধিরা ছাত্র পরিষদে
কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সহ এসএফআইয়ের ৪৩ জন প্রতিনিধিই বৃহস্পতিবার ছাত্র পরিষদে যোগ দিয়েছেন। এই দিন দুপুরে কৃষ্ণনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহার উপস্থিতিতে তাঁরা ছাত্র পরিষদে যোগ দেন। দীর্ঘ দিন ধরে এই কলেজে এসএফআইয়ের একছত্র আধিপত্য ছিল। চলতি বছরেও এসএফআই ৪৩টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছে। তাঁরা সকলেই ছাত্র পরিষদে যোগ দেওয়ায় এসএফআইয়ের জেলা নেতৃত্ব সন্ত্রাসের অভিযোগ তুলেছে। সংগঠনের জেলা সম্পাদক কৌশিক দত্ত বলেন, “বিধানসভা ভোটের পর থেকে কোনও কলেজেই আমাদের সংগঠনের ছেলেমেয়েরা ঢুকতে পারছে না। তৃণমূল ছাত্র পরিষদ এমন অত্যাচার শুরু করেছে যে হয় এসএফআই ছাড়তে হবে অথবা পড়াশোনা ছাড়তে হবে। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতেই আমাদের সংগঠনের ছেলেমেয়েরা বাধ্য হয়ে ছাত্র পরিষদে যোগ দিয়েছে।” এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “অভিযোগ মিথ্যা। আমাদের যদি ভয় পাবে তো আমাদের সংগঠনেই যোগ দিত।” ছাত্র পরিষদের জেলা কমিটির সহ সভাপতি দিব্যেন্দু বসু বলেন, “ছাত্রেরা বুঝতে পারছে যে, ছাত্র স্বার্থে আন্দোলন একমাত্র ছাত্র পরিষদই করে।” ওই কলেজের সাধারণ সম্পাদক শুভ্রজ্যোতি হালদারের কথায়, “আমাদের কেউ হুমকি বা ভয় দেখায়নি। ছাত্র পরিষদই একমাত্র ছাত্র আন্দোলন করে। তাই আমরা ওই দলে যোগ দিয়েছি।”

ভাঙচুরের অভিযোগ
মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরে গিয়ে আধিকারিকদের হেনস্থা এবং দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভুয়ো রেশনকার্ড বাতিল-সহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুর মহকুমা অফিসে স্মারকলিপি দিতে গিয়েছিলেন এলাকার কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক। মহকুমা খাদ্য আধিকারিক দশরথ কোঁড়া বলেন, “স্মারকলিপি জমা দেওয়ার সময় দফতরের দুই কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। তখনই তৃণমূলের কয়েকজন মহকুমার মুখ্য পরিদর্শক শ্যাম হেমব্রমের কলার চেপে ধরেন। টেবিলের কাঁচ-সহ দফতরের কিছু আসবাব ভাঙচুর করে। গোটা ঘটনা জেলা দফতরের কর্তাদের জানানো হয়েছে।” তৃণমূলের শহর সভাপতি গৌতম রুদ্র অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “আসলে খাদ্য দফতর একটি ঘুঘুর বাসা। তাতে ঘা পড়তেই মিথ্যা অভিযোগ তুলছে। ভাঙচুরের ঘটনার সঙ্গে দলের কর্মীরা জড়িত নয়। তবে উত্তেজনার বশে বচসা হয়েছে।”

ছাত্রকে মারধরের অভিযোগ
ছাত্র পরিষদের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কলেজে যাওয়ার সময় রধুনাথগঞ্জ সদরঘাটের কাছে একদল এসএফআই সমর্থক ছাত্র পরিষদের ওই সমর্থককে মারধর করে। জঙ্গিপুর কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রকে গুরুতর অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে পুলিশে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনার জেরে এ দিন বিকেলে ফুলতলায় পথ অবরোধ করেন ছাত্র পরিষদের সমর্থকেরা। ছাত্র পরিষদের রঘুনাথগঞ্জ-২ ব্লক সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সম্প্রতি কলেজে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তার জেরেই এ দিন ওই ছাত্রকে মারধর করে এসএফআইয়ের সমর্থকেরা।” এসএফআইয়ের জেলা কমিটির সদস্য প্রকাশ ঘোষ বলেন, “ছাত্র পরিষদের কোনও কর্মীর উপর হামলা করেনি দলের সমর্থকেরা। কোনও গোলমালে জড়িয়ে পনায় ওই ছাত্র মার খেয়েছে। দলের কেউ এর সঙ্গে জড়িত না।”

স্ত্রীকে খুনের নালিশ
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইউনিস মল্লিক। বাড়ি নাকাশিপাড়ার ধনঞ্জয়পুর গ্রামে। তার স্ত্রীর নাম জাহেরা বিবি। তাঁর বাড়ির লোকের অভিযোগ, গত ১৫ জুন বিকেলে জামাই ইউনিস জাহেরাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় জাহেরাকে শেষ পর্যন্ত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২১ জুন তিনি সেখানেই মারা যান। জাহেরার বাবা আব্দুল মতিন মণ্ডল ইউনিস ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় মেয়েকে খুনের অভিযোগ করেছেন। জাহেরা ইউনিসের তিন বছর হল বিয়ে হয়। মাস পাঁচেক আগে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে।

স্কুলে দুর্নীতি
সাতকুলিয়া গ্রামে ভাঙন দেখতে গিয়ে আচমকা গ্রামের প্রাথমিক স্কুলে ঢুকে মিডডে মিল নিয়ে দুর্নীতির সন্ধান পেলেন কৃষ্ণনগর ১-এর বিডিও শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বুধবার ডিমভাত খাওয়ানোর কথা কিন্তু ডিম ছিল না ছাত্রছাত্রীদের পাতে। তা ছাড়া স্কুলে যত ছাত্রছাত্রী উপস্থিত ছিল প্রধান শিক্ষক তার প্রায় দ্বিগুণ সংখ্যা রেজিস্টারে লিখেছেন। ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।” তবে প্রধান শিক্ষক বলেন, “এটা গরিব এলাকা। তাই স্কুলে পড়ে না গ্রামের এমন ছেলেমেয়েরাও খেতে আসে। মানবিকতার কারণে তাদের মুখ চেয়ে বেশি রান্না করতে হয়।”

যুবকের কারাদণ্ড
প্রতিবেশী মহিলাকে ধর্ষণের অপরাধে এক যুবককে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক। অভিযুক্ত দীপঙ্কর সরকারের বাড়ি রঘুনাথগঞ্জের গণকর গ্রামে। সরকারি আইনজীবী খন্দেকার শাহজামালউদ্দিন জানান, ২০০৬-এর ২ জুলাই রাতে প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে অত্যাচার চালায় দীপঙ্কর। ওই মহিলার স্বামী তখন বাড়িতে ছিলেন না।

বৃদ্ধার দেহ উদ্ধার
পুকুর থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধার দেহ। ঘটনাটি চাকদহের চাঁদুরিয়া-১ পঞ্চায়েতের শ্রীনগর গ্রামের। মৃতার নাম গীতা চক্রবর্তী (৭৩)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মঠে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। পরে পুকুরে দেহ ভাসতে দেখেন এলাকার লোক।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর চেকপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম রাজেশ সেন (৩০)। বাড়ি উত্তর ২৪ পরগনার বীজপুরের বাঘের মোড় এলাকায়।

পাচারের অভিযোগ
রেশনের জিনিসপত্র পাচারের অভিযোগ উঠেছে শান্তিপুরে। পুলিশ এ ব্যাপারে থানারপাড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। ওই রেশন দোকানের মালিক অবশ্য পলাতক। তার খোঁজ চলছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। বুধবার রাতে সাগরদিঘির দেবগ্রামে বাড়ির পাশে বাঁশের জঙ্গলে রানি দাসের (৭০) দেহ ঝুলতে দেখেন বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন রানিদেবী। ওই রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ধান লুঠ
রাতে গুদামের তালা ভেঙে ১২০ বস্তা ধান লুঠ হয়েছে বলে অভিযোগ উঠেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে। গুদামের তালা ভেঙে লরি বোঝাই করে ধানের বস্তা নিয়ে পালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে থানায় অভিযোগ করা হয়েছে।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.